India Post Payments Bank CSP : ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক সিএসপি অনলাইন আবেদন পদ্ধতি
বর্তমানে চাকরির বাজার খুব খারাপ তাই অনেক মানুষ এখন ব্যবসার দিকে যেতে চাইছে (India Post Payments Bank CSP). আজ আপনাদের সাথে এমন এক ব্যবসার (Business Idea). কথা বলব যেখানে আপনি মাসে প্রচুর ইনকাম (Monthly Income) করতে পারবেন এবং আপনি নিজেই নিজের মালিক হতে পারবেন। তাহলে চলুন সেই ব্যবসা (Business) সম্পর্কে জেনে নিন। আজ আপনাদের সাথে যে ব্যবসার কথা বলব তা হল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক CSP (Customer Service Point).
India Post Payments Bank CSP Business Idea.
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের CSP খুলে আপনি মাসে 25000 টাকা আয় করতে পারবেন। এই ব্যবসা শুরু করার জন্যে নির্দিষ্ট একটি ঘর থাকতে হবে সেই ঘর নিজের হলেও হবে আবার ভাড়ার হলেও হবে। আর তার সাথে থাকতে হবে কম্পিউটার সম্পর্কে জ্ঞান। যাতে আপনি গ্রাহকদের ভালো পরিষেবা দিতে পারেন। এবার চলুন দেখে নিন কিভাবে আবেদন করবেন? কি কি নথি লাগবে? গ্রাহকদের কি কি সুবিধা দিতে পারবেন? এই সব সম্পর্কে জেনে নিন।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক
ভারতীয় ডাক বিভাগের (Department of Post) তরফে দেশের সকল ব্যাঙ্কের আদলে গ্রাহকদের অনলাইন পরিষেবা দেওয়ার জন্য India Post Payments Bank App নিয়ে এসেছে। আর এই অ্যাপের মাধ্যমেই সকল গ্রাহকরা অনেক সুবিধা পাচ্ছে। আর এবারে পোস্ট অফিসের তরফে গ্রাহকদের আরও সুবিধা দেওয়ার জন্য India Post Payments Bank CSP বা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক গ্রাহক সেবা কেন্দ্র খোলার এবং রোজগারের সুযোগ দেওয়া হচ্ছে।
India Post Payments Bank CSP Services & Benefits
1) এই ব্যাংকের CSP খুলে আপনি সব সুবিধা দিতে পারবেন।
2) গ্রাহকদের রিচার্জের সাথে বিল পেমেন্টের সব সুবিধা দিতে পারবেন।
3) প্রতি মাসে সহজে 25,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
4) গ্রাহকদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) বা পোস্ট অফিস অ্যাকাউন্ট (Post Office Account) খুলে কমিশন পেতে পারবেন।
5) গ্রাহকদের টাকা জমা ও তোলার সুবিধা দিতে পারবেন। এবং তার থেকে কমিশন পেতে পারবেন।
India Post Payments Bank CSP Opening Documents
আধার কার্ড (UIDAI Aadhaar Card), প্যান কার্ড (PAN Card), রেশন কার্ড (Digital Ration Card), ইলেকট্রিসিটি বিল (Electricity Bill), পাসপোর্ট সাইজ ছবি, পুলিশ ভেরিফিকেসন, মেইল আইডি, মোবাইল নম্বর (Mobile Number), ঠিকানা প্রমান। এই সকল নথি থাকলে আপনারা অনেক সহজেই এই India Post Payments Bank CSP খুলে প্রতিমাসে ভালো পরিমাণ টাকা রোজগার করতে পারবেন।
India Post Payments Bank CSP Opening Equipment
1) প্রথমে একটি কম্পিউটার লাগবে।
2) একটি প্রিন্টার লাগবে।
3) নিজের বা ভাড়ার একটি ঘর লাগবে সেখানে CSP খুলবেন।
4) আপনার কাছে ইনভাইটার থাকতে হবে।
5) আপনাকে কমপক্ষে 10th বা 12th পাশ হতে হবে।
6) আপনাকে বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এই সব জিনিস থাকলে আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের CSP খুলতে পারবেন।
একধাক্কায় কমে যাবে ক্রেডিট স্কোর বা CIBIL স্কোর! বেশি EMI দিতে হবে? এই ভুল ভুলেও করবেন না
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক CSP অনলাইনে আবেদন করুন
1) প্রথমে আপনাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) হোম পেজে আসার পর আপনাকে Service Request ট্যাবে আপনি NON-IPPB Customer সাব ট্যাব পাবেন যেখানে আপনাকে Partnership With Us অপশনে ক্লিক করতে হবে।
3) ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে Service Request Form ঠিক মত পূরণ করতে হবে।
4) এরপর আপনার কাছে যে সব নথি চাওয়া হবে সে গুলো আপলোড করে দিতে হবে।
5) এরপরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তার পরে আপনি সার্ভিস রিকুয়েস্ট নম্বর পেয়ে যাবেন।Written by Ananya Chakraborty.