রোজগার

Old Coin Sell : পুরনো কয়েন বিক্রি করতে চান? কোথায় বেচলে সত্যি টাকা পাবেন?

অনেক মানুষ পুরনো জিনিস জমিয়ে রেখে দিতে পছন্দ করে (Old Coin Sell). সেই সব পুরনো জিনিস গুলোর মধ্যে কোনোটা হয় খুব মূল্যবান। সেই সব পুরনো মূল্যবান জিনিস গুলোর মধ্যে একটি হল পুরনো কয়েন বা নোট (Old Coin & Old Note). এই পুরনো নোট বা কয়েন বিক্রি করে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা কামাই করছে। এমন অনেক মানুষ আছে যারা জানে না সঠিক কথায় বিক্রি (Old Note Sell) করলে ঠিক মূল্য পাওয়া যাবে এর ফলে অনেকেই প্রতারণা চক্রে পা দিয়ে ফেলে।

Antique Old Coin Sell Online in India.

তাই আজ আপনাদের এই পুরোন কয়েন বিক্রি করার সঠিক পদ্ধতি বলব যাতে আপনারা প্রতারণা চক্রে পা না দিয়ে ফেলেন। বর্তমানে যেহেতু চাকরির বাজার খারাপ তাই অনেকেই টাকা উপার্জন করার জন্যে এই পুরনো কয়েন বা নোট বিক্রি করছে। তাহলে চলুন এই পুরনো কয়েন বা নোট কোথায় বিক্রি (Old Coin Sell) করবেন, কিভাবে করবেন সেই বিষয়ে জেনে নিন।

কিভাবে অনলাইনে পুরনো কয়েন বিক্রি করবেন?

কথায় আছে ‘ওল্ড ইজ গোল্ড’ অর্থাৎ পুরনো যে কোন জিনিস সোনার সমতুল্য। তেমন পুরনো কয়েন বা নোট ও এখন সোনার সমতুল্য হয়ে গিয়েছে। পুরনো নোট বা কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করছে মানুষ। পুরনো কয়েন বা নোট বিক্রি (Old Coin Sell) করার আগে জেনে নিতে হবে কোন নোট গুলোকে পুরনো বলা হচ্ছে। আজ থেকে প্রায় 50, 60 এবং 100 বছরের পুরনো কয়েন।

পুরনো কয়েন বিক্রি করার ফোন নাম্বার

যে গুলো মুঘল, ব্রিটিশ বা স্বাধীনতার আগে চলত সে গুলো বিক্রি করে মোটা টাকা কামাই করতে পারবেন আপনারা। এবার জেনে নিন কিছু কয়েন বা নোট সম্পর্কে 1 টাকার রুপোর কয়েন, মা দুর্গার ছবি থাকার কয়েন, ইংরেজ আমলের কয়েন, মুঘল আমলের মুদ্রা ইত্যাদি (Old Coin Sell). এবার জেনে নিন কোথায় এই সব কয়েন বা নোট বিক্রি করতে পারবেন।

কোথায় আর কিভাবে বিক্রি করবেন পুরনো নোট?

1) এই সব নোট অনলাইনে ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করা যায়।
2) OLX, Quikr, Ebay, Coinbaazar এই সব ই কমার্স প্ল্যাটফর্মে পুরনো নোট বা কয়েন বিক্রি করতে পারবেন।
3) এই গুলো ছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে সে গুলোতেও বিক্রি (Old Coin Sell) করা যায়।
4) এই সব অ্যাপের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে।

5) নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, বয়স এই সব দিয়ে রেজিস্টার করতে হবে।
6) তারপরে নিজের কাছে থাকা পুরনো কয়েন বা নোট এর ছবি তুলে আপলোড করতে হবে।
7) তারপর সেই সংস্থা আপনাকে ফোন বা SMS করে যোগাযোগ করবে।

SBI New Scheme (স্টেট ব্যাঙ্কের নতুন স্কিম)

Which Type of Old Coin Sell is Possible?

  • ব্রিটিশ আমলের নোট বা কয়েন থাকলে সে গুলো বিক্রি করা যায়।
  • পুরনো কয়েনে কোনো মহা পুরুষের ছবি থাকলে তা বিক্রি করতে পারবেন।
  • কোনো ব্রিটিশ আধিকারিকের ছবি থাকা কয়েন।
  • 100 বছরের বেশি পুরনো কয়েন (Old Coin Sell).
  • বড় 1 টাকা ও 5 টাকার কয়েন।
  • রাজনৈতিক কোনো ব্যক্তির ছবি দেওয়া কয়েন বা নোট।

SBI তাৎক্ষণিক ঋণ কিভাবে পাবেন? ব্যাক্তিগত ঋণের জন্য অনলাইন আবেদন

পুরনো নোট বিক্রি করার সতর্কতা

1) পুরনো কয়েন বিক্রি করার আগে যদি কেউ টাকা চায় তাহলে ওয়েবসাইট বা অ্যাপে বিশ্বাস করবেন না।
2) RBI কোনো ধরনের পুরনো নোট বা কয়েন বিক্রি করে না। তাই কেউ RBI এর নাম করে আপনাকে ঠকাতে পারে।
3) নিজেরা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে তারপরই পুরনো নোট (Old Coin Sell) করবেন। আমরা কোনো সময় পুরনো কয়েন কেনা বেচার বিষয়কে সমর্থন করি না। আমদের কাজ শুধু মাত্র আপনাদের তথ্য দেওয়া।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *