Indian Farmers – কৃষকবন্ধুদের দীর্ঘদিনের দাবি পূরণ করলো সরকার। সব চিন্তার দিন শেষ!
আমাদের দেশ কৃষি প্রধান আর কৃষকরাই (Indian Farmers) দেশের সম্পদ। তারা চাষাবাদ করে বলেই আমরা খেয়ে বেঁচে থাকি অর্থাৎ কৃষকদেরকে আমরা নিজেদের অন্নদাতাও বলতে পারি। তাই কৃষকদের ভালোর জন্য নানা রকমের প্রকল্প (Govt Scheme) নিয়ে আসে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার। দেশের GDP বৃদ্ধি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কৃষক বন্ধু (Krishak Bandhu). তাই তাদের মুখে হাসি ফোটানোর জন্যে বিভিন্ন ধরনে সুযোগ সুবিধা দেওয়া হয়।
New Govt Scheme Announce for Indian Farmers.
এমনই একটি হল Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana 2024. এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের (Indian Farmers) তিন বার কিস্তিতে টাকা দেওয়া হয়। এবার এই প্রকল্প ছাড়াও আরো একটি প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবে চাষিরা। আর এই প্রকল্পের মাধ্যমে পাওয়া সুবিধার জন্য সকলে অনেকদিন ধরে অপেক্ষা করে ছিলেন। কি সেই যোজনা? সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
PM Kusum Yojana 2024
আমরা সবাই জানি দেশের গরিব চাষিদের (Indian Farmers) চাষের কাজের সুবিধার্থে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। কেন্দ্র সরকার চাষিদের কীটনাশক, সার ও চাষের যন্ত্রপাতি প্রভৃতি কেনার জন্য বছরে মোট ছয় হাজার টাকা প্রদান করে থাকে কেন্দ্র। এই টাকা তিনটি কিস্তির (PM Kisan Installment) মাধ্যমে দেওয়া হয়। এবার এরই সাথে আরো একটি প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। সেই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Utthaan Mahabhiyan বা পিএম কুসুম যোজনা
আজ আপনাদের সাথে কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর আর একটি প্রকল্পের ব্যাপারে জানাব। এমন অনেকেই আছে যারা এই প্রকল্পের ব্যাপারে জানে না। এই প্রকল্পের নাম হল PM Kusum Yojana 2024. এই প্রকল্পের পুরো নাম হল Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Utthaan Mahabhiyan. মূলত সেচের কাজে সাহায্য করার জন্যেই এই প্রকল্প নিয়ে এসেছে মোদি সরকার। 2019 এই প্রকল্প (Govt Scheme for Farmers) চালু করা হয়েছিল।
পিএম কুসুম যোজনায় কৃষকরা কি সুবিধা পাবে?
এই প্রকল্পের মাধ্যমে Indian Farmers দের সোলার পাম্প (Solar Pump) কিনতে সাহায্য করে কেন্দ্র সরকার (Government of India). সেচের কাজের সুবিধার জন্যে সোলার পাম্প বসাতে 60% ভর্তুকি (Govt Subsidy for Farming) দিয়ে থেকে কেন্দ্র সরকার। পাশাপাশি 30 শতাংশ টাকা অল্প সুদে লোনও (Loan for Indian Farmers) দিয়ে থাকে সরকার। যার মধ্যে মাত্র 10 শতাংশ অর্থ কৃষকদের সংস্থান করতে হয়।
তাহলে ভারতের সকল কৃষকদের (Indian Farmers) জন্য এই পিএম কুসুম যোজনা (PM Kusum Yojana) প্রকল্পের মাধ্যমে দেশের সকল কৃষকবন্ধুদের বিদ্যুতের চাহিদা একেবারে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই দাবি দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা অনেকদিন ধরেই করে আসছিলেন। আর এবারে সেই দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.