অর্থনীতি

আয়করদাতাদের কড়া শাস্তি হবে! Income Tax নিয়ে নতুন আপডেট দিলো আয়কর দফতর

আয়কর বা Income Tax সম্পর্কে আমরা সকলেই জানি। আর এক পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে প্রায় ৭ কোটির কাছাকাছি মানুষ বর্তমানে এই আয়কর প্রদান করছেন এবং এই সংখ্যা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই সকল করদাতাদের (Tax Payers) জন্য আয়কর দফতরের (Income Tax Department) তরফে কিছু নতুন আপডেট দেওয়া হয়েছে।

Tax Payers Know About this Rule on Income Tax.

আর এই Income Tax আপডেট সম্পর্কে সকল করদাতাদের জেনে নেওয়া উচিত। আগের তুলনায় অনেক নতুন নিয়ম লাগু করে কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফে এই আয়কর গ্রহণের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আর ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর এই কারণের জন্য সময়ে সময়ে আয়কর নিয়মে (Income Tax Rule) বদল করা হচ্ছে।

আয়কর নিয়ম নিয়ে নতুন আপডেট (Income Tax New Rule Update)

আর এবারেও এই ধরণের একটি নিয়ম সম্পর্কে সকলের জেনে রাখা উচিত এবং ঝটপট এই কাজটি সেরে ফেলুন নাহলে হতে পারে আপনার ডবল শাস্তি। এমন কি নির্দেশ আয়কর দফতরের। কি জানাল আয়কর দফতর করদাতাদের চলুন জেনে নিন। যে সব মানুষ Income Tax দেন তাদের জন্যে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল আয়কর দফতর।

অনেক দিন ধরেই আয়কর দফতর নির্দেশ দিয়েছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্যে। কিন্তু এখনো অনেক মানুষ এই কাজটি সেরে ফেলেননি। যেই সকল Income Tax গ্রাহকরা এই কাজটি করেননি তাদের অনেক ধরণের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। আধার কার্ড যেমন ভারতীয় নাগরিকদের স্বচিত্র পরিচয়পত্র হিসেবে কাজ করে তেমন প্যান কার্ডও আর্থিক কাজ কর্ম সঠিক ভাবে পরিচালনা হওয়ার জন্যে ব্যবহার করা হয়।

তাই যারা Income Tax দেন তাদের প্যান কার্ড (PAN Card) থাকা জরুনি এবং তার সাথে আধার লিঙ্ক থাকাও জরুরী। তবে এখন অনেকে এই কাজ সেরে ফেললেও অনেকেই এই কাজ সারেননি। যারা এই কাজ করেননি তাদের কপালে জুটতে পারে কড়া শাস্তি। এই নির্দেশিকায় কি বলা হয়েছে সেই সম্পর্কে সকল আয়কর গ্রাহকরা এখনই জেনে নিন ট্যাক্স (Income Tax Return) জমা দেওয়ার আগে।

নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে? (What is Tell in Income Tax Notification)

আয়কর বিভাগ আগেই জানিয়েছিল 31শে মে এর মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। আরো একবার সেই নির্দেশিকা মনে করিয়ে দিতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করল আয়কর বিভাগ (IT Department). সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 31শে মে এর মধ্যে আধার কার্ড এর সাথে প্যান কার্ড যুক্ত না করলে TDS কাটা হবে বেশি করে। আয়কর বিভাগের নিয়ম অনুসারে, TDS (Tax Deduction at Source) কাটার পরিমাণ ছিলো 10%.

কিন্তু যারা 31শে মে এর মধ্যে প্যান আধার সংযুক্তিকরনের (PAN Aadhaar Link) কাজ করবে না তাদের 20% TDS কাটা হবে। আর যারা প্যান আধার সংযুক্তিকরনের কাজ সেরে ফেলেছেন তাদের আগের মত 10% TDS কাটা হবে। তাহলে এখনো পর্যন্ত যারা এই কাজ করেননি তারা কিভাবে বাড়িতে বসে এখনই এই কাজ সেরে নিতে পারবেন যাতে তাদের থেকে বেশি ট্যাক্স (Tax) না কাটা হয়।

Salary Hike (বেতন বৃদ্ধি)

প্যান ও আধার লিংকের প্রক্রিয়া (PAN & Aadhaar Card Link Process for Income Tax Payers)

1) প্রথমেই আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in তে গিয়ে হোমপেজে “কুইক লিঙ্ক” অপশনে ক্লিক করতে হবে।
2) লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। সেখনে আধার কার্ড ও প্যান কার্ড নম্বর বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে।
3) এরপরে আপনি একটি SMS পাবেন যেখানে লেখা থাকবে আপনার আধার প্যান লিঙ্ক করা আছে কিনা।

চাকরি না করলেও প্রতিমাসে লাখ টাকা পেনশন পাবেন! চিন্তার দিন শেষ

4) লিঙ্ক করা না থাকলে লিঙ্ক উইথ আধার অপশনে ক্লিক করুন।
5) এবার নির্দিষ্ট জায়গায় আধার কার্ডে থাকা নাম ও মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে।
6) এবারে নিজের মোবাইল নম্বরে আসা OTP সঠিকভাবে লিখতে হবে এবং ভ্যালিডেট অপশনে ক্লিক করলে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হবে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *