Govt Scheme – মহিলারা ৮৫০০ টাকা পাবে প্রতিমাসে। নতুন প্রকল্পে কিভাবে আবেদন?
এখন মহিলাদের জন্য অনেক সরকারি প্রকল্প (Govt Scheme for Women) নিয়ে আসা হয়েছে। মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অনেক ধরণের প্রকল্প ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) কথা কারোরই অজানা নয়। এই প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত প্রত্যেক মহিলারা নিজেদের ব্যাংক একাউন্টে পেয়ে গিয়েছেন নির্দিষ্ট পরিমাণে টাকা।
New Govt Scheme for Women.
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Govt Scheme) অনুযায়ী আগে মহিলাদের ৫০০ টাকা ও ১০০০ টাকা করে দেওয়া হলেও সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বাজেটে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এপ্রিল মাস থেকেই সকলে যথারীতি এই বেশি টাকা পেতে শুরু করেছেন। আর এবারে ফের একবারের জন্য মহিলাদের জন্য দারুণ ঘোষণা করা হল।
মহিলাদের জন্য নতুন প্রকল্প
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই ভেসে আসছে একের পর এক নতুন নতুন ঘোষণা। সম্প্রতি এমন এক বক্তব্য এসেছে খবরের শিরোনামে যা দেখে রীতিমতো চমকে উঠবেন আপনি। জানা যাচ্ছে, প্রত্যেক মহিলাদের ব্যাংক একাউন্টে প্রত্যেক মাসে ঢুকে যাবে ৮৫০০ টাকা পর্যন্ত! শুরু হতে চলেছে এমনই নতুন প্রকল্প (New Govt Scheme) নিশ্চয়ই ভাবছেন এও আবার সম্ভব নাকি?
কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন?
আর সত্যি এই ঘোষণা ফলপ্রসূ হলে দেশের মহিলাদের দারুণ সুবিধা হতে চলেছে বলেই মনে করছেন অনেকে। প্রত্যেক মাসে সাড়ে আট হাজার টাকা (Govt Scheme) পাওয়ার জন্য কী কী প্রয়োজনীয় নথি দরকার? কীভাবেই বা মহিলারা এখানে আবেদন করবেন? কীভাবে তাদের ব্যাংক একাউন্টে ঢুকবে টাকা? সমস্ত কিছুই রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।
মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের বিজেপি সরকার লাডলী বেহেনা যোজনার আওতায় মহিলাদের দিয়ে থাকে প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা করে। ওই দিকে অন্য রাজ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকার (Indian National Congress) চালু করেছে গৃহলক্ষ্মী স্কিম (Griha Lakshmi Govt Scheme). এই স্কিমের আওতায় মহিলারা পেয়ে যান নির্দিষ্ট অংকের টাকা।
কবে থেকে এই প্রকল্পের টাকা পাবেন?
সম্প্রতিক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে লখনউ এর এক সভায় জানিয়েছেন, বর্তমানে যে রকম মূল্য বৃদ্ধি হয়ে চলেছে তাতে মাত্র দুই তিন হাজার টাকায় কোনও রকমেই সংসার চালানো সম্ভব নয়। দরিদ্র মহিলাদের পাশে দাঁড়াতে তিনি বছরে এক লক্ষ টাকা (Govt Scheme Provide 1 Lakh Rupees) করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কংগ্রেসের অন্যতম ব্যক্তিত্ব রাহুল গান্ধী (Rahul Gandhi) রায়বেরেলিতে নির্বাচনী প্রচারে গিয়ে জানিয়েছেন, জুন মাসে যদি নতুন করে কংগ্রেস সরকার আবার ক্ষমতায় আসে তাহলে জুলাই মাস থেকেই দেশের গরীব মহিলারা নিজেদের ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন সাড়ে আট হাজার টাকা নতুন প্রকল্পের (Govt Scheme) মাধ্যমে। এছাড়াও রাহুল গান্ধী জানিয়েছেন তারা মুকুব করে নেবেন কৃষকদের ঋণ (Farmers Loan).
এখনো পর্যন্ত কোনও কৃষক তারা তাদের প্রাপ্য টাকা পাননি। তাই দিনের পর দিন বেড়ে চলেছে তাদের ঋণের অংক। এখানেই শেষ নয় তিনি জানিয়েছেন, ডেলিভারি বয়, আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী, প্রত্যেকেরই পেনশন স্কিম চালু হবে কংগ্রেস যদি ক্ষমতায় আসে (Govt Scheme). মেড ইন ইন্ডিয়া সঙ্গে মেড ইন চায়নার প্রতিযোগিতাও চায় কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি তারা উন্নত করবে।
১০ টাকার কয়েন নিয়ে RBI এর বড় সিদ্ধান্ত! আপনার কাছে থাকলে জানুন
দেশীয় শিল্প গুলোকে চীনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে সাহায্য করবে এবং শুরু হবে মেড ইন ইন্ডিয়া সাথে মেড ইন চায়না প্রতিযোগিতা। বেকার যুবক যুবতীদের জন্য হবে স্থায়ী চাকরি। কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে ৬ মাসে মোট ৩০ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করবে। এমনটি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধেও আনবে কঠোর আইন। অতএব এই ৮৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Written By Tithi Adak.