ট্রেন্ডিং

Gemstone – আসল খাটি রত্নপাথর চেনার উপায়? জেনে নিন খাঁটি রত্ন চেনার উপায়।

আমাদের প্রত্যেকের জীবনে ওঠানামা লেগেই থাকে। আর এই জন্য আমরা অনেকেই Gemstone বা গ্রহ রত্নের ব্যবহার করে থাকি নিজেদের সময় শুধরানোর জন্য। সব সময় সবার জীবন মসৃণ হয় না। জীবনে বেঁচে থাকতে গেলে জীবন সংগ্রাম করেই চলতে হবে। জীবনে একাধিক সমস্যা আসতেই পারে। কখনও দুঃখ, সমস্যা, আর্থিক সীমাবদ্ধতা, ব্যর্থতা, জীবনে অনেক খারাপ সময় আসে।

How To Find Real Gemstones.

এই সব যখন অতিরিক্ত মাত্রায় আসতে থাকে তখন যে সব মানুষ জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন তারা তখন জ্যোতিষিদের (Astrologers) পরামর্শ নেন। আর তাদের পরামর্শ মেনে Gemstone ধারণ করেন। কিন্তু বাজারে যে পরিমানে নকল রত্নে ছড়াছড়ি তাতে আসল রত্ন পাওয়া মুশকিল। পোখরাজ (Yellow Sapphire), চুনি (Ruby), পান্না (Emerald) ও আরো যেই সব Gemstone গুলো আছে সেই গুলো আরো দামি।

কিন্তু এই রত্ন গুলোর নকল গুলো এমন ভাবে তৈরি করা যে দেখে মনেই হবে না সে গুলো নকল। তাই অনেক মানুষ আছে যারা নকল পাথর গুলোকে আসল মনে করে কিনে নিয়ে যান। রত্ন সম্পর্কে সঠিক তথ্য না জানার ফলে মানুষ নকল রত্ন কেনে। আজ আপনাদের এই বিষয়ে কথা বলব। নকল রত্ন (Gemstone) চেনার উপায়। নকল রত্ন কিনে যদি ঠকতে না চান তাহলে এই প্রতিবেদনটি পড়ুন।

ভোপালের জ্যোতিষী এবং হস্তরেখা (Palmist) বিদ বিনোদ সোনি পাউদ্দার জানালেন কীভাবে আসল এবং নকল রত্ন চেনা যায়৷ এক্কেবারে আসল রত্নের মতো দেখতেই হয় নকল রত্ন (Gemstone) গুলি। তাই সঠিক উপায় না জানলে ভুল করাই স্বাভাবিক৷ নকল পান্না চিনতে হলে একটি খুব সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাদের। আপনার যে পান্না কিনেছেন সেই পান্নার গায়ে হলুদ লাগিয়ে দিন।

Salary Hike (বেতন বৃদ্ধি)

সেই হলুদ রঙ যদি লাল হয়ে যায় তাহলে বুঝবেন হবে পান্না রত্নটি (Gemstone) আসল। পান্না চেনার আর একটি উপায় হল। একটি গ্লাসে জল ঢালুন এতে পান্না রাখুন। যদি তাতে সবুজ রশ্মি দেখা যায় তাহলে পান্না আসল। আপনার যদি পোখরাজ (Yellow Sapphire) কিনে থাকেন তাহলে তা আসল না নকল জানার জন্য একটি সাদা কাপড়ে বেঁধে রোদে রাখুন যদি এটি থেকে একটি হলুদ ছায়া দেখা যায় তাহলে পোখরাজটি আসল।

সাধারণ মানুষের জন্য নতুন সুবিধা চালু। এবার ঘরে বসে পাবেন সরকারি সুবিধা। লাইনে না দাঁড়িয়ে জেনে নিন।

রুবি (Ruby) পাথর কে গ্লাসে রাখলে যদি লাল রঙের দেখায় তাহলে রুবি আসল। অনেকে হীরা (Diamond) কিনে পরেন, কিন্তু আপনি যে হীরা (Diamond) পরছেন তার বিশুদ্ধতা যদি আপনি পরীক্ষা করতে চান তবে এটিতে আপনার মুখ থেকে বাষ্প বের করুন। যদি হীরাতে বাষ্প তৈরি হয় তবে তা নকল। তাহলে জেনে গেলেন রত্নের আসল নকল বিচার করবেন কি করে। এবার থেকে Gemstone কিনতে গেলে বুঝে শুনে কিনবেন।
Written by Ananya Chakraborty.

আপনার কাছে এই কার্ড থাকলেই, প্রতিমাসে পাবেন 3000 টাকা। আজই এইভাবে আবেদন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *