অর্থনীতি

Post Office SCSS : পোস্ট অফিস থেকে 15000 টাকা পেতে চান? তাহলে এই স্কিমে বিনিয়োগ করুন

প্রচুর মানুষ পোস্ট অফিসে বিনিয়োগ করে (Post Office SCSS). কারন সেখানে বিনিয়োগ করলে অর্থ থাকে নিরাপদ। আজ আপনাদের সাথে সিনিয়ার সিটিজেন সেভিংস স্কীম (Senior Citizen Savings Scheme). সম্পর্কে আলোচনা করব। পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প গুলোর (Post Office Savings Scheme) মধ্যে সিনিয়ার সিটিজেন সেভিংস স্কীমে সুদ (SCSS Interest Rate) সব থেকে বেশি।

Post Office SCSS Scheme Interest Rate Return.

আপনি যদি এই Post Office SCSS স্কিমের মাধ্যমে 3 মাসে 15,375 টাকা পেতে চান তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে সেটা জেনে নিন। আর দেশের সকল নাগরিকদের কাছে পোস্ট অফিসের এই স্কিম খুবই জনপ্রিয় এবং ভরসাযোগ্য। তাহলে আপনারা এই স্কিমে (Post Office Scheme) বিনিয়োগ করার মাধ্যমে ভালো অঙ্কের রিটার্ন পেতে পারবেন। তাহলে এই সম্পর্কে আপনাদের আরও কিছু জরুরি তথ্য জানিয়ে দিতে চলেছি।

পোস্ট অফিস সিনিয়ার সিটিজেন সেভিংস স্কীম 2024

পোস্ট অফিসের খুব জনপ্রিয় প্রকল্প হল সিনিয়ার সিটিজেন সেভিংস স্কীম। কারন এই Post Office SCSS স্কীমের মাধ্যমে গ্রাহকরা 3 মাসে বা প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমান আয় পেতে সাহায্য করে অর্থাৎ একজন প্রবীণ নাগরিক এই স্কিমে যত টাকা বিনিয়োগ করবেন তার উপরে প্রাপ্ত সুদ মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করা হয়।

শুধু তাই নয় একবার জমা করা টাকা মেয়াদ পুর্ণ হলে ফেরত পেয়ে যাবেন। এই Post Office SCSS স্কীমের ফলে অবসর এর পর আর্থিক চিন্তা থেকে মুক্তি পাবেন তারা। আর এই স্কিমে দেশের সকল বর্গের ও রোজগার করা মানুষেরা বিনিয়োগ করতে পারবেন। এই Post Office SCSS বা পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম সম্পর্কে জেনে নিতে পারবেন।

এই স্কীমের মেয়াদ কত বছর?

Post Office SCSS স্কীমের মেয়াদ 5 বছর। তবে আপনি আপনার স্কীমের মেয়াদ পুর্ণ হওয়ার আরো 3 বছর মেয়াদ বাড়াতে পারেন। এইভাবে আপনি চাইলে 3 বছর 3 বছর করে যতবার খুশি মেয়াদ বাড়াতে পারেন। পোস্ট অফিসের স্কীম গুলোর মেয়াদ প্রতি 3 মাস অন্তর অন্তর সংশোধন করা হয়। বর্তমানে এই স্কীমে (Post Office Interest Rate) 8.2% সুদ দেওয়া হচ্ছে।

প্রতি 3 মাসে 15375 টাকা পেতে কত বিনিয়োগ করবেন?

Post Office SCSS স্কিমে একজন ব্যাক্তি 1000 থেজে 30,00,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে। তবে যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে 60,00,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। তবে বিনিয়োগের পরিমান যেন 1000 এর গুনিতক হয়। মানে আপনি 1500, 2500 টাকা এইভাবে বিনিয়োগ করতে পারবেন না। আপনাদের 1000, 2000, 3000 এই ভাবে বিনিয়োগ করতে হবে। আপনি যদি এই স্কীম থেকে 3 মাসে 15,375 টাকা পেতে চান তাহলে আপনাকে 30,00,000 টাকা বিনিয়োগ করতে হবে।

30,00,000 টাকা বিনিয়োগ করলে কত সুদ পাবেন?

সিনিয়ার সিটিজেন সেভিংস স্কীমে (Post Office SCSS) 30,00,000 টাকা বিনিয়োগ করলে বার্ষিক সুদ পাবেন 61500 টাকা। যা প্রতি 3 মাসে হবে 15,375 টাকা। এতে আপনি মেয়াদ পুর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ 5 বছরে মোট 2,46,000 টাকা সুদ পাবেন। আর মেয়াদ পুর্ণ হলে আপনার বিনিযোগ করা টাকাও আপনি ফেরত পাবেন।

Pay Commission (অষ্টম বেতন কমিশন)

কত বছর বয়সী নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন?

সব অবসর প্রাপ্ত ব্যাক্তিরা অর্থাৎ যাদের 60 বছর হয়ে গিয়েছে, তারা পোস্ট অফিসে গিয়ে সিনিয়ার সিটিজেন সেভিংস স্কীমে অ্যাকাউন্ট (Post Office SCSS) খুলতে পারবেন। এছাড়া, যে সব ব্যক্তিরা 55 বছর বা তা বেশি কিন্তু 60 বছরের আগেই অবসর নিয়েছেন তারা অবসর নেওয়ার 1 মাসের মধ্যে এতে বিনিয়োগ করতে পারবেন।

টাকার খুব দরকার? CIBIL Score বা Credit Score ছাড়াই 5 লাখ তৎক্ষণাৎ ঋণ পাবেন এইখানে

আবার 50 থেকে 60 বছরের আগে অবসর গ্রহণ করা ভারতীয় সৌনিকরা এতে অবসর নেওয়ার 1 মাসের মধ্যে বিনিয়োগ করতে পারবেন। তবে এই Post Office SCSS স্কীমে বিনিয়োগ করার আগে পোস্ট অফিসের কর্মীদের কাছে স্কীমটির বিষয়ে পুরোটা ভাল মত জেনে নেবেন। এই স্কিম সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *