Income Tax – ইনকাম ট্যাক্স নিয়ে করদাতারা সতর্ক হন। না হলে বেশি ট্যাক্স দিতে হবে।
Income Tax বা আয়কর নিয়ে কেন্দ্রীয় বাজেট ২০২৪ (Union Budget 2024) এর আগে সকলেই খুবই চিন্তায় আছে। কারণ আমাদের দেশে প্রতিদিন অন্তর ট্যাক্স দেওয়ার গ্রাহকদের সংখ্যা বাড়ছে। Income Tax দেওয়া সবার উচিৎ কারন কর না দিলে আপনার সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে এবং আয়কর দফতর (IT Department) যদি কোন দিন ধরে তাহলে শাস্তি হতে পারে বড়। ভারতের অনেক মানুষ কর ফাঁকি দেবার উপায় খুঁজে বেড়ান।
Know About 69A Income Tax Rule.
তার ফলস্বরূপ তার কল টাকা জমা করে থাকেন। গত কয়েক বছর ধরে সরকার কপর ফাঁকি ঠেকানোর চেষ্টা করছে । এমনকি অর্থ ট্রাক করার একটি বিধান ও আছে যার ফলে আপনি আপনার অর্থের হিসেব দেখতে পারবেন না। অর্থাৎ অব্যক্ত নগদ হিসেবে ধরা হবে। Income Tax 5 টি ক্যাটাগরিতে ধার্য করা হয়। যে গুলো হল বেতন , বাড়ির সম্পত্তি, ব্যবসা থেকে আয়।
মূলধন লাভ এবং অন্যন্য আয়ের উৎস থেকে নেওয়া হয়। আয়কর আইনে (Income Tax Rule) যার কর ফাঁকিদেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। আয়কর বিধি অনুসরে, করদাতার Account এ যে কোনো ধরনের অর্থ আসুক তার নিশ্চিত ভাবে কর দিতে হয়। যদি ছাড় (Income Tax Rebate) না পাওয়া যায়। যদি কোন করদাতা এমন অর্থের উপরের কর না দিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি কে সেই অর্থ প্রাপ্তির উৎস এবং কেন তিনি সেই টাকার কর প্রদান করেননি তার বিবরণ দিতে হবে।
এই ধরনের আয়ের উৎস জানা দরকারি নাহলে আপনার উপর করের বোঝা চাপিয়ে দেবে। সোনা দানা এবং অন্যন্য অর্থের ক্ষেত্রে মনে রাখবেন, আয়কর আইনের ধারা 69A এর অধিনে, যদি কোনো ব্যক্তির দখলের কোন অর্থ, সোনা, গহনা বা অন্য কোন মূল্যবান জিনিস পাওয়া যায় যার হিসেবের উল্লেখ নেই বা সেই করদাতা (Income Tax) দ্বারা এর উৎস সম্পর্কে কোন উল্লেখ করা হয়নি।
আবার যদি করদাতা কোন তথ্য দিয়ে থাকে কিন্তু তাতে আয়কর বিভাগ সন্তুষ্ট না হয় তাহলে তা ঐ বছরে আয়ের হিসেবে বিবেচিত হবে। কর না দিলে বিপুল পরিমান কর আদায় করা হবে আয়কর বিধি অনুযায়ি 83.25 শতাংশ পর্যন্ত কর দিতে হয় যে টাকার তথ্য আয়কর বিভাগে দেওয়া হয় না। এর মধ্যে থাকে 60% কর, 25% সারচার্জ, এবং 6% জরিমানা অর্থাৎ এই ধরনের টাকার উপরে ট্যাক্স নেওয়ার সময় তা কোন ট্যাক্স স্ল্যাবে (Income Tax Slab) পরে তা দেখা হয় না। সরাসরি 60 শতাংশ কর আরোপ করা হয়।
6% জরিমানা করা হবে না এই ক্ষেত্রে
রিপোর্ট করা হয় না বা ক্ষতির কোন সেট বন্ধ অনুমোদিত হয় না যে টাকার উপরে কোন কর্তন করা হয় তবে তা ট্যাক্স রিটার্নে অন্তর্ভুক্ত থাকলে এবং তার উপরে কর দেওয়া হলে 6% জরিমানা করা হয় না। টাকা ছাড়াও স্বর্ণ বা অন্য কোনো মূল্যবান জিনিস বা কোনো ধরনের নগদ অর্থের তথ্য না দিলে তার উপরে 83.25% ভারী Income Tax আরোপ করা হবে।
Written by Ananya Chakraborty.
পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! বিনিয়োগ করলেই কয়েক মাসেই হবে টাকা ডবল।