অর্থনীতি

Indian Currency – আপনার কাছে 5 ও 10 টাকার কয়েন আছে? পুরনো কয়েন আর চলবে না? RBI কি জানালো?

5 ও 10 টাকার কয়েন (Indian Currency) নিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে কি আপনাকে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবার এই 5 ও 10 টাকার কয়েন নিয়ে নতুন নিয়ম জারি করেছে। এই নিয়ম সম্পর্কে আপনাদের জেনে রাখা উচিৎ। চলুন জেনে কি সেই নতুন নিয়ম। কয়েন নিয়ে অনেক মানুষকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমন অনেক দোকানদার আছে যারা 5 ও 10 টাকার কয়েন নিতে চান না (Reserve Bank Of India).

5 & 10 Rupees Indian Currency Coins Update.

শুধু যে 5 ও 10 টাকার কয়েন (Indian Currency) নিতে চান তা নয় 1, 2 টাকার কয়েন ও নিতে অস্বীকার করেন অনেক দোকানদার। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে মানুষদের। তাদের দাবি এই সব কয়েন (Indian Coins) নাকি বাতিল করা হয়েছে। এই কথা ঠিক নাকি ভুল এই নিয়ে আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে যে এই রকম কিছু সত্যি ঘটেছে নাকি! চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

আমাদের দেশে 10 টাকার কয়েন ছাড়াও 1,2,5 ও 20 টাকার নোট (Indian Currency Note) চালু রয়েছে। এই সব কয়েন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা জারি করা হয় এবং একাধিক ডিজাইনের সাথে বাজারে নিয়ে আসা হয়। এইসব ধরণের কয়েন বৈধ এবং এটি নিতে কোনো দোকানদার অস্বীকার করতে পারবে না। আর অস্বীকার করলে বিপদে পড়তে পারেন তারা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI Indian Currency) এর তরফ থেকে বলা হয়েছে।

এখন পর্যন্ত শুধুমাত্র 25 পয়সা বা তার কম দামের কয়েন (Indian Currency) গুলো নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো দোকানদার এই সব কয়েন নিতে অস্বীকার করে তাহলে সেই দোকানদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেতে পারে। এবং দোকানদার কে কঠোর আইনি পদক্ষেপের মুখেও পড়তে হতে পারে। ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (NCIB) জানিয়েছে।

RBI Penalty (রিজার্ভ ব্যাংকের জরিমানা)

তাদের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা আইন (Indian Currency Law) এবং ভারতীয় দণ্ডবিধির 489(A) থেকে 489 (E) ধারায় FIR দায়ের করা যেতে পারে। তৎক্ষণাৎ সাহায্যের জন্যে পুলিশকেও ডাকা যেতে পারে। তাই যে সব দোকানদার এই সব কয়েন নিতে অস্বীকার করেন তারা এখন সাবধান হয়ে যান। আর এই ৫ ও ১০ টাকার কয়েন সকলকেই নিতে হবে। তাতে যেই ধরনেরই কয়েন হোক না কেন সেটা গ্রাহ্য।

4 লাখ রিটার্ন পাবেন 500 টাকা বিনিয়োগ করে। মধ্যবিত্তের জন্য নতুন সঞ্চয় প্রকল্প।

অতএব এই Indian Currency বা ভারতীয় মুদ্রা ৫ ও ১০ টাকার কয়েন সম্পর্কে RBI এর ঘোষণার ফলে হাফ ছেড়ে বেঁচেছেন সকলে। তাই আপনারাও এই সম্পর্কে সচেতন হয়ে থাকবেন এবং বাকি সকল মানুসদের সচেতন করবেন। আর আপনারা কোন ধরণের ভ্রান্ত খবরে কান দেবেন না। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.

1 লক্ষ টাকা সরাসরি ব্যাংক একাউন্টে দিচ্ছে SBI. কিভাবে আবেদন করলে এই টাকা পাবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *