বিদেশে চাকরি পাওয়ার উপায়। ভিসা, ইন্টারভিউ ও দক্ষতার ধাপে ধাপে গাইড জেনে প্রস্তুতি নিন
বিদেশে চাকরি পাওয়ার উপায় বা কীভাবে বিদেশে চাকরি পাওয়া যায় সেই সম্পর্কে অনেকেই জানতে ইচ্ছুক এই সময়ে। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশির ভাগ ছেলে মেয়ে বিদেশে চাকরি করার স্বপ্ন দেখে থাকে। দেশের বাজারে চাকরির যে আকাল রয়েছে, এছাড়া চাকরির সুযোগ সুবিধা কম, অন্য দিকে স্বল্প বেতনের জন্য অনেকেই দেশ ছেড়ে বিদেশে চলে যায় ভালো চাকরি ও বেশি মাইনের আশায়।
সহজেই ভারত থেকে বিদেশে চাকরি পাওয়ার উপায়
বিদেশের জীবন যাত্রার মান যেমন উন্নত ঠিক তেমনি যোগ্যতা অনুযায়ী সঠিক মূল্য দেওয়া হয়। এই জন্যই প্রচুর ছেলে মেয়ে নিজের শৈশব কে দেশে ফেলে রেখে বিদেশে চাকরির জন্য পড়ে থাকেন। আপনিও কি বিদেশে চাকরির স্বপ্ন দেখছেন? বিদেশে চাকরি করতে হলে কি কি জিনিসের উপর ফোকাস রাখতে হবে? জেনে নেওয়া যাক প্রতিবেদনের মাধ্যমে।
কিভাবে বিদেশে চাকরি পাবেন?
পাসপোর্ট প্রস্তুত রাখা :- বিদেশ যাত্রার জন্য সর্ব প্রথম যে কাজটি আপনার করে রাখতে হবে সেটি হল পাসপোর্ট তৈরি করা। বিদেশে চাকরি পাওয়ার উপায় এর মধ্যে এটি অন্যতম এবং প্রস্তুতি নেওয়ার আগে আপনাকে পাসপোর্ট তৈরি করে রাখতে হবে। হঠাৎ করে কোন চাকরির অফার আসলে যাতে পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে কোন রকম সমস্যা না হয় তার জন্যই আগেভাগেই এই কাজটি করে রাখা জরুরি।
জব ভিসা ও কাজের অনুমতিপত্র :- বিদেশে চাকরি করার জন্য ওয়ার্ক পারমিট ভিসার (Work Permit VISA) আবেদন করা উচিত। চাকরি জন্য যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে লাগে তার মধ্যে এটি একটি ডকুমেন্ট তাই এটিকে সঙ্গে রাখতে হবে। আর যদি আপনারা কোন কোম্পানির মাধ্যমে বিদেশে চাকরি পাওয়ার উপায় খুঁজছেন তাহলে তারাই এই কাজ করে রাখবে। কিন্তু সঠিক কোম্পানি খোঁজা আপনার ক্ষেত্রে জরুরি যারা আপনাকে কাজ দেবে বা দিতে পারবে।
How to Get Job in Abroad?
ভাষা জানতে হবে :- বিদেশে চাকরি পাওয়ার উপায়? এর জন্য সবার প্রথমে যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা বা তা না জানলে ইংরাজি শিখে রাখা অত্যন্ত জরুরী। যেহেতু সেই দেশে আপনাকে থাকতে হবে তার জন্য সেই দেশের ভাষা আপনাকে সেই দেশের মানুষদের সাথে আলাপচারিতা ও কথোপকথনে সাহায্য করবে এছাড়া এটা আপনার কাজের আলাদা একটি যোগ্যতার মানদন্ড হিসেবে বিবেচিত হবে।
CV আপডেট করে রাখা :- আপনি আপনার কর্ম জীবনের যেখানে যেখানে কাজ করেছেন প্রত্যেকটি কাজ সংক্রান্ত তথ্য আপনার সিভিতে উল্লেখ করবেন। এর ফলে আপনার সিভি আপডেটেড থাকবে যেটা আপনার যোগ্যতার আরেকটি বড় মানদন্ড। বিদেশে চাকরি পাওয়ার উপায়ের মধ্যে এইটি অন্যতম বলেই মনে করেন অনেকেই।
কীভাবে বিদেশে চাকরির জন্য আবেদন করবেন?
চাকরির জন্য আবেদন করা :- বিদেশে চাকরির জন্য আবেদন করা একটি প্রধান কাজ। এর জন্য ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোতে চাকরির জন্য আবেদন করতে হবে। ইন্টারনেটে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের ওয়েবসাইট পাওয়া যায়। এই ওয়েবসাইট গুলো নিয়মিত ফলো রাখা উচিত।
ইন্টারভিউ :- বিদেশে চাকরির জন্য ইন্টারভিউ সাধারণত ভিডিও কলের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। যেহেতু পাসপোর্ট ছাড়া বিদেশে প্রবেশ করা যায় না এই জন্য ইন্টারভিউ ভিডিও কলের মাধ্যমে নেওয়া হয়। আপনি যদি ইন্টারভিউতে পাস করেন তাহলে পাকাপাকিভাবে বিদেশ যাত্রার জন্য প্রস্তুতি নিতে পারবেন। ভিডিও কলে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে অভ্যস্ত থাকতে হবে। এর জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করা উচিত।
ড্রাইভিং স্কিল: বিদেশে গেলে আপনার ড্রাইভিং শিখে রাখাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স (International Driving License) থাকতে হবে, যাতে আপনি সেখানে গিয়ে নিজে ড্রাইভ করে আপনার সুবিধা মতন যাতায়াত করতে পারেন। আর এই স্কিল জানা থাকলে কাজ পাওয়ার চান্স অনেকটাই বেশি হয়ে যায় সকলের কাছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সেরা টিপস। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সবার আগে জেনে নিন
কম্পিউটার স্কিল: বিদেশে চাকরি করতে হলে কম্পিউটারে পারদর্শী হতে হবে আপনাকে। যেমনMicrosoft Office, Word, Power Point এর কাজ জেনে রাখা উচিত। আর যদি পারেন তাহলে আরও অনেক ধরণের নতুন যুগের কম্পিউটার স্কিল আছে সেই সম্পর্কে জানা থাকলে আপনাদের উচিত সেইটা জেনে রাখা যাতে কোন না কোন সুবিধা হয়।
Written by Shampa Debnath