GDS Recruitment 2024 – পোস্ট অফিসে GDS পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। দ্রুত আবেদনে চাকরির সুযোগ
চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর, পোস্ট অফিসের তরফ থেকে সামনে এসেছে একটি বিজ্ঞপ্তি (GDS Recruitment 2024). যে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে একেবারে চল্লিশ হাজারটি শূন্য পদে নিয়োগ করা হবে কর্মী। এখনকার দিনে চাকরি পাওয়া খুবই মুশকিল কাজের মধ্যে অন্যতম। আর এই জন্য সকলেই চাকরি পাওয়ার খবরের জন্য মুখিয়ে থাকেন। আর সেই সকল মানুষদের জন্য আজকে আমরা পোস্ট অফিসে চাকরির (India Post Office Recruitment) সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব।
India Post Office GDS Recruitment 2024.
আর আজকের আলোচনাতে আমরা GDS Recruitment 2024 বা Gramin Dak Sebak Recruitment সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরব। কারা কারা এখানে করতে পারবেন আবেদন? কীভাবে করবেন আবেদন? আবেদন করার জন্য ন্যূনতম বয়স সীমা কত থাকতে হবে? শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এক্ষেত্রে? আবেদন ফি কত রয়েছে? সব কিছুই বিস্তারিত আলোচনা করে নেওয়া হবে আমাদের আজকের এই প্রতিবেদনে।
পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ
বর্তমানে প্রত্যেকেরই স্বপ্ন এখন সরকারি চাকরি করার। কেননা সরকারি চাকরির মধ্যে রয়েছে নিশ্চয়তা। বেসরকারিতে চাকরি করলেও অনেক সময় ভবিষ্যতের নিশ্চয়তার অভাব দেখা যায়। যে কারণে বেসরকারি সংস্থাকে অনেকে এড়িয়ে চলেন। সম্প্রতি ইন্ডিয়া পোস্টে গ্রামীণ পোস্টাল সার্ভিসের পক্ষ থেকে একটি GDS Recruitment 2024 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে।
পোস্ট অফিসে আর কি কি পদে নিয়োগ?
যেখানে দেখা যাচ্ছে শাখা পোস্ট মাস্টার, সহকারি শাখা পোস্ট মাস্টার, ডাক সেবক (GDS) এবং শাখা পোস্ট অফিসে প্রায় শূন্য পদ খালি পড়ে রয়েছে ৪০ হাজারটি। বিশেষ একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে মে মাসের শেষ সপ্তাহ থেকে কিংবা জুনের প্রথম সপ্তাহেতেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি সামনে আসতে পারে (GDS Recruitment 2024). ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একেবারে অনলাইনের মাধ্যমে।
পোস্ট অফিস জিডিএস আবেদনের যোগ্যতা ও বয়স
উপরিক্ত পদ গুলিতে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান তাদের অবশ্যই পাস করতে হবে মেট্রিকুলেশন বা দশম শ্রেণি। ভালো ইংরেজি জানতে হবে। অবশ্যই নিজের মাতৃভাষাও জানতে হবে এই ক্ষেত্রে। যারা যারা এখানে আবেদন করবেন তাদের মেধা তালিকার ভিত্তিতে এবং অনলাইনে রেজিস্ট্রেশনের ওপর ভিত্তি করে বেছে নেওয়া হবে (GDS Recruitment 2024). চূড়ান্ত নির্বাচন হবে দশম শ্রেণীর পরীক্ষায় পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই। এই পদে আবেদন করার জন্য বয়সসীমা অবশ্যই ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
Post Office GDS Recruitment 2024 Apply Fees
এখানে বিভিন্ন শ্রেণীর মানুষের ওপর ভিত্তি করে আবেদন ফি বরাদ্দ করা হয়েছে। দেখা যাচ্ছে আবেদন ফ্রি সাধারণের জন্য রয়েছে 150 টাকা। এছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ এবং মহিলা প্রার্থীদের জন্যও আবেদন ফি রাখা হয়েছে 150 টাকা। অন্যদিকে শারীরিকভাবে অক্ষম, তপশিলি জাতি, তপশিলি উপজাতির জন্য বিনামূল্যেই ফর্ম ফিলাপের ব্যবস্থা করা হয়েছে।
GDS Recruitment 2024 Apply Process
এখানে আবেদন করতে হলে মূলত চাকরিপ্রার্থীকে চলে যেতে হবে ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকেই সরাসরি আবেদন করতে পারবেন চাকরি প্রার্থী। যেহেতু এখনো পর্যন্ত GDS Recruitment 2024 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি তাই পুঙ্খানুপুঙ্খভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে ধারণা দেওয়া যাচ্ছে না।
পোস্ট অফিসে বিনিয়োগের নিয়ম বদল, নতুন পুরনো সব গ্রাহকরা জানুন
পরবর্তীকালে এই বিষয়ে আরো বিশদে জানতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের ওয়েবসাইটটিকে। আপনিও কি এখানে আবেদন করতে চান? তাহলে নিজের মতামত অবশ্যই লিখে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আরো একবার বলে রাখি, এখানে শাখা পোস্ট মাস্টার, সহকারি শাখা পোস্ট মাস্টার, ডাক সেবক এবং শাখা পোস্ট অফিস ইত্যাদি শূন্য পদেই কিন্তু আবেদন করা যাবে।
Written by Tithi Adak.