প্রকল্প

Indian Farmers – কৃষকদের রোজগার দ্বিগুণ হতে চলেছে। কেন্দ্রের এই পদক্ষেপে খুশি সকলে।

দেশের চাষিদের (Indian Farmers) সাহায্যের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলছে কেন্দ্র সরকার (Central Government). নানা রকমের প্রকল্প (Government Scheme) আনছে কৃষকদের জন্য কেন্দ্র দীর্ঘদিন ধরে। আর এবার এসবের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে চাষিদের দ্বিগুণ লাভের জন্য বাজারে আনা হল নতুন সার। এই সারের নাম হল ইউরিয়া গোল্ড। এই নতুন সার বাজারে আনার নানা রকম কারন আছে।

Indian Farmers Income Increase By Central Government.

কৃষকরা (Indian Farmers) চাষের জন্য যে সালফার লেপা ইউরিয়া ব্যবহার করে তা থেকে ধীরে ধীরে নাইট্রজেন নির্গত হয়। এর ফলে এই সারের আয়ু কমে যায়। কিন্তু এই ইউরিয়া গোল্ড সারে হিউমেক অ্যাসিড থাকার কারনে এর আয়ু বেশি দিন থাকে। সাধারন ইউরিয়া এর ব্যবহার থেকে অনেক ভালো অপশন হল ইউরিয়া গোল্ড ব্যবহার। এই দাবি করছেন বিশেষজ্ঞরা।

চাষের ক্ষেত্রে সাধারন ইউরিয়া (Urea) যেমন 20 কেজি লাগে সেক্ষেত্রে ইউরিয়া গোল্ড 5 কেজি কম অর্থাৎ 15 কেজি ইউরিয়া গোল্ড ব্যবহার করলেই একি কাজ দেয় বলে দাবি করা হচ্ছে। এই সার ব্যবহার করলে চাষিদের (Indian Farmers) যেমন উপকার হয় তেমন জমির এবং ফসলেরও উপকার হয়। এই সার ব্যবহার করলে মাটিতে সালফার এর অভাব পূরণ হয়। এছাড়া এই সার ব্যবহার করলে গাছের নাইট্রোজেন ব্যবহার করার ক্ষমতাও অনেকটাই বেড়ে যায়।

আর পাশাপাশি রাসায়নিক ইউরিয়া সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়। কিন্তু তার জায়গায় ইউরিয়া গোল্ড ব্যবহার করলে তা হবে না। আর এমনটা সম্ভব হলে চাষিদের (Indian Farmers) খরচ ও অনেকটা কমবে এবং দিন দিন যেভাবে ফলন বাধাপ্রাপ্ত হচ্ছিল তাও কমে যাবে। রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড (RCF) কোম্পানির তৈরি ইউরিয়া গোল্ড চালু করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

কেন্দ্র সরকারের তরফ থেকে এমন অনুমোদন দেবার ফলে আর চাষিদের কাছে নতুন এই সার পৌছনোর ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। নতুন এই সার চাষিদের কাছে পৌছলে বেশি লাভের মুখ দেখবেন চাষিরা (Indian Farmers). এই সারের দাম? ইউরিয়া গোল্ড সারের দাম খুব একটা বেশি নয়। বাজারে যে নিম কোটেড ইউরিয়া পাওয়া যায় তার থেকে কিছুটা বেশি। নিম কোটেড ইউরিয়া এর 45 কেজি ব্যাগের দাম 266.50 টাকা।

কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। এখন শুধু সময়ের অপেক্ষা।

আর ইউরিয়া গোল্ড এর 40 কেজি ব্যাগের দাম 266.50 টাকা। নিম কোটেড ইউরিয়া সারের তুলনায় দাম বেশি হলেও এটি পরিমানে কম লাগে বলে দাবি করছে বিশেষজ্ঞরা। Indian Farmers বা দেশের কৃষক বন্ধুদের এর মাধ্যমে রোজগার বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে কি হতে চলেছে।
Written by Ananya Chakraborty.

নতুন বছরে সেরা উপহার! কৃষকবন্ধুদের 6000 বদলে 9000 টাকা দেবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *