প্রকল্প

Indian Farmers – কৃষকদের এবার নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।

Indian Farmers বা কৃষকরা পাবেন 1 লক্ষ টাকার পুরস্কার! অবাক হচ্ছেন শুনে? তবে এটাই সত্যি। সরকার এবার কৃষকদের জন্য নগদ পুরস্কারের কথা বলেছে। তাদেরকে নগদ পুরস্কার দেওয়া হবে। এই প্রসঙ্গে জানা গিয়েছে 2024 এর লোকসভা নির্বাচনের আগে কৃষক দিবস উপলক্ষে তাদের সম্মান জানানোর জন্য এই পুরস্কার এর আয়োজন করেছে সরকার। কত নগদ টাকা পুরস্কার দেবে সরকার? জেনে নিন।

Indian Farmers Will Get Money.

প্রাপ্ত তথ্য অনুসারে, যোগী সরকার রাজ্যে 54 জন কৃষকদের (Indian Farmers) নগদ পুরস্কার দেবে। এই অনুষ্ঠানটি হতে চলেছে রাজধানী লখনউতে। সেখানে রাজ্যের পূর্বাঞ্চল থেকে শুরু করে মধ্যাঞ্চলের কৃষকদের সেখানে আমন্ত্রণ জানান হবে। আর সেখানে পুরস্কার প্রদান করা হবে। আর একদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মোরাদাবাদে গিয়ে পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের (Indian Farmers) পুরস্কার দিতে চলেছেন বলে জানা যাচ্ছে।

কোন কৃষকদের (Indian Farmers) এই পুরস্কার দেওয়া হবে? প্রাপ্ত তথ্য অনুযায়ি, মোট 54 জন কৃষক এই পুরস্কার পেতে চলেছে। আর এদিকে ভালো চাষ করার জন্যে যোগী সরকার 51 জন কৃষকদের ট্রাক্টার দেবে সরকার। এই পুরস্কার গুলো মূলত সেই সব কৃষকদের দেওয়া হবে যারা ফসল উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই খবরে খুব খুশি উত্তরপ্রদেশ এর কৃষকরা।

নগদ কত পুরস্কার পাবে কৃষকরা

সরকার তিনটি বিভাগে পুরস্কার দেবে। প্রথম বিভাগে থাকা কৃষকরা (Indian Farmers) পাবে নগদ 1 লক্ষ টাকা , একটি শংসাপত্র ও একটি শাল। দ্বিতীয় বিভাগে থাকা কৃষকরা পাবে নগদ 75 হাজার টাকা, একটি শংসাপত্র ও একটি শাল। আর তৃতীয় বিভাগে থাকা কৃষকরা পাবেন নগদ 50 হাজার টাকা একটি শাল, ও একটি শংসাপত্র। এছারা আরও পুরস্কার আছে কৃষকদের জন্য।

Amar Karmadisha (আমার কর্মদিশা)

প্রত্যেক বছর কৃষক দিবস উপলক্ষে কৃষকদের কিছু না কিছু দিয়ে সম্মান জানান হয়। এই পুরস্কার দেবার একটি কারন হল তাদের কৃষিকাজে আর উৎসাহ দেওয়া। কারন কৃষকদের যত উৎসাহ দেওয়া যাবে কৃষকরা তত নতুন নতুন ও আরও ভালো ফসল উৎপাদন করার চেষ্টা করবে। কিন্তু এবছর যোগী আদিত্যনাথ সরকার কৃষকদের শুধু নগদ টাকাই দেবে না এর পাশাপাশি ট্রাক্টরও দেবে সরকার কৃষকদের।

রান্নার গ্যাসের দামে বড় পরিবর্তন, দাম জেনে বুকিং করুন।

অনেকে মনে করছেন যোগী সরকার লোকসভা নির্বাচনের আগে কৃষকদের আকৃষ্ট করার জন্যে এই কাজ করছে। কিন্তু আমাদের দেশের বিভিন্ন রাজ্য সরকার নানান ধরণের প্রকল্প নিয়ে এসেছে কৃষকদের জন্য। PM Kisan, Krishak Bandhu এই সকল কিছুর মধ্যে অন্যতম। আর Indian Farmers বা আমাদের অন্নদাতাদের জন্য এই ধরণের আরও সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

ভোটের কথা মাথায় রেখে চালের দাম কমালো মোদী সরকার। কত টাকা কমবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *