অর্থনীতি

Share Market: শেয়ার বাজারে কম টাকা বিনিয়োগ করে কিভাবে কোটিপতি হবেন? দেখুন কিছু টিপস

আমরা অনেকেই শুনেছি যে শেয়ার বাজারে টাকা ইনভেস্ট (Share Market Investment) করে প্রচুর টাকা ইনকাম করা যায়। কোনো ব্যক্তির কাছে যদি প্রচুর অর্থ থাকে তবে সেই অর্থ ব্যাঙ্কে জমা না রেখে বা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) না করে সেই অর্থ তিনি শেয়ার মার্কেটে বিনিয়োগ (Stock Market Investment) করে, ব্যাঙ্কে যে পরিমাণ সুদ পাবেন তার তুলনায় বেশি ইনকাম করতে পারবেন।

What is Share Market Investment Tips 2024

কিন্তু কোনো ব্যক্তি যদি বেশি টাকা ইনকাম দেখে শেয়ার বাজার (Share Market) সম্পর্কে সম্পূর্ণ তথ্য না জেনে টাকা ইনভেস্ট করেন তবে, তিনি চূড়ান্ত লসের মুখে পড়বেন। শেয়ার বাজারে মূলত শেয়ার বা স্টক কেনা বেচা করা হয়। যেখানে কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জের (Stock Exchange) মাধ্যমে শেয়ার বিক্রি করে থাকে। সেখান থেকে গ্রাহক যদি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করেন তবে তিনি ওই কোম্পানির অংশিদার হয়ে যাবেন।

শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি

উদাহরণ স্বরূপ বলা যায়, ধরা যাক LMK কোম্পানির ১০০ টি শেয়ার আছে তবে কোনো ব্যক্তি যদি ওই কোম্পানির থেকে একটি শেয়ার ক্রয় (Share Market) করেন তবে তিনি ওই কোম্পানির ১০০ ভাগের একভাগ অংশীদার বা ভাগিদার হয়ে যাবেন। এবার তিনি যদি একটি বড় কোম্পানির শেয়ার বা স্টক কেনেন তবে তিনি ওই কোম্পানির কিছুটা অংশিদার হবেন।

ভারতীয় শেয়ার বাজার

যখন কোম্পানির ভ্যালু বাড়বে সেই সঙ্গে সঙ্গে তার শেয়ারের দামও (Share Market Price) বাড়বে, এবং কোম্পানির ভ্যালু কমে এলে তার শেয়ারর দামও কমে যায়। আমরা সকলেই জানি, কোনো কোম্পানি তার বৃদ্ধি বা উন্নয়নের জন্য অর্থ অর্থাৎ মূলধনের প্রয়োজন হয়। মূলত মূলধনের অভাব দূর করার জন্যই কোনো কোম্পানি শেয়ার বিক্রি করে। উদাহরণ স্বরূপ বলা যায়, ধরা যাক কোনো কোম্পানির বৃদ্ধি বা উন্নতির জন্য ২০০ কোটির প্রয়োজন।

আজকের শেয়ার বাজার

কোম্পানির কাছে আছে ১৫০ কোটি, বাকি ৫০ কোটি টাকা ঘাটতির জন্য কোম্পানি ওই টাকার ছোটো ছোটো অংশ বিভক্ত করে শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার বিক্রি (Share Market) করে। এবার কোনো ব্যক্তি যদি কোনো কোম্পানির মোট টাকার ৫% শেয়ার কিনেছেন তবে ভবিষ্যতে ওই কোম্পানি যে পরিমাণ টাকা লাভ করবে তার ৫% তিনি পাবেন।

নতুনদের জন্য শেয়ার বাজার

শেয়ার বাজার (Share Market) মূলত দুটি বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে, একটি হলো চাহিদা এবং অপরটি হলো সরবরাহ। যদি কোনো কোম্পানির চাহিদা বেশি হয় তবে সেই কোম্পানি শেয়ারের দাম বাড়িয়ে দেবে ফলে শেয়ার বা স্টক এর দাম বেড়ে যায়। আবার, যদি কোনো কোম্পানির শেয়ার যাদের কাছে আছে তারা যদি বিক্রি করে দেয় অর্থাৎ সরবরাহ বাড়িয়ে দেয় তবে ওই শেয়ারের দাম কমে যাবে।

শেয়ার বাজার খবর

উল্লেখ্য, শেয়ার বাজারে (Share Market) শেয়ারের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। কোনো ব্যক্তি যদি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করতে চান তবে শেয়ারের প্রকারভেদ দেখেই তবেই টাকা ইনভেস্ট করুন। মূলত ৫ প্রকারের শেয়ার রয়েছে। আর আগের থেকে এই সম্পর্কে আপনারা জেনে নিলে আপনাদেরই ভালো হবে।

FD Interest Rate (ফিক্সড ডিপোজিটে সুদের হার)

শেয়ার মার্কেটের প্রকারভেদ

  • ইক্যুইটি শেয়ার বা সাধারণ শেয়ার।
  • প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার।
  • নন ভোর্টিং সাধারণ শেয়ার।
  • কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার।
  • রিডেমেবল শেয়ার।

NPS না UPS কোন পেনশন স্কিমে বেশি টাকা পাবে সরকারি কর্মীরা?

উক্ত এই শেয়ার গুলিতে বিনিয়োগ (Share Market) করে গ্রাহকরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারেন‌। তবে শেয়ার কেনার পূর্বে গ্রাহককে অবশ্যই সমস্ত বিষয়টি ভালোভাবে জেনে তবেই শেয়ার কেনা উচিত। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।
Written by Sampriti Bose.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *