PhonePe Google Pay অতীত। এসেগেল Paykassma Payment. দেশে বিদেশে সব যায়গায়
দিন বদলেছে। এখন আর মানুষ আগেকার মতো ক্যাশ টাকায় বিশ্বাসী নয়। অনলাইনে পেমেন্ট করার নানা বিকল্প যেমন Phone Pay, Google Pay, PayTm, Paykassma প্রভৃতি। প্রধানমন্ত্রী PM Modi ক্ষমতায় আসার পর থেকেই স্বপ্ন দেখেছিলেন ক্যাশলেস ইন্ডিয়া গড়ে তোলার। আস্তে আস্তে সেই স্বপ্নই বাস্তবায়িত হচ্ছে। আজকাল বহু মানুষ ক্যাশ ছেড়ে ঝুঁকছেন অনলাইনের দিকে।
প্রথমদিকে অতটা জনপ্রিয়তা না থাকলেও ধীরে ধীরে বেড়েছে গুগল পে, ফোনপে ইত্যাদির মতো অনলাইন অ্যাপগুলি। তবে বেশ কিছু ক্ষেত্রে এই অনলাইন অ্যাপের সীমাবদ্ধতা রয়েছে। যেখানে লাগে অন্য এক ব্যবস্থা। আজকে আপনাদের সঙ্গে এমন একটি বিষয় সঙ্গে পরিচয় করাবো যা রীতিমতো সকলের মুখে হাসি ফোটাবে।
আজকের প্রতিবেদনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হল একটি নতুন পেমেন্ট গেটওয়ে ব্যবস্থার (Payment Gateway System). তবে অনেকেই রয়েছেন যাদের ধারণা নেই কি এই পেমেন্ট গেটওয়ে (Paykassma Payment Gateway)! এটি দিয়ে কি করা হয়? আসলে পেমেন্ট গেটে হলো এমন একটি প্ল্যাটফর্ম যেটির মাধ্যমে খুব সহজেই টাকা পয়সা আদান-প্রদান করা যায়।
পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা কী?
যাদের যাদের রয়েছে নিজস্ব কোনও ব্যবসায়িক ওয়েবসাইট, কিংবা নির্দিষ্ট কোন পণ্য বা পরিষেবা, অথবা রয়েছে বড় কোন প্রতিষ্ঠান তাদেরই দরকার হয় এই অনলাইন পেমেন্ট গেটওয় ব্যবস্থা। পেমেন্ট গেটওয়েগুলি মূলত বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের আর্থিক মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে।
প্রথমে গ্রাহকদের থেকে সংগ্রহ করে নির্দিষ্ট পরিমাণে টাকা। তারপর সেটি স্থানান্তর করা হয় মূল প্রতিষ্ঠানের কাছে। ব্যাংকের অর্থ প্রদানের ডেটা ক্যাপচার করে থাকে এই পেমেন্ট গেটওয়ে ব্যবস্থাগুলি।
আজকের প্রতিবেদনে কোন পেমেন্ট কথা বলতে চলেছি আমরা?
আসুন, পরিচয় করে নিই নতুন পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা Paykassma.com এর সঙ্গে. যেখানে খুব সহজেই নিরাপদে পেমেন্ট করতে পারবেন, যে কোনও প্রকার লেনদেন দেশের-বিদেশে সব জায়গাতেই করতে পারবেন।
কী এই Paykassma?
এই পেমেন্ট গেটওয়ের ব্যবস্থার পথ চলা শুরু হয়েছিল ২০১৯ সালে। তারপর থেকেই বিভিন্ন ব্যবসায়িক সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে। দিয়েছে সুরক্ষা, নিরাপত্তা এবং যুগিয়েছে ভরসা। ধীরে ধীরে বিশ্বের অন্যতম ব্যবস্থা হয়ে উঠেছে এটি। শুধুমাত্র ভারতবর্ষ নয়, এর পরিচিতি রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতেও।
এতক্ষণ তো আপনাদের বললাম এই পেমেন্ট গেটওয়ের পথ চলার কথা! তবে আজকের প্রতিবেদনে রইল কীভাবে এটি কাজ করে থাকে! কী কী সুবিধা এখান থেকে আপনারা নিতে পারবেন! কেনই বা অন্যান্য পেমেন্ট গেটওয়ে ব্যবস্থাকে ছেড়ে এই বিশেষ প্ল্যাটফর্মটিকেই বেছে নেবেন?
কীভাবে কাজ করে Paykassma?
কাস্টমারের থেকে অর্থ সংগ্রহ
যখন কোনও ক্রেতা নির্দিষ্ট কোনও পণ্য কিংবা পরিষেবা নিজের জন্য বেছে নেন তখন সবার প্রথম যে জিনিসটি আসে সেটা হল কিভাবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আর্থিক সম্পর্ক গড়ে উঠবে সেটি! এখানেই এর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রথমে মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ীদের এই Paykassma Online payment services ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত করা হয়।
ডেটা ইনক্রিপশন
এই পেমেন্ট গেটওয়ে ব্যবস্থায় কাস্টমারের থেকে কোনওরকম ডেটা কিংবা ব্যবসায়িকদের থেকে কোনও রকম ডেটা চুরি করা হয় না। তাই উভয় পক্ষের তথ্যই থাকে সুরক্ষিত।
অথোরাইজেশন রিকোয়েস্ট
এক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংকের কাছ থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত ডিটেলস ভালো করে চেক করে নেওয়া হয়।
ব্যাংক রেসপন্স
কাস্টমারের কাছ থেকে নির্দিষ্ট কার্ড এবং সেই নির্দিষ্ট ব্যাংকের পক্ষ থেকে ভেরিফিকেশন করে শুরু হয় লেনদেন প্রক্রিয়া। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এটি অ্যাপ্রুভ করা হয় নয়তো এখানে থাকে ডিক্লাইন হয়ে যাওয়ার সম্ভাবনাও।
ট্রানজাকশন সম্পূর্ণ
লেনদেন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ক্রেতার সঙ্গে বিক্রেতার সম্পর্ক স্থাপনে পালন করা হয় বিশেষ ভূমিকা। যার মধ্যে এই ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।
কোথায় কোথায় এই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারবেন?
- ই-কমাস ট্রানজাকশন (অনলাইন যেখান থেকে কোনও পণ্য কিনেছেন সেই ওয়েবসাইটের আর্থিক লেনদেন)
- সার্ভিস পেমেন্ট (যাদের রয়েছে কোন নির্দিষ্ট বিজনেস)
- সাবস্ক্রিপশন মডেল (মাসিক কিছু রেকর্ডিং এর ব্যবস্থা রয়েছে এখানে)
- হাই রিড ইন্ডাস্ট্রিজ (ফরেক্স, আই গেমিং, ১৮+ বিনোদন)
সঠিক পেমেন্ট গেটওয়ে হিসাবে কীভাবে এই বিশেষ ওয়েবসাইটটিকে বেছে নেবেন?
সবার প্রথমেই ফলো রাখতে হবে এই বিশেষ সিস্টেমটি যাতে PCI এবং DSS নিয়ম যথাযথভাবে ফলো করে। সহজ পদ্ধতিতে নির্দিষ্ট সিস্টেমের জন্য বিশেষভাবে স্থানান্তর করা যাবে এটি। এটি বিভিন্ন পেমেন্ট অ্যাপ, পেমেন্ট অপশনস সবকিছুই সমর্থন করে থাকে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো খুব অল্প পরিমাণে লেনদেন প্রতি বাড়তি টাকা নিয়ে থাকে এই বিশেষ ব্যবস্থা। যা বিভিন্ন জায়গায় খুব কম পরিমাণেই দেখা যায়। এছাড়াও রয়েছে ভালো মানের কাস্টমার কেয়ার পরিষেবা।
অন্যান্য পেমেন্ট গেটওকে ছেড়ে কেন আপনি এই বিশেষ প্ল্যাটফর্ম থেকেই বেছে নেবেন?
১) বিশ্বের সমস্ত দেশে এটি বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
২) ভীষণ ভালো কাস্টমার সাপোর্ট পরিষেবা পেয়ে প্রত্যেকটি গ্রাহক আপ্লুত।
৩) এই ব্যবস্থাটি ১০০টিরও বেশি লেনদেন পদ্ধতিকে সমর্থন করে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হল আমাদের সকলের পরিচিত ফোনপে, গুগল পে, পেটিএম, ইউপিআই ইত্যাদি।
এছাড়াও আর কী কী সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা?
- নির্দিষ্ট একটি কার্ড পাবেন
- কার্ডটি বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য এবং বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারবেন
- এই সংস্থা থেকে প্রদত্ত কার্ড দিয়ে যদি আপনি লেনদেন করেন তাহলে পাবেন ৩% ক্যাশব্যাক
- অতিরিক্ত কোন মূল্য দিতে হবে না
- বিভিন্ন দেশের মুদ্রা যেমন USD, EURO, Crypto Currency সবকিছুই সমর্থন করে থাকে।
- মাত্র এক মিনিটের মধ্যেই আপনি এখানে সাইন আপ করে সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন
মনে রাখবেন, Paykassma ক্যাশব্যাক এর সুবিধা শুধুমাত্র এই সংস্থা প্রদত্ত কার্ড দিয়েই আপনি উপভোগ করতে পারবেন। অন্য কোন কার্ডে আপনি এই ক্যাশব্যাক এর সুবিধা উপভোগ করতে পারবেন না।
নিজের পেমেন্ট অ্যাকাউন্ট কীভাবে এখানে সেটআপ করে নেবেন?
যারা যারা এই বিশেষ পেমেন্ট গেটওয়ে ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা সবার প্রথমে অ্যাকাউন্ট বানিয়ে নিন ম্যানুয়ালি। এরপর পেয়ে যাবেন কাস্টমাইজ করার অপশন। নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিন। আপনি যে অ্যাকাউন্ট বানাতে চান তার জন্য সবার প্রথম একটি অনুরোধ জমা করতে হবে। তারপর অ্যাকাউন্ট ম্যানেজারের সঙ্গে হবে অ্যাগ্রিমেন্ট। এরপরেই খুলে যাবে নতুন অ্যাকাউন্ট। আপনার মান্থলি কত টানওভার থাকছে সেই সম্পর্কিত তথ্য এখানে নথিভূক্ত করে রাখতে পারবেন।
এই বিষয়ে আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এবং এটি কেবলমাত্র ভোক্তা সংযোগ উদ্যোগ ও রিভিউ এর জন্য দেওয়া। অর্থনৈতিক সিদ্ধান্ত নিজের পছন্দ অনুসারে নেবেন।