অর্থনীতি

Bank Privatisation: বিক্রি হয়ে যাচ্ছে এই সরকারি ব্যাঙ্ক! গ্রাহকদের কনফার্ম খবর জানালো RBI

বিক্রি হচ্ছে সরকারি ব্যাঙ্ক (Public Sector Bank Privatisation)! দেশের বড় সরকারি ব্যাঙ্ক এবার বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কোন ব্যাঙ্ক বিক্রি হবে? তাদের গ্রাহকদেরই বা কি হবে? এর আগেও সরকারের তরফে অনেক ধরণের সরকারি প্রতিষ্ঠান গুলো বেসরকারিকরন করে দেওয়া হয়েছে। আর এবারে হাতে গোনা কয়েকটা ব্যাঙ্ক (Bank) ছাড়া বাকি সকল ব্যাঙ্কই বেসরকারি করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে (Reserve Bank of India).

IDBI Bank Privatisation Confirm.

আবার সরকারি সংস্থা বিক্রির পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। এবার দেশের পুরনো ও বড় সরকারি ব্যাঙ্ক বিক্রির সিদ্ধান্ত নিল সরকার। সেই ব্যাঙ্কের নাম হল IDBI Bank. 1964 সালে IDBI ব্যাঙ্ক সরকারি ব্যাঙ্ক হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে IDBI Bank এ কেন্দ্র সরকারের 45.48 শতাংশ এবং LIC এর 49.24 শতাংশ ভাগ রয়েছে। কিন্তু এবারে এই ব্যাঙ্ক পুরোপুরি ভাবে বেসরকারি (Bank Privatisation) হয়ে যেতে চলেছে।

বিক্রি হয়ে যাচ্ছে ‘এই’ সরকারি ব্যাঙ্ক

RBI এই ব্যাংক বিক্রির ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে। এর আগে ব্যাঙ্ক বেসরকারিকরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবার পুরো ব্যাঙ্ক বিক্রি (Bank Privatisation) করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আর এই খবর ছড়িয়ে পরায় এই ব্যাঙ্কের গ্রাহকরা চমকে উঠেছেন। আর সকলের মনে প্রশ্ন উঠছে যে তাদের টাকা সুরক্ষিত তো? এবার তারা কি করবেন? এই সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।

কেন IDBI ব্যাঙ্ক বিক্রি করার সিদ্ধান্ত?

ইতিমধ্যেই IDBI ব্যাঙ্ক বিক্রির তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। IDBI Bank-র উপর থেকে মালিকানা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার ও LIC. বর্তমানে IDBI Bank এ কেন্দ্র সরকারের 45.48 শতাংশ এবং LIC এর 49.24 শতাংশ অংশ রয়েছে। তবে তারা এই অংশ ছেড়ে দিতে চায়। আর তাই সেই জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্ক বিক্রির (Bank Privatisation) ব্যাপারে তোড়জোড় শুরু করে দিয়েছে।

Sovereign Gold Bond (সার্বভৌম গোল্ড বন্ড)

কবে IDBI ব্যাঙ্ক বেসরকারি হবে?

রিজার্ভ ব্যাংক ইতিমধ্যে শুরু করেছে ক্রেতার খোঁজ। জানা গিয়েছে, এই ব্যাঙ্কের কিছু অংশ কিনতে অনেকেই রাজি হয়েছেন। তাদের মধ্যে একজন আলোচনার কেন্দ্র বিন্দু তিনি হলেন কানাডা নিবাসী ভারতীয় ব্যবসায়ী প্রেম ওয়াতসা। জানা গিয়েছে এই ভারতীয় ব্যবসায়ির হাতে জেতে পারে IDBI ব্যাঙ্কের 60.6 শতাংশ শেয়ার (Bank Privatisation). সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্রের পর চলতি অর্থ বছরেই কেন্দ্র সরকার একটি বৈঠক ডাকতে পারে আর্থিক চুক্তির জন্য।

আধার কার্ডে কিভাবে 50000 লোন পাবেন? তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণের জন্য অনলাইন আবেদন

এছারা এই ব্যাংক কেনার জন্যে আরো কয়েকটি সংস্থাও রাজি হয়েছে সে গুলো হল – ফেয়ারফ্যাক্স ইন্ডিয়া হোল্ডিংস, এনবিডি এমিরেটস এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এই গুলোর মধ্যে ফেয়ার ফ্যাক্স ইন্ডিয়া হোল্ডিংস সামনের সারিতে রয়েছে IDBI ব্যাঙ্ক কেনার (Bank Privatisation) ক্ষেত্রে। যদি সব ঠিক থাকে তাহলে 60.7 শতাংশ এর অংশ হতে পারে ফেয়ার ফ্যাক্স ইন্ডিয়া হোল্ডিংসের হাতে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *