Indian Post Office Recruitment – ভারতীয় ডাক বিভাগে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ, বেতন 19 হাজার 900 টাকা।
চাকরিপ্রার্থীদের জন্য আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সম্প্রতি Indian Post Office Recruitment বা ভারতীয় ডাক বিভাগের তরফে শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা জানাতে পারবেন আবেদন। নিয়োগ পদ্ধতিতে উল্লেখিত সকল ধাপে উত্তীর্ন হলেই নিয়োগপত্র হাতে পাবেন প্রার্থীরা। নিয়োগ পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিতভাবে জানানো হল।
Indian Post Office Recruitment কিভাবে আবেদন জানাতে হবে?
নিয়োগ পদের নাম-
১) মোটর ভেহিক্যাল ইলেক্ট্রিশিয়ান (MOTOR VEHICLE ELECTRICIAN).
২) মোটর ভেহিক্যাল মেকানিক (MOTOR VEHICLE MECHANIC).
মোট শূন্যপদের সংখ্যা- সংশ্লিষ্ট দুটি বিভাগে কর্মী নিয়োগের জন্য মোট শূন্যপদের সংখ্যা ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনী বা সমতুল্য পাশ হতে হবে। সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এবং বৈধ লাইসেন্সে সহযোগে যানবাহন চালানোয় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি যানবাহন রক্ষণাবেক্ষণের কাজে পারদর্শী হতে হবে।
আধার কার্ডের অফিসে সহযোগী কর্মী নিয়োগ, ছেলে মেয়ে সবাই আবেদন করুন।
বয়সসীমা– দুটি পদে আবেদনের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীগোষ্ঠীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হবে বয়সের ছাড়।
বেতন- সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন হিসেবে ১৯,৯০০ টাকা দেওয়া হবে। সঙ্গে মিলবে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারীদের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও ইন্টারভিউ নেওয়া হবে। এছাড়া অনলাইন টেস্টের মাধ্যমে উত্তীর্ন প্রার্থীদের জন্য মেধাতালিকা তৈরি করা হবে। সেই তালিকা অনুসারে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই পদে নিযুক্ত কর্মীদের ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীন ভারতীয় ডাক বিভাগে মেইল মোটর সার্ভিসে কাজ করতে হবে।
Indian Post Office Recruitment এ আবেদন পদ্ধতি- কেবলমাত্র অফলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন।
উল্লেখ্য, একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন জানাতে পারবেন।
তার জন্য আবেদনকারীকে নিয়ম অনুসারে নিজের বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটার কলমগুলি (প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা জাতিগত সংশাপত্রের প্রমাণ , সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর ইত্যাদি) বড় হরফে ইংরাজি ভাষায় পূরণ করতে হবে।
তারপর সেই বায়োডাটাতে আবেদনকারীর সাম্প্রতিক তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। শেষে আবেদনকারীর স্বাক্ষর এবং সকল প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি সংযুক্ত করে মুখবন্ধ খামে ভরে ডাক যোগে সঠিক স্থানে ও সময়ের মধ্যে পাঠাতে হবে। তবে প্রার্থী যে পদের জন্য আবেদন করছেন, সেই নাম সেই বায়োডাটাতে লিখতে হবে অর্থাৎ (Application for the post of………).
Indian Post Office Recruitment এ আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) বয়সের প্রমাণপত্র,
২) আধার কার্ড,
৩) ভোটার কার্ড,
৪) জাতিগত শংসাপত্রের প্রমাণ (যদি থাকে),
৫) বাসস্থানের প্রমাণপত্র,
৬) ড্রাইভিং লাইসেন্স,
৭) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার প্রমাণপত্র,
৮) রঙিন পাসপোর্ট সাইজের ছবি,
৯) অন্যান্য নথি।
আইডিবিআই ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, আবেদনের পদ্ধতি দেখে নিন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা-
‘The Manager, Mail Motor Service, GPO Compound, Civil Lines, Nagpur-440001
অফিশিয়াল ওয়েবসাইট-
www.indiapost.gov.in
বিজ্ঞপ্তি-
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_20022023_MMS_Eng.pdf
Indian Post Office Recruitment আবেদনের শেষ তারিখ- ১১ মার্চ, ২০২৩.
চাকরি সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
forhads933@gmail.com
Village Milanpally, p.o Milanpally, p.s njp, dist jalpaiguri, pin 735133
jaherulmdjaherul@gmail.com
tushardas6896@gmail.com
Rangajan borbil