2030 সাল পর্যন্ত আয়করে ছাড়! ইনকাম ট্যাক্স নিয়ে বড় ঘোষণা নির্মলা সিতারমনের
Income Tax Department
ইনকাম ট্যাক্স নিয়ে বড় খবর পাওয়া গেল! 2025 সালের বাজেট অনুযায়ী, কেন্দ্র সরকার বিদেশি লগ্নি উৎসাহ দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে। সোভেরেইন ওয়েলথ ফান্ড (SWF) ও পেনশন তহবিল (Pension Fund) থেকে প্রাপ্ত আয়ের উপর কর ছাড়ের মেয়াদ 2030 সালের 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু কীভাবে এই জিনিস সকল সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
ইনকাম ট্যাক্স মূল ঘোষণার দিক গুলো
এই কর ছাড়ের আওতায় পড়বে ডিভিডেন্ড, লং টার্ম ক্যাপিটাল গেইন ও অন্যান্য আয়। শুধুমাত্র ১ অক্টোবর ২০২০ এর পর যাঁরা এই ফান্ডে বিনিয়োগ করেছেন, তারাই এই সুবিধা পাবেন। লক্ষ্য পরিকাঠামো, জ্বালানি ও টেলিকম সেক্টরে বিদেশি বিনিয়োগ টেনে আনা, এই সিদ্ধান্ত রেভিনিউ ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে নিশ্চিত হয়েছে।
মধ্যবিত্তের জন্য ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়
২০২৫‑২৬ অর্থবর্ষে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে নতুন রেজিমে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় কর মুক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে বহু মধ্যবিত্ত করদাতা উপকৃত হয়েছেন। স্ট্যান্ডার্ড ডিডাকশনের পর কর যোগ্য আয় ১২.৭৫ লক্ষ পর্যন্ত হলে কোনও কর দিতে হবে না, এটি নতুন ট্যাক্স রেজিমে প্রযোজ্য এবং পুরনো রেজিমে নয়, বিনিয়োগের আগে কর ছাড়ের নিয়ম ও শর্ত ভালো করে জেনে নেওয়া জরুরি।
বিদেশি লগ্নির নতুন রাস্তা তৈরি করতে কেন্দ্রের পদক্ষেপ
সরকারের উদ্দেশ্য একটাই ভারতের বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলা। বিদেশি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের আকৃষ্ট করতে কর ছাড়ের সময় সীমা বাড়িয়ে ২০৩০ পর্যন্ত করা হয়েছে। পরিকাঠামো (Infrastructure), বিদ্যুৎ ও জ্বালানি (Energy), টেলিকম (Telecom), এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য ভারত এখন আরও “ট্যাক্স ফ্রেন্ডলি” গন্তব্য হিসেবে উঠে আসবে।
অর্থনৈতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া
এই কর ছাড়ের ঘোষণার পরেই বাজারে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে ভারতের দীর্ঘমেয়াদি বিনিয়োগের ইমেজ শক্তিশালী হবে। বিদেশি ফান্ড প্রবাহ বাড়বে বলে আশা, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে নতুন গতি আসবে, মধ্যবিত্ত শ্রেণির খরচের ক্ষমতা বাড়বে।
ভবিষ্যতের পরিকল্পনার আগে সাবধানতা জরুরি
যদিও কর ছাড় বড় স্বস্তি দিয়েছে, তবে সব সুবিধার নির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে। তাই যে কোনো বিনিয়োগের আগে উপযুক্ত অর্থনৈতিক পরামর্শ নেওয়া উচিত। বিনিয়োগ করার আগে জেনে নিন – কোন রেজিম আপনার জন্য উপযুক্ত, করছাড়ের সীমা ও শর্ত, কর যোগ্য ইনকাম কিভাবে হিসেব হবে।
EMI, পার্সোনাল লোন থেকে হোম লোনের সুদের হার কমে গেল। গ্রাহকদের সুখবর দিলো ব্যাংক অফ ইন্ডিয়া
উপসংহার
২০২৫ সালের বাজেটে ইনকাম ট্যাক্স ছাড়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। একদিকে মধ্যবিত্তের জন্য ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত, অন্যদিকে বিদেশি সোভেরেইন ও পেনশন ফান্ডের আয় ২০৩০ পর্যন্ত করছাড়ের আওতায়। ভারতের বিনিয়োগ বান্ধব নীতি এই ঘোষণার মাধ্যমে আরও শক্তিশালী হলো।