কম CIBIL Score এর জন্য লোন পাচ্ছেন না? এই বিষয় মাথায় রাখলে আর কোন চিন্তা নেই
লোন নেওয়ার ক্ষেত্রে CIBIL Score গুরুত্বপুর্ণ ভুমিকা নিয়ে থাকে। কম সিবিল স্কোর থাকলে লোন পাওয়ার ক্ষেত্রে বাঁধা আসতে পারে। কম সিবিল স্কোর থাকলে লোন (Loan) দেয় না ব্যাংক। আপনিও যদি এমন সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনাকে অতি সত্তর যাওয়া উচিৎ ক্রেডিট কাউন্সিলিং এর কাছে। তাদের কাছে গেলেই তারা আপনাকে ভালো মত বুঝিয়ে দেবে কিভাবে আপনার CIBIL Score ঠিক করবেন।
How To Improve CIBIL Score.
তবে এই কাজ করে দেওযার জন্যে ক্রেডিট কাউন্সিলিং এজেন্সি গুলো মাসিক কিছু চার্জ করে থাকে। আর সেই অনুযায়ী পরিষেবাও দেয় তারা। লোন নেওয়ার আগে একটি বিষয়ে জেনে রাখা দরকার যে CIBIL Score কত থাকতে হবে। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন যে, যদি আপনার ক্রেডিট স্কোর (Credit Score) 750 এর নিচে নেমে যায় তাহলে শুরুতেই তিনটি বিষয়ের উপরে জোর দিতে হবে।
CIBIL Score যদি 750 এর নিচে চলে গিয়ে থাকে তাহলে Bank Loan পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। কারন ঋণ দেওয়ার আগে সবার আগে ক্রেডিট স্কোর দেখা হয়। এই CIBIL Score ই ঠিক করে দেয় ব্যাংক আপনাকে লোন দেবে কিনা। আপনার সিবিল স্কোর যদি খারাপ হয় অর্থাৎ আপনার সিবিল স্কোর যদি 750 এর নিচে হয় তাহলে ব্যাংক আপনাকে লোন নাও দিতে পারে।
কিন্তু কি করে এই CIBIL Score উন্নত করা যায় সেই বিষয়ে কিছু জানেন কি? যারা জানেন না তারা এই পুরো প্রতিবেদনটি পড়ুন। কিছু জিনিস মাথায় রাখলেই এই লো সিবিল স্কোরের ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। সিবিল স্কোর হল এক ধরনের রেটিং সিস্টেম। 300 থেকে 900 পর্যন্ত রেটিং থাকে। সবথেকে কম থেকে বেশি এইভাবেই পরিমাপ করা হয় আপনার আর্থিক পারফরমেন্স।
আপনার CIBIL Score যত বেশি থাকবে লোন পাওয়ার চান্স তত বেশি হবে। তথ্য বলছে 79% লোন এই সিবিল স্কোর এর ভিত্তিতেই দেওয়া হয়। যাদের সিবিল স্কোর 750 এর বেশি তাদের রেটিং ভালো বলে ধরা মনে করা হয়। আপনার সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর যদি খারাপ হয় তাহলে তা ঠিক করার উপায় আছে। ক্রেডিট কাউন্সিলরা আপনাকে এই কাজ করতে সাহায্য করবে। যারা লোন পরিশোধ করতে পারছেন না, লোন পাচ্ছেন না তাদের ক্রেডিট স্কোর উন্নত করতে সাহায্য করে এই ক্রেডিট কাউন্সিলরা।
500 Rs Note নিয়ে রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম। এই নোট থাকলে অবশ্যই জেনে নিন।
Improve Your CIBIL Score For This Method
1) আপনার যদি একাধিক ক্রেডিট কার্ড থাকে তাহলে একটি রেখে বাকি সব গুলো বন্ধ করে দিন।
2) মাসিক ভিত্তিতে আপনার ক্রেডিট কার্ড ব্যালেন্সের মাত্র 30 শতাংশ ব্যয় করার অভ্যাস করুন।
3) নির্ধারিত তারিখের আগে আপনার ক্রেডিট বিল পরিশোধ করুন। এই তিনটি বিষয় মেনে চললে আপনার ক্রেডিট স্কোর ঠিক হয়ে যাবে।
Written by Ananya Chakraborty.
5 লাখ টাকা দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সঠিক আবেদন করলেই একাউন্টে টাকা ঢুকবে?