MSME Loan – টাকার দরকার হলেই টাকা পাবেন। এই প্রকল্পে শীঘ্রই আবেদন করুন
নিজের দরকারে মানুষ বিভিন্ন ধরনের লোন (Loan) নিয়ে থাকে। Bank Loan, MSME Loan, Micro Finance Loan এই গুলো সবচেয়ে পরিচিত। শুধু ব্যাংক থেকেই যে লোন পাওয়া যায় এমনটা নয় NBFC (Non Banking Financial Corporation) সংস্থা গুলো থেকেও সময় অসময়ে সহজ শর্তে লোন নিতে পারেন মানুষ। আপনিও কি এই ধরনের লোন নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন?
Get Money On MSME Loan Online Apply Process.
প্রত্যেকেই নিজেদের প্রয়োজনে Personal Loan, Business Loan, Education Loan, Car Loan, Home Loan নেওয়ার আগে সব বিষয়ে খতিয়ে দেখে তারপরে লোন নিতে হয়। আর অনেকেই মনে করেন যে সকল দিক বিবেচনা না করে যদি আপনারা ঋণ নেন তাহলে আপনাদের ভবিষ্যতে কোন সমস্যার সম্মুখীন হওয়া সম্ভব। এবারে এই MSME Loan সম্পর্কে বিস্তারিত সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
যাতে ভবিষ্যতে লোন (RBI Rules On MSME Loan) পরিশোধ করার সময় কোনো অসুবিধায় পড়তে না হয়। এই লোন দেওয়া নিয়ে রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম জারি হয়েছে। যার ফলে লোন পাওয়া আর সুবিধা ও সহজ হয়ে গিয়েছে। চলুন এই নিয়ম সম্পর্কে জেনে নিন। নতুন মাস পড়তেই লোন দেওয়ার খেত্রে নতুন নিয়ম আনছে রিজার্ভ ব্যাংক। RBI বিভিন্ন ব্যাংক এবং NBFC গুলোর জন্য কড়া নিয়ম এনেছে।
লোন দেওয়ার ক্ষেত্রে এই নিয়ম গুলো এই সব সংস্থা যদি না মানে তাহলে বিপদ হতে পারে তাদের। গ্রাহকদের কি সুবিধা দেওয়া হয়েছে এই নিয়মে? চলুন দেখে নিন। গ্রাহকদের কাছ থেকে MSME Loan দেওয়া নিয়ে ব্যাংক ও আর্থিক সংস্থা গুলোর বিরুদ্ধে বহু অভিযোগ পেয়েছে RBI. লোন দিতে অনিহা, লোনের উপরে বেশি সুদ (Loan Interest Rate) নেওয়া, লোনে গচ্ছিত রাখা সম্পতিতে নিরাপত্তার অভাব এমন আরো অনেক অভিযোগ।
তাই এবার এই সব ব্যাংক ও NBFC সংস্থা গুলোর বিরুদ্ধে Personal Loan ও MSME Loan নিয়ে 1লা অক্টোবর 2024 থেকে কড়া নিয়ম জারি করতে চলেছে RBI. বেশ কিছু দিন আগেই এই নির্দেশিকা জারি করা হয়েছিল। কি বলা হয়েছিল? দেখে নিন। কোনো গ্রাহক যদি লোন (Loan) নিতে যায় তাহলে সেই গ্রাহককে তাদের লোন সংক্রান্ত সব নথি দেখাতে হবে।
পার্সোনাল লোন বা MSME Loan নেওয়ার ক্ষেত্রে লোনের সুদ, অন্যান্য খরচের বিবরণ, ডিজিটাল লোন এবং স্বল্প পরিমাণ ঋণের সমস্ত তথ্য সহ আরো বিবিধ বিষয় জানাতে হবে ঋণ গ্রহীতার কাছে। এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে KFS. KFS এর তথ্য একটি চার্ট আকারে লিখিত ভাবে জানাতে হবে ব্যাংক গুলোকে। যদি কোনো লোনের ক্ষেত্রে KFS উল্লেখ করা না থাকে তাহলে সেই লোন নেওয়া যাবে না। লোনে স্বচ্ছতা রাখার জন্য সকলকে সমানভাবে সুবিধা দেওয়ার জন্যে এই সিদ্ধান্ত RBI.
মেয়েরা 65 লাখ টাকা পাবে 21 বছর বয়স হলেই! সরকার দারুণ প্রকল্প নিয়ে হাজির
RBI Rules On MSME Loan & Personal Loan
এর ফলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে। RBI পরিচালিত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই সব গুলো নিয়ম মানতে হবে। এই নিয়ম চালু হলে আর দুর্নীতির আশঙ্কা থাকবে না। কারন লোনের যাবতীয় তথ্য ব্যাংক আগে থেকে জানিয়ে দেবে। এরপরে সেখান থেকে হিডেন চার্জ কাটার বা অতিরিক্ত সুদ নেওয়ার ও ভয় থাকবে না। গ্রাহকদের সম্পত্তির কোনো ক্ষতি হবে না। এই নিয়ম পার্সোনাল লোন ও MSME Loan এর ক্ষেত্রে নেওয়া হয়েছে।
Written by Ananya Chakraborty.
PNB ব্যাংক গ্রাহকদের সুখবর। Fixed Deposit এর টাকা যখন খুশি তুলুন, জরিমানা হবে না