চাকরির প্রস্তুতি

IBPS Recruitment – গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ 2024. আজ থেকে অনলাইন আবেদন শুরু

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আরও একটি চাকরির বিজ্ঞপ্তি (IBPS Recruitment 2024 Notification) প্রকাশ পেল। Institute of Gramin Bank Personnel Selection (IBPS) কমিটি দেশের সকল গ্রামীন ব্যাংকের জন্যে স্কেল 1, 2 ও 3 এর অফিসার ও মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ (Gramin Bank Recruitment) করতে চলেছে। এই নিয়োগ গ্রামীন আঞ্চলিক ব্যাংকের জন্যে করা হবে। এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

IBPS Recruitment News in India.

এখনকার দিনে চাকরি পাওয়ার জন্য প্রত্যেককেই এক কথায় সংগ্রাম করতে হচ্ছে। আর ব্যাংকে চাকরি (Bank Recruitment) পাওয়া তো অনেক দুরের ব্যাপার। কিন্তু এবারে এই IBPS Recruitment এর মাধ্যমে দেশের সকল গ্রামীণ ব্যাংক গুলোতে কর্মী নিয়োগ করা হবে। আর ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। তাহলে আসুন এই সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক।

গ্রামীণ ব্যাংক নিয়োগ 2024

যারা এই IBPS Recruitment চাকরিতে আবেদন করতে চান তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আর যে কোন ধরণের চাকরিতে আবেদন করার আগে আপনারা আগের থেকে সেই সকল চাকরি সম্পর্কে জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। কত গুলো পদের জন্যে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করবেন এই সব বিষয়ে আপনারা বিস্তারিত দেখে নিন এই প্রতিবেদনে।

গ্রামীণ ব্যাংকে কত শূন্যপদে নিয়োগ?

সারা দেশের গ্রামীন ব্যাংক গুলোতে মোট 9995 টি শূন্যপদে প্রার্থী নিয়োগ (IBPS Clerk PO Recruitment) করা হবে। অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। আর এর মাধ্যমে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমগ্র দেশ থেকে সকলে অর্থাৎ ছেলে মেয়ে উভয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর এবারে IBPS Recruitment 2024 নিয়ে সবিস্তারে কিছু জেনে নেওয়া যাক।

Gramin Bank Recruitment Job Vacancy

অফিস অ্যাসিস্ট্যান্ট (Multipurpose) – 5585 টি
অফিসার স্কেল 1- 3499 টি।
অফিসর স্কেল 2 (Agriculture) 70 টি।
অফিসার স্কেল 2 (Marketing Officer) 11 টি।

অফিসার স্কেল 2 (Treasury Manager) 21 টি।
অফিসার স্কেল 2 (Law) 30 টি।
অফিসার স্কেল 2 (CA) 60 টি।
অফিসার স্কেল 2 (IT) 94 টি।
অফিসার স্কেল 2 (General Banking Officer) 496 টি।
অফিসার স্কেল 3 129 টি।

গ্রামীণ ব্যাংকে চাকরির যোগ্যতা

অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসার স্কেল ২ (জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার) এবং অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) পদের জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস (Graduate) করে থাকতে হবে। আর বাকি পদ গুলোর জন্যে নির্দিষ্ট স্ট্রিমের যোগ্যতা (IBPS Recruitment Qualification) থাকতে হবে।

গ্রামীণ ব্যাংক চাকরি আবেদনের বয়স সীমা

অফিসার স্কেল 3 এ আবেদন করার জন্যে প্রার্থীদের সর্বচ্চ বয়স রাখা হয়েছে 40 বছর। আর অফিসার স্কেল 2 এর জন্যে বয়স সীমা রাখা হয়েছে 21 থেকে 32 বছর। অফিসার স্কেল 1 এর জন্যে বয়স সীমা রাখা হয়েছে 18 থেকে 30 বছর এর মধ্যে। আর অফিস অ্যাসিস্ট্যান্টের জন্যে প্রার্থীর বয়স সীমা হতে হবে 18 থেকে 28 এর মধ্যে (IBPS Recruitment Age) 1 লা জুন 2024 অনুসারে বয়স গণনা করা হবে উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের।

TET Certificate (টেট সার্টিফিকেট)

গ্রামীণ ব্যাংকে কিভাবে নিয়োগ ও শেষ তারিখ

লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। অফিসার স্কেল 2 ও 3 বাদে বাকি সব পদের জন্য দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। 7 ই জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে 27 শে জুন পর্যন্ত আবেদন (IBPS Recruitment Last Date of Apply) নেওয়া হবে। আর সকল চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য।

ই শ্রম কার্ড অনলাইন আবেদন কিভাবে করবেন? কি কি সুবিধা পাবেন?

গ্রামীণ ব্যাংকে আবেদনের খরচ

এই উল্লিখিত পদের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত এবং OBC প্রার্থীদের দিতে হবে 850 টাকা। অন্য দিকে SC, ST এবং প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে 175 টাকা। IBPS Recruitment সম্পর্কে আরও জানার জন্য আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিতে পারবেন। আর এই সম্পর্কে আরও জানার জন্য আপনারা নিচে কমেন্ট করতে পারেন।

গ্রামীণ ব্যাংকে অনলাইনে আবেদন

আপনারা অনলাইনের মাধ্যমেও IBPS Recruitment 2024 বা Gramin Bank Recruitment 2024 এর আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন। আর খুবই সহজে বিনা কোন ঝামেলা ছাড়া আপনারা এই কাজটি সম্পন্ন করে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *