Income Tax Return – মাত্র দেড় মাস বাকি! চলতি বছরের আয়কর রিটার্ন দাখিল করতে হবে, না হলে মোটা টাকা জরিমানা।
আয়ের হিসেবে কর প্রদানের বিষয়ে সকলেই জানেন। অর্থাৎ ITR বা Income Tax Return ফাইল করতে হয়। তা না হলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। দেশে ক্রমশ আয়কর প্রদানকারী নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পুরনো ব্যবস্থায় আয়কর নিয়ম অনুসারে, বার্ষিক 5 লাখের বেশি টাকা আয়ের ক্ষেত্রে সরকারকে নির্দিষ্ট পরিমাণে কর দিতে হয়। আর এই কর প্রদান বাধ্যতামূলক। আরো একটি বিষয়, কোনো ব্যক্তি যদি আয়কর দাখিল করতে চান, সেক্ষেত্রে প্রয়োজন হয় তার প্যান কার্ডের।
Income Tax Return
তাই অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে হবে। তাও আবার নির্দিষ্ট সময়ের মধ্যে। 2022-23 আর্থিক বছরের আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিলের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে। অনলাইন ও অফলাইন এই দুটি মধ্যেই ITR এর ফর্ম পাওয়াও যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ITR ফাইল করতে হয়। তা না হলে মোটা টাকা জরিমানা দিতে হবে ব্যক্তিকে।
পাশাপাশি কোনও ব্যক্তির আয় ITR (Income Tax Return) ফাইলের তুলনায় কম হলেও তিনি তা দাখিল করতে পারেন। চলতি বছরে ITR ফাইলের শেষ তারিখ কবে? নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইল না করলে কত টাকা জরিমানা হতে পারে? সকল কিছু বিস্তারিতভাবে জানানো হচ্ছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) 2023 এর তরফে গত 10 ফেব্রুয়ারি ও 14 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে বলা ছিল 2022-23 আর্থিক বছরের আয়কর রিটার্ন ফর্মগুলি সম্পর্কে।
দেশ জুড়ে 50 টি নতুন মেডিকেল কলেজের অনুমোদন, রাজ্যে 2 টি কোথায় কোথায়?
তারপর থেকেই ITR ই-ফাইলিং করা শুরু হয়ে গিয়েছে। আয়কর বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে, বেতনভোগী কর্মচারী ও করদাতাদের আগামী 31 জুলাই, 2023 তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এখানে সেই সকল অ্যাকাউন্টধারীদের সম্পর্কে জানানো হচ্ছে, যাদের অ্যাকাউন্টগুলি অডিট করার প্রয়োজন নেই। সরকার ITR ফাইলের মাধ্যমে করদাতাদের আয় এবং বিনিয়োগের বিবরণ সম্পর্কে অবগত হয়।
এক্ষেত্রে নাগরিকদের আইটিআর ফর্ম তাদের আয় অনুযায়ী প্রযোজ্য হয়ে থাকে। উল্লেখ্য, দেরিতে আইটিআর ফাইল করতে চাইলে নতুন কর ব্যবস্থার জন্য বেছে নেওয়া যাবে না। আর যদি নতুন কর ব্যবস্থা বেছে নিতে হয়, আগামী 31 জুলাই 2023 তারিখ বা তার আগে কোনও করদাতাকে আইটিআর ফাইল করতে হবে।
এবার আসা যাক, নির্দিষ্ট সময়ের মধ্যে ITR ফাইল না করলে কত টাকা জরিমানা হবে?
আয়কর দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ আগামী 31 জুলাই 2023 -এর মধ্যে ITR (Income Tax Return) ফাইল না করলে করদাতাকে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। পাশাপাশি কেন আয়কর দাখিলের সময়সীমা মিস হয়েছে, আয়কর বিভাগের তরফে সেই কারণও জানতে চাওয়া হতে পারে।
এছাড়া আরো নানা ধরণের সমস্যার সম্মুখীন হতে পারেন করদাতারা। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর ফাইল করা জরুরি।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.