প্রকল্প

আপনার সন্তানের আধার কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে, জেনে নিন এখনই

শিশু হোক কিংবা প্রাপ্তবয়স্ক অথবা সিনিয়র সিটিজেন যেকোনো ব্যক্তিরই সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। সরকারি হোক বা বেসরকারি যেকোন ক্ষেত্রে বিভিন্ন প্রকার সুবিধা পাওয়ার জন্য আধার কার্ডের প্রয়োজন হয়ে থাকে। তবে বর্তমানে প্রাপ্তবয়স্ক এবং সিনিয়র সিটিজেনদের পাশাপাশি শিশুদের ক্ষেত্রেও আধার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠছে। শিশুদের স্কুলে ভর্তি করার ক্ষেত্রে হোক কিংবা কোভিড-১৯ টিকাকরণের ক্ষেত্রে অথবা যে কোন রকমের বৃত্তি পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ নথি।

আর তাই শিশুদের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশেষ ধরনের আধার কার্ড কার্যকরী করা হয়েছে। শিশুদের জন্য কার্যকরী এই আধার কার্ডটি নীল আধার কার্ড নামে পরিচিত। তবে নীল আধার কার্ড নিয়ে শিশুদের অভিভাবকদের মধ্যে প্রশ্নের শেষ নেই। নীল আধার কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে অথবা নীল আধার কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে বাবা মায়ের আধার কার্ড থাকা বাধ্যতামূলক কিনা, এসব বিষয়ে অভিভাবকেরা বারংবার প্রশ্ন করে থাকেন। আর তাই আজ আমরা এই পোস্টে নীল আধার কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।

চলুন তবে নীল আধার কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
৫ বছরের কম বয়সী শিশুদেরও আধার কার্ড বানানো সম্ভব। তবে এক্ষেত্র UIDAI এর পক্ষ থেকে যে আধার কার্ডগুলি প্রদান করা হয় সেগুলি সাধারণ আধার কার্ডের থেকে খানিকটা আলাদা হয়ে থাকে। এই আধার কার্ডের রং হয় নীল। তাই এই ধরনের আধার কার্ডকে নীল আধার কার্ড বলা হয়ে থাকে। আপনার বাড়িতেও যদি ৫ বছরের চেয়ে কমবয়সী কোন শিশু থেকে থাকে তবে নীল আধার কার্ডের জন্য তার নাম নথিভুক্ত করা অত্যন্ত জরুরি।

তবে UIDAI এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, নীল আধার কার্ডের সময়সীমা শিশুদের ৫ বছর বয়স হওয়া পর্যন্ত। এরপর শিশুদের নীল আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। যদি শিশুদের নীল আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট না করা হয় তবে ৫ বছর বয়সের পর ওই কার্ডটির কোন মূল্য থাকবে না।

নীল আধার কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে কি বাবা-মায়ের আধার কার্ড থাকা জরুরী?
UIDAI এর তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে, শিশুদের নীল আধার কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে শিশুর বাবা এবং মা দুজনেরই আধার কার্ড থাকা বাধ্যতামূলক। নীল আধার কার্ডের জন্য শিশুর নাম রেজিস্ট্রেশনের সময় বাবা-মায়ের আধার কার্ড নম্বর না থাকলে কোনভাবেই সেই শিশুর নাম নথিভুক্ত করা যাবে না।

শিশুদের নীল আধার কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে?
শিশুদের নীল আধার কার্ড কিংবা নীল আধার কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে যেকোন আধার সেবা কেন্দ্র বা আধার নথিভুক্তকরণ কেন্দ্রে যেতে হবে। সেখানে নীল আধার কার্ডের জন্য শিশুর নাম নথিভুক্ত করনের জন্য প্রয়োজনীয় ফর্মটি আপনাকে সংগ্রহ করতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে ওই ফর্মের সাথে প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে জমা দিতে হবে। এরপর শিশুটির ছবি তোলা হবে এবং নির্দিষ্ট সময়ে আপনি আপনার সন্তানের নীল আধার কার্ডটি হাতে পেয়ে যাবেন।

আবেদন করুন স্বাস্থ্যসাথী প্রকল্পে এবং পেয়ে যান ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা

নীল আধার কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য:-
১. শিশুর বাবা-মায়ের আধার কার্ড
২. শিশুর জন্ম সার্টিফিকেট
৩. পরিচয়ের প্রমাণপত্র
৪. ঠিকানার প্রমাণপত্র
৫. সম্পর্কের প্রমাণপত্র

আপনার বাড়ির কাছে আধার এনরোলমেন্ট সেন্টারটি খুঁজে নেবেন কি করে?
অনেকেই হয়তো জানেন না তাদের এলাকায় কোথায় আধার সেবা কেন্দ্র কিংবা আধার এনরোলমেন্ট সেন্টার রয়েছে। তবে এখন তা খুঁজে নেওয়া কোনো কঠিন কাজ নয়। এখন আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের সাহায্যে যেকোন সময় আপনার সব থেকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি খুঁজে নিতে পারেন। আপনার সব থেকে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারটি খুঁজে নেওয়ার পদ্ধতিটি হলো,

১. এর জন্য আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://appointments.uidai.gov.in/easearch.aspx -এ যেতে হবে।

২. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে খানিকটা নিচের দিকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি খুঁজে নেওয়ার জন্য State, Postal (PIN) code, Search box নামক তিনটি অপশন দেওয়া হয়েছে।

৩. এর মধ্যে থেকে State অপশনটির মাধ্যমে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্র খোঁজার ক্ষেত্রে আপনাকে আপনার রাজ্যের নাম, জেলা, সাব ডিসট্রিক্ট, গ্রাম অথবা শহর সঠিকভাবে বেছে নিয়ে ক্যাপচা কোডটি পূরণ করে সাবমিট করতে হবে। এই প্রক্রিয়ায় আপনি অত্যন্ত সহজেই আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রগুলি খুঁজে পাবেন।

৪. এর পাশাপাশি Postal (PIN) code অপশনটির মাধ্যমে শুধুমাত্র আপনার এলাকার সঠিক পিন কোডটি লিখে এবং ক্যাপচা কোডটি পূরণ করে আপনার সবথেকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি খুঁজে নিতে পারবেন।

৫. Search box অপশনটির মাধ্যমে আপনার গ্রাম অথবা শহর কিংবা জেলার নাম লিখে এবং ক্যাপচা কোডটি পূরণ করে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি খুঁজে নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *