অর্থনীতি

RPLI Scheme: পোস্ট অফিস গ্রামীণ ডাক জীবন বীমা। 10 লক্ষ রিটার্ন পাবেন অল্প টাকা বিনিয়োগে

পোস্ট অফিস তার গ্রাহকদের জন্য ফের নতুন RPLI Scheme বা পোস্ট অফিস গ্রামীণ ডাক জীবন বীমা যোজনা (Rural Postal life Insurance Scheme) নামক প্রকল্প নিয়ে আসা হয়েছে। আপনিও যদি কোন ইনস্যুরেন্স স্কিমে (Insurance Scheme) বিনিয়োগ করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। পোস্ট অফিসের এই স্কীমের নাম হল RPLI Policy, এইটি এক ধরনের বীমা পলিসি (India Post Office Insurance Scheme).

India Post Office RPLI Scheme Rural Postal Life Insurance.

বীমার পলিসির (Insurance Policy) কথা উঠলেই প্রথমেই মানুষের মাথায় আসে LIC (Life Insurance Corporation of India) এর কথা। তবে LIC ছাড়াও পোস্ট অফিসও জীবন বীমা পলিসি অফার করে। এই বীমা পলিসিতে উচ্চ রিটার্নের পাশাপাশি কর ছাড়ের বিশেষ সুবিধা মিলবে (RPLI Calculator). আর দেশের সকল মানুষদের জন্য পোস্ট অফিস বরাবরই নতুন নতুন সুবিধা নিয়ে হাজির হয়।

গ্রামীন ডাক জীবন বীমা কি?

গ্রামীন ডাক জীবন বীমা (RPLI Scheme) পোস্ট অফিসের একটি জীবন বীমা পলিসি। এটি 1995 সালে 24 শে মার্চ চালু করা হয়। গ্রামীন এলাকার মানুষদের জন্যে এই বীমা পলিসি চালু করা হয়। গ্রামের মানুষদের জীবনকে সুরক্ষিত করা, গ্রামীন মহিলা ও আর্থিক ভাবে দুর্বল পরিবার গুলোকে সুবিধা প্রদান করার জন্য এই বীমা পলিসি চালু করেছে পোস্ট অফিস (Post Office Rural Insurance Scheme).

RPLI Scheme Characteristics

  • এই পলিসি 19 বছর থেকে 55 বছরের যে কেউ কিনতে পারবেন।
  • এই পলিসির সর্বোচ্চ সাম অ্যাসুরেডের পরিমান হল 10 লক্ষ টাকা।
  • এটি কেনার পর একটি দলিল ও পাসবুক দেওয়া হবে।
  • মাসিক, ত্রিমাসিক, অর্ধ বার্ষিক কিম্বা বার্ষিক এই হিসেবে প্রিমিয়াম (RPLI Premium Table) জমা দেওয়া যাবে।

RPLI Scheme Benefits

এই RPLI Scheme পলিসি কেনার সময় নমিনির নাম দিতে পারবেন। আবার প্রয়োজনে নমিনির নাম পরিবর্তনও করতে পারবেন। কোনো করণ বসত পাসবুক হারিয়ে গেলে ডুপ্লিকেট পাস বুকের জন্যে আবেদন করতে পারবেন। এই বীমাতে আয়কর ধারা অনুযায়ি কর ছাড় পাওয়া যায়। এটির একটি বিশেষ দিক হল আপনি এই পলিসি কেনার 3বছর পর এই পলিসির জমাকৃত রাশির উপরে ঋণ নিতে পারবেন। প্রিমিয়াম ঠিক মত জমা না দেওয়ার কারনে যদি পলিসি বন্ধ হয়ে যায় তাহলে চালু করার সুযোগ দেওয়া হয়।

Fixed Deposit (ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট)

RPLI Scheme Difference

RPLI Scheme-র অধীনে যে সব পলিসি আছে সে গুলোর মধ্যে জনপ্রিয় হল গ্রাম সন্তোষ (Gram Santosh Scheme). এরপরে হল গ্রাম সুরক্ষা (Gram Suraksha Scheme). এই বিমা পলিসি একটি সম্পূর্ণ জীবন বীমা পলিসি (Life Insurance Policy). এখানে 80 বছর বয়স পর্যন্ত বীমা কভারেজের সুবিধা মেলে। এই পলিসিতে গ্রাম সুরক্ষার মতই সুবিধা পাওয়া যায়। তবে এই পলিসির এই সুবিধা হল আপনি চাইলে এই পলিসি গ্রাম সন্তোষ পলিসিতে রূপান্তরিত করতে পারবেন।

ফিক্সড ডিপোজিটে পাবেন 8.75% সুদ। আজই ডিজিটাল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলুন

Rural Postal Life Insurance Policy Details

এটি একটি মানি ব্যাক পলিসি। আপনি যদি মানি ব্যাক পলিসি খোঁজেন তাহলে এই পলিসি কিনতে পারেন। এখানে 15 ও 20 বছরের মেয়াদে কিনতে পারবেন। এই RPLI Scheme-র অধীনে গ্রামের বাচ্চাদের জন্য একটি অন্যতম পলিসি হল Children Policy বা বালক পলিসি। এখানে সর্বোচ্চ দুটি বাচ্চার নামে পলিসি কেনা যাবে। তবে এর জন্য PLI বা RPLI পলিসি আগে থেকেই করা থাকতে হবে। গ্রাম প্রিয় হল আর একটি মানি ব্যাক পলিসি (Money Bank Policy) এখানে 10 বছরের জন্যে পলিসি কেনা যায়।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *