GDS Recruitment 2023 – গ্রামীন ডাক সেবক নিয়োগ, মাধ্যমিক পাশে একসাথে 41000 পদে চাকরি।
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড়োসড় সুখবর। ইতিমধ্যেই India Post GDS Recruitment 2023 বা ইন্ডিয়া পোস্ট এর তরফ থেকে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। দেশের বহু রাজ্যে চাকরিপ্রার্থী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। তবেই নিয়োগের ক্ষেত্রে কয়েকটি মানদণ্ড রয়েছে। নিয়োগ পদের নাম, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিতভাবে জানানো হচ্ছে।
GDS Recruitment 2023 – গ্রামীন ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।
GDS Recruitment 2023 এ নিয়োগ পদের নাম – গ্রামীণ ডাক সেবক (GDS).
মোট শূন্যপদের সংখ্যা –
৪০ হাজার ৮৮৯ টি।
তার মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে রাজ্যের ৩১ টি সার্কেলে শূন্যপদের তালিকা দেওয়া হয়েছে। যেখানে মেদিনীপুর সার্কেলে শূন্যপদের সংখ্যা – ১৬১ টি (জেনারেল – ৬৬ টি)।
পশ্চিমবঙ্গ (Bengali) – ২০০১ টি,
পশ্চিমবঙ্গ (Hindi/English) – ২৯ টি,
পশ্চিমবঙ্গ (Nepali) – ৫৪ টি,
পশ্চিমবঙ্গ (Nepali/Bengali) – ১৯ টি,
পশ্চিমবঙ্গ (Nepali/English) – ২৪ টি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা –
যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গণিত এবং ইংরেজি বিষয়সহ মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি কম্পিউটারে নলেজ, স্থানীয় ভাষায় জ্ঞান ও সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়সসীমা –
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে, বিশেষ শ্রেণীগোষ্ঠীর আবেদনকারীরা পাবেন বয়সের ছাড়।
বেতন –
ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) – ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা।
এসিস্ট্যান্ট পোস্ট মাস্টার বা ডাক সেবক – (ABPM/Dak Sevak) – ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।
নির্বাচন পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের মধ্যে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর অনুসারে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
GDS Recruitment 2023 এ আবেদন পদ্ধতি –
প্রথমে www.indiapostgdsonline.in ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর রেজিষ্টেশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর লগইন করতে হবে। আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করে সাবমিট করতে হবে।এরপর আবেদনপত্রটি একবার ভালোভাবে দেখে নিতে হবে। এক বা একাধিক GDS পদ নির্বাচন করতে হবে। শেষে ভবিষ্যতের জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রাখতে হবে।
আবেদনপত্র সংশোধন –
১৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে ১৯ ফেব্রুয়ারি, ২০২৩.
ফলাফল- ফেব্রুয়ারি মাসের ৩য় বা ৪র্থ সপ্তাহে।
আবেদন ফি –
আবেদনের ক্ষেত্রে ১০০ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে। কিন্তু মহিলা, SC/ ST/ PwD প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না। অনলাইনের মাধ্যমে আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ – ১৬ ফেব্রুয়ারি, ২০২৩.
প্রাইমারি টেট পরীক্ষার ইন্টারভিউ প্রস্তুতি। এইভাবে উত্তর দিলে চাকরি কনফার্ম।
অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট –
www.indiapostgdsonline.in
Apply Now –
https://indiapostgdsonline.gov.in/
চাকরি সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
This is my job
Kalikakundu barageria pingla paschim medinipur 72.11.40