অর্থনীতি

How to Become Crorepati – রাতারাতি কোটিপতি হওয়ার উপায় কি? বিনিয়োগের পদ্ধতি জানুন

আমাদের মধ্যে সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের মনে একটা প্রশ্ন থাকে যে কিভাবে কোটিপতি হব (How to Become Crorepati). আর এই প্রশ্নের উত্তর পাওয়া এতটাও সোজা না আর এই কারণের জন্য অনেকেই ইচ্ছা থাকলেও কোটিপতি (Crorepati) হয়ে উঠতে পারে না। আর এই জন্য বর্তমানে প্রচুর মানুষ বিভিন্ন খেত্রে বিনিয়োগ (Investment) করে ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য (How to Become Rich).

How to Become Crorepati in India.

সাধারণত লোকেরা কম পরিমান টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে চায়। কারন বিনিয়োগে ঝুকি থাকে। বেশি বিনিয়োগ করলে ঝুঁকি বেশি আর কম বিনিয়োগে ঝুঁকি কম। তবে কথায় আছে, ‘ঝুঁকি যত বেশি রিটার্ন ও তত বেশি’। তাই এমন জায়গায় বিনিয়োগ করা উচিৎ যেখানে মোটা অঙ্কের টাকা রিটার্ন পাওয়া যাবে। প্রতি মাসে যদি 6 হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তাহলেও কিন্তু বেশি রিটার্ন পাবেন (How to Become Crorepati). চলুন এই বিষয়ে জেনে নিন। কোথায় আর কত টাকা বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন।

কোটিপতি হওয়ার উপায়

আজ আপনাদের এমন একটি আর্থিক স্কীমের কথা বলব যা বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এবং বেশি রিটার্ন দিতে পারে। এই স্কীমে লম্বা সময়ের জন্যে বিনিয়োগ করলে যে কেউ হতে পারে কোটিপতি (kotipoti howar upay). এই স্কীমের নাম হল মিউচুয়াল ফান্ড (Mutual Fund) এর SIP Plan (Systematic Investment Plan). একটি SIP তে একজন বিনিয়োগকারীকে মাসিক বা ত্রৈমাসিকে অল্প পরিমান টাকা আলাদা করতে হবে এবং বিনিয়োগের পরিমান 500 টাকার মতো হতে পারে (How to Become Rich).

সহজে কোটিপতি হওয়ার উপায়

ধরুন একজন ব্যক্তি 23 বছর বয়স থেকে উপার্জন শুরু করে। আর যদি SIP তে অল্প পরিমানে নিয়মিত বিনিয়োগ করেন তাহলে 20 বছরের মধ্যে সে একজন কোটিপতি (How to Become Crorepati) হয়ে উঠতে পারে। জেনে নিন কিভাবে কোটিপতি (Millionaire) হতে পারবেন (kotipoti hobar upay). ধরুন কোনো ব্যক্তি 17 বছরের জন্য প্রতি মাসে 6000 টাকা করে বিনিয়োগ করেন, যার প্রত্যাশিত হার বার্ষিক 20% রিটার্ন।

FD Interest Rates (ফিক্সড ডিপোজিট সুদের হার)

শূন্য থেকে কোটিপতি হওয়ার উপায়

এর অর্থ বিনিয়োগের পরিমান পুরো সময়ের জন্যে 12 লক্ষ 24 হাজার টাকা। 17 বছর পর মেয়াদপূর্তির সময় সেই ম্যাচুরিটির পরিমান হবে 1.01 কোটি টাকা। বিনিয়োগের উপরে উপার্জন হবে 89,04,992 টাকা অর্থাৎ প্রতি মাসে 6000 করে SIP তে বিনিয়োগ করলে যে কেউ কোটিপতি হতে পারে। তাই ভবিষ্যৎ কে আর্থিক দিক দিয়ে সুরক্ষিত করার জন্য SIP তে বিনিয়োগ করতেই পারেন।

ব্যাংকের আর্থিক পরিষেবা আরও সহজ। জনগণের স্বার্থে RBI এর সিদ্ধান্ত

কোটিপতি হওয়ার সহজ উপায়

পরিশ্রম ও মেহনতের মাধ্যমে এমন কোন জিনিস নেই যেটা মানু করতে পারে না। আর মধ্যে এই কিভাবে কোটিপতি হব বা How to Become Crorepati এই প্রশ্নের উত্তর সকলের নিজেরাই জেনে নিতে পারবে। আর এবারে আপনারা পূর্বে উল্লেখিত সকল তথ্য বিচার করার মাধ্যমে ভালো করে জেনে নিয়ে বিনিয়োগের মাধ্যমে আপনারা কোটিপতি হতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *