রোজগার

How to Win Lottery: নতুন বছরে লটারি জেতার ফর্মুলা 2025. লটারি কাটার টেকনিক জেনে পুরস্কার জিতুন

লটারির টিকিট জেতা (How to Win Lottery) সম্পূর্ণটা নির্ভর করে ভাগ্যের ওপর, তবে যেহেতু লটারি একটা খেলা, তাই কিছু কৌশল আয়ত্ত করলে আপনার ভাগ্যের শিকল ছিড়তে পারে অনায়াসে! নতুন বছর আসতে আর একদিনের দেরি, নতুন বছরের শুভারম্ভে লটারি কাটার চিন্তা ভাবনা অনেকেই করে থাকেন। শুভ দিনে ভালো কিছু করার মধ্যে যেমন একটা আগ্রহ থাকে, তার সাথে উন্মাদনাটাও থাকে।

How to Win Lottery in India know in Bengali

আপনারও যদি লটারি কাটার শখ থাকে, তাহলে প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানা যায়, ভারতবর্ষে সর্ব প্রথম লটারি খেলার প্রচলন হয় ১৯৬৭ সালের কেরালা রাজ্যে। এরপরে এই লটারি খেলা প্রচলন ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেই রকম – গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম ইত্যাদি জায়গায় শুরু হয়।

লটারি টিকিট কাটার উপায়

অনেক ব্যক্তি শুধুমাত্র শখের বসে লটারি টিকিট কাটেন, অনেক ব্যক্তি আবার ফাটকা লাভের আশায় টিকিট কাটেন। বর্তমানে যে হারে খরচ বেড়েছে, তাতে শুধুমাত্র কোনো একটি প্রতিষ্ঠানে চাকরি করে বা ব্যবসা করে কোটিপতি হওয়া সম্ভবপর হয় না। কোটিপতি হতে কে না চায়! কোন রকম খাটনি না করে ঝটপট কোটিপতি হওয়ার একমাত্র প্রধান উপায় হল লটারির টিকিট কাটা।

লটারি জেতার সহজ উপায়

আজকের এই প্রতিবেদনে কোন কৌশল বা কায়দা আয়ত্ত করলে বা কোন লাকি নাম্বারে টিকিট কাটলে আপনি কোটিপতি হতে পারেন সেই উপায় বলবো। লটারি টিকিট কাটার সময় কিছু জিনিস মাথায় রাখতে হয়। অনেক সময় লটারির নাম্বারের ওপর নির্ভর করে আপনার জেতার ভাগ্য। একেক জন ব্যক্তির রাশি একেক রকম হয়। এই রাশি অনুযায়ী লাকি নাম্বার থাকে।

আপনি যখন লটারির টিকিট কাটবেন, এই লাকি নাম্বার অনুসারে টিকিট (How to Win Lottery Ticket) কাটলে অনেক সময় আপনার ভাগ্য সহায় হতে পারে। এছাড়া আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনি টিকিট কাটতে পারেন। কিন্তু আপনারা যে কোন ধরণের লটারি টিকিট কেনার আগে চিন্তা ভাবনা করে কিনবেন কারণ একবার এই নেশা ধরে গেলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে।

লটারি জেতার লাকি নাম্বার

মেষ রাশির জন্য শুভ সংখ্যা – ৯, ৪১, ৪৭, ৪৯, ৬০, ৬৭
বৃষ রাশির জন্য শুভ সংখ্যা – ১৪, ১৮, ২২, ৩১, ৩৭, ৫১
মিথুন রাশির জন্য শুভ সংখ্যা – ৪, ৫, ১১, ১৯, ৫২, ৬৮
কর্কট রাশির জন্য শুভ সংখ্যা – ৬, ১০, ১৫, ২৮, ৩৭, ৬৮

সিংহ রাশির জন্য শুভ সংখ্যা – ২, ২১, ২৩, ৫১, ৬১, ৬৪
কন্যা রাশির জন্য শুভ সংখ্যা – ৫, ১৩, ১৮, ১৯, ২০
তুলা রাশির জন্য শুভ সংখ্যা – ৩, ৯, ১৫, ২৭, ৫৪, ৬৪
বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যা – ১, ৭, ১০, ২০, ২১, ৩৫

ধনু রাশির জন্য শুভ সংখ্যা – ৭, ১১, ২৭, ৩৪, ৬৩, ৬৪
মকর রাশির জন্য শুভ সংখ্যা – ৫, ৮, ১৩, ২৩, ২৬, ৫১
কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা – ৮, ১৫, ২৯, ৩১, ৪৯, ৬৯
মীন রাশির জন্য শুভ সংখ্যা – ১৪, ১৮, ২৪, ৩৩, ৬০

লটারি কাটার আগে সতর্কতা

১) লটারি কটার সময় তাড়াহুড়ো করবেন না, মন স্থির করে লটারি কাটবেন।
২) লটারি কাটার সময় দেখে নেবেন তার আগের যে পুরস্কারটি পেয়েছে।
৩) সেই লটারির শেষ অংক বা নম্বর কত ছিল, আপনি যখন লটারি কাটবেন সেই নম্বরটি বাদ দিয়েই কাটবেন।

৪) যে লটারির টিকিট গুলো পুরস্কৃত হয়েছে সে গুলোতে যদি দেখেন যে ১ সংখ্যা রয়েছে।
৫) তাহলে আপনি যখন লটারি কাটবেন তখন সে টিকিটে সংখ্যা রয়েছে কিনা এটাও দেখে নিতে পারেন।
৬) আপনি যদি লটারি কাটার জন্য অভিজ্ঞ না হন, তাহলে যে সমস্ত ব্যক্তি অনেকবার লটারি কেটেছেন এবং লটারি জিতেছেন তাদের অভিজ্ঞতাও সঞ্চার করতে পারেন তাদের কাছ থেকে।

PAN Card (প্যান কার্ড স্ট্যাটাস চেক)

সব থেকে বড় কথা লটারি বা যে কোন খেলায় জেতা হলো ভাগ্য। ভাগ্য যদি আপনার সহায় থাকে আর তার সাথে উপরে উল্লেখিত কৌশল গুলো আয়ত্ত করতে পারেন, তাহলে একদিন না একদিন আপনার ভাগ্যের চাকা ঘুরবে।
সামনে আসছে নতুন বছর, তাই নতুন বছরে অনেকেই লটারি কেটে থাকেন (How to Win Lottery). আপনিও যদি লটারি কাটেন তাহলে আপনার রাশি অনুযায়ী লাকি নম্বর গুলোতে একবার ট্রাই করে দেখতে পারেন।

16 লাখ টাকা পাবে মেয়েরা এই স্কিমে! সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর

তবে লটারি টিকিট কাটাকে কোন সময় নেশায় পরিণত করবেন না কারণ কোন কিছুই অতিরিক্ত ভালো নয়, তাই মাঝে মধ্যে ভাগ্যের শিকল ছিড়তে কৌশল গুলো আয়ত্ত করে লটারি কাটতেই পারেন। আর আমরা কাউকেই লটারি টিকিট কাটার জন্য উৎসাহিত করিনা, নিজেরা সিদ্ধান্ত নেবেন এই সম্পর্কে। নতুন বছরের শুভেচ্ছার সঙ্গে আজকের এই আলোচনা শেষ করলাম।
Written by Shampa debnath

Related Articles