Hydropower Recruitment – জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ শুরু। কিভাবে আবেদন করবেন?
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যেই প্রকাশ হয়েছে বহু চাকরির বিজ্ঞপ্তি (Hydropower Recruitment). কখনো সামনে এসেছে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের (Gram Panchayet Recruitment) মতো বিজ্ঞপ্তি। আবার কখনো সামনে এসেছে পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল নিয়োগ (Police Constable Recruitment) এর বিজ্ঞপ্তি। এর পাশাপাশি সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জলবিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে।
Hydropower Recruitment 2024.
যেখানে দেখা গিয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজন কর্মীর। রয়েছে একাধিক শূন্য পদের উল্লেখ। কী কী শূন্য পদ রয়েছে জলবিদ্যুৎ দপ্তরে? কীভাবে ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন? জলবিদ্যুৎ দপ্তরে কাজ করতে হলে বয়স কী থাকতে হবে? এখানে একবার কাজের সুযোগ পাওয়ার (Hydropower Recruitment) পর প্রার্থীর বেতন কত হবে? সব কিছুই বিশদে রইল আমাদের এই প্রতিবেদনে।
Hydropower Recruitment Vacancys
- সিভিল।
- ইলেকট্রিক্যাল।
- মেকানিক্যাল।
- আইটি বা কম্পিউটার সাইন্স।
- সিভিল।
- ইলেকট্রিক্যাল।
- মেকানিক্যাল।
- কম্পিউটার সাইন্স।
Hydropower Recruitment Salary Structure
এই পদে যারা নির্বাচিত হবেন তাদেরকে দুইভাবে বেতন দেওয়া হবে। নির্বাচিত হওয়ার পর কিছুদিনের জন্য চলবে ট্রেনিং পিরিয়ড। যতদিন ট্রেনিং পিরিয়ড চলছে ততদিন চাকরি প্রার্থীদের দেওয়া হবে মাসিক মোট ৯ হাজার টাকা বেতন। এরপর সরকারি নিয়ম অনুযায়ী মাসিক বেতন বৃদ্ধি (Hydropower Recruitment Salary Hike) পাবে। প্রত্যেকটি পদ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৭ টি।
Hydropower Recruitment Age & Qualification
যে সব চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। এছাড়াও যারা রয়েছেন সংরক্ষিত শ্রেণীর আওতায় তাদের জন্য রয়েছে বিশেষ বয়সে ছাড়। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে যে কোনও স্বীকৃত ইউনিভার্সিটি থেকে হতে হবে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার। এছাড়াও চাকরিপ্রার্থীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ ডিগ্রী থাকলেও হবে।
Hydropower Recruitment Online Apply
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে অবশ্যই নিজেদের নাম নথিভুক্ত করতে হবে অনলাইনে। সবার প্রথমেই চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে ভিজিট করে সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন পদ্ধতি। এরপর লগইন করে ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে নিতে হবে। আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি এবং ফটো। যারা যারা অনলাইনে আবেদন করতে চাইছেন তাদেরকে মেনে চলতে হবে এই পদ্ধতিটি।
Hydropower Recruitment Offline Apply
অনেক চাকরিপ্রার্থী এমন রয়েছেন যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক নন। তাদের জন্য রয়েছে অফলাইনে আবেদন করার ব্যবস্থা। এখানে অফলাইনে আবেদন করতে হলে প্রথমে ডাউনলোড করে নিতে হবে ফর্মটি। এরপর সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একসঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তারপর একটি মুখবন্ধ খামের মাধ্যমে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিতে হবে।
ব্যাংক একাউন্ট থেকে একদিনে কত টাকা তুলতে পারবেন? নতুন পুরনো সব গ্রাহকরা জানুন।
Hydropower Recruitment Process & Apply Last Date
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে নির্বাচিত হবেন তার আগে তৈরি হবে একটি মেরিট লিস্ট। যেটি তৈরি করা হবে প্রার্থীদের যোগ্যতার নম্বর এবং ইন্টারভিউ এর ভিত্তিতে। সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন করা হবে, প্রয়োজনীয় নথিপত্রগুলিও। সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রার্থীদের সিলেক্ট করে নেওয়া হবে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের মোট ২৩ টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।
Written By Tithi Adak.
এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। শূন্যপদ, বেতন ও আবেদন প্রক্রিয়া।