মাধ্যমিক পাশে আইসিআইসিআই ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন?
সরকারি যেকোনো ক্ষেত্রের চাকরি নিয়েই যথেষ্ট চিন্তায় রয়েছেন রাজ্যের তথা সমগ্র ভারতের চাকরিপ্রার্থীরা। আর চাকরিপ্রার্থীদের এই চিন্তার অবসান ঘটিয়ে আইসিআইসিআই ব্যাংক -এর তরফে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী মহিলা এবং পুরুষেরা যোগ্যতা অনুসারে বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। এমনকী যেসমস্ত ব্যক্তিদের এক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি কাজের ক্ষেত্রে এক্সপেরিয়েন্সড হোন কিংবা ফ্রেশার আপনার জন্য বিভিন্ন পদগুলিতে আবেদনের পথ সর্বদা উন্মুক্ত রয়েছে।
আর আইসিআইসিআই ব্যাংকের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতে চাকরিপ্রার্থীদের মধ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে আইসিআইসিআই ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি। আর তাই আজকের এই পোস্টে কোন কোন পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে, আবেদনের প্রক্রিয়া, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে।
চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে:-
১. রিলেশনশিপ ম্যানেজার
২. ক্লার্ক
৩. সেল রিলেশনশিপ
৪. পিও
৫. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
৬. অপারেশনস
৭. সিঙ্গল উইন্ডো ক্লার্ক
৮. সুইপার
৯. সিকিউরিটি
১০. পিওন
কতোগুলি শূন্যপদ রয়েছে?
আইসিআইসিআই ব্যাংকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, উপরোক্ত পদগুলিতে ৪,০০০ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।
বেতন:- আইসিআইসিআই ব্যাংকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উপরোক্ত পদগুলিতে কর্মীদের ২০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
ডি.এল.এড পরীক্ষা নিয়ে রীতিমতো কড়া পদক্ষেপ নিল পর্ষদ, কি বলা হলো জেনে নিন
আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি:- আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারত সরকার স্বীকৃত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও যেসমস্ত প্রার্থীরা স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ হয়েছে তারাও এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
বয়স:- নির্দেশিকা অনুসারে আইসিআইসিআই ব্যাংকের এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স অবশ্যই ১৮ কিংবা তার বেশি হতে হবে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে, তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের ছাড় এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৩ বছরের ছাড় রয়েছে।
আবেদনের প্রক্রিয়া:- আইসিআইসিআই ব্যাংকের তরফে সমস্ত চাকরিপ্রার্থীদের সুবিধার্থে জানানো হয়েছে যে, এই সমস্ত পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা আইসিআইসিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
১. এজন্য প্রথমেই আপনাকে আইসিআইসিআই ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট https://www.icicicareers.com/website/ -এ যেতে হবে।
২. এরপর হোম পেইজের একেবারে উপরের দিকে থাকা New User অপশনে ক্লিক করতে হবে এবং আপনার নাম, ঠিকানা, ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে লিখে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৩. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে হোম পেইজে থাকা Login অপশনে ক্লিক করতে হবে এবং ইউজার নেম ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৪. লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় আবেদনপত্রটি চলে আসবে।
৫. এরপর আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করে Final Submit অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট
২. আধার কার্ড
৩. ভোটার কার্ড
৪. শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট
৫. এক কপি পাসপোর্ট সাইজের ছবি
৬. জাতিগত শংসাপত্র
কর্মীদের নির্বাচনের প্রক্রিয়া:- আবেদনকারী প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ে যেসমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং তার ভিত্তিতেই প্রার্থীদের এই শূন্য পদগুলিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:- অক্টোবর মাসের ১৯ তারিখ অর্থাৎ ১৯ অক্টোবর ২০২২ তারিখ থেকে এই শূন্যপদ গুলির জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে আর এই চলতি মাসের অর্থাৎ নভেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া কার্যকরী থাকবে।