ট্রেন্ডিং

Govt Rules – 1লা ফেব্রুয়ারি থেকে গুরুত্বপূর্ণ নিয়ম বদল করলো মোদী সরকার। আমজনতা কি পেল?

এই 1লা ফেব্রুয়ারি একটি বিশেষ দিন থেকে গুরুত্বপূর্ণ নিয়মে বড় পরিবর্তন (Govt Rules) হতে চলেছে। আজ আছে বাজেট অধিবেসন (Union Budget 2024). আজ কি ঘোষনা করতে পারে অর্থমন্ত্রী তার দিকে চেয়ে আছে সবাই। লোকসভা ভোটের আগে এই বাজেটে কি কি ঘোষনা হবে তা জানার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে আছেন আম জনতা থেকে শুরু করে শিল্প মহল, ব্যবসায়িক সবাই।

Govt Rules Change In 1st April 2024.

কারণ বাজেটের হাত ধরে প্রতিবার বেশ কিছু নিয়মে বদল (Govt Rules) ঘটে যায়। তবে 1লা ফেব্রুয়ারিতে শুধু বাজেট পেশ আছে তা নয় এই দিন বদলে যাচ্ছে অনেক নিয়ম। কি কি নিয়ম বদলে যাচ্ছে তা জেনে রাখা আপনাদের প্রয়োজন। নাহলে অসুবিধায় পড়তে পারেন। আর আপনারা এই নিয়ম সম্পর্কে আগে থেকে জেনে নিয়ে সতর্ক হতে পারবেন।

SBI Home Loan

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) একটি বিশেষ হোম লোন ক্যাম্পেন চালাচ্ছে। যার ফলে অত্যন্ত সুবিধা যুক্ত সুদে বা কম সুদে লোন পাওয়া যাচ্ছে। এই সময় SBI এর হোম লোনে 65 BPS পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও বিশেষ ফ্লপি পে এর সুবিধাও পাওয়া যাচ্ছে। আর যেই সকল মানুষদের এই জন্য দেশের অনেক মানুষদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে (Govt Rules).

NPS Cash Withdrawal Govt Rules Change

1লা ফেব্রুয়ারি থেকে NPS থেকে টাকা তোলার নিয়ম সম্পূর্ণ বদলে যাবে। 1লা ফেব্রুয়ারী এর পর থেকে NPS গ্রাহকরা কেউ আর অগ্রিম সব টাকা তুলে নিতে পারবে না। এখন থেকে বিশেষ অনুমতিক্রমে অবসর গ্রহণের আগে জমা পড়া টাকার সর্বোচ্চ 25 শতাংশ পর্যন্ত টাকা অগ্রিম তোলা যাবে। আর এই ঘোষণার ফলে দেশের সকল মানুষদের সুবিধা হতে চলেছে (Govt Rules).

Fastag KYC

Fastag এর ক্ষেত্রে KYC বাধ্যতামূলক করা হয়েছে। যাদের গড়িতে FAST TAG আছে তাদের অবশ্যই KYC করাতে হবে । 31শে জানুয়ারি ছিল শেষ তারিখ। এই কাজ না করে থাকলে গুনতে হবে মোটা জরিমানা। আর ছোট থেকে বড় সকল গাড়ি চালকদের জন্য এই নিয়ম সম্পর্কে জানাটা বাধ্যতামূলক। এছাড়াও আজকের বাজেটে ইলেকট্রিক গাড়ির সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Govt Rules).

Holidays (পশ্চিমবঙ্গে ছুটি)

Punjab And Sind Bank FD Interest Rate

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের গ্রাহকরা ফিক্সড ডিপোজিটের উপরে বড় সুদের অফার পাচ্ছেন। এই সুবিধা 1লা ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে অর্থাৎ কাল 31শে জানুয়ারি ছিল শেষ তারিখ FD করার। ধন লক্ষ্মী 444 দিন প্রকল্পে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে FD করলে সাধারণ গ্রাহকরা 7.4 শতাংশ হারে সুদ পাচ্ছে। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7.9 শতাংশ সুদ। অপরদিকে অতি প্রবীণ অর্থাৎ 80 বছরের ওপরে কেউ FD করলে 8.05 শতাংশ হারে সুদ পাওয়া যাবে (Govt Rules).

পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে প্রতিমাসে মোটা টাকা। একবারই বিনিয়োগ করতে হবে।

এছারা অন্য মাসের মত এই মাসেও LPG গ্যাস সিলিন্ডারের দাম, পেট্রোল ডিজেলের দাম, CNG এর গ্যাসের দাম পরিবর্তন আসতে চলেছে। এছাড়াও আজকের কেন্দ্রীয় বাজেটে মোদী সরকারের তরফে দেশের নাগরিকদের জন্য দারুণ দারুণ ঘোষণা করছে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আমরা এই ধরণের খবর নিয়ে আগে হাজির হচ্ছি।
Written by Ananya Chakraborty.

আগামীকাল পশ্চিমবঙ্গের সরকারী সাহায্য পোষিত ও নিম্ন বুনিয়াদি স্কুলে ছুটি ঘোষণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *