রেলে ৩৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ। গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন
চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। খুব শীঘ্রই ভারতীয় রেলের তরফে প্রায় ৩৫ হাজার শূন্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুসারে। বিশ্বব্যাপী যেভাবে ক্রমাগত হারে মূল্যবৃদ্ধি বাড়ছে তাতে যথেষ্ট ভাবে প্রবাহিত হয়েছে বিশ্বের অর্থনীতি, আর এই মূল্যবৃদ্ধির প্রভাব থেকে বাদ যায়নি ভারতের অর্থনীতিও। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে যেমন ভাবে ভারতে মূল্যবৃদ্ধি বাড়ছে, ঠিক তেমনভাবেই মূল্যবৃদ্ধির ফলে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ক্ষেত্রের চাকরিও প্রভাবিত হচ্ছে। যার ফলস্বরূপ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে এবং ভারতীয় বিভিন্ন সংস্থার তরফে কর্মীদের ছাটাই করার প্রক্রিয়ায় শুরু করা হয়েছে। আর এইরূপ পরিস্থিতিতে ভারতীয় রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিদের রীতিমতো আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।
আর এই ৩৫,০০০ শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো ভারতীয় রেলের তরফে যে পদে কর্মীদের নিয়োগ করা হবে তা কোনোভাবেই চুক্তিভিত্তিক নয় অর্থাৎ আগামী দিনে প্রায় ৩৫ হাজার চাকরিপ্রার্থী ভারতীয় রেলের অধীনে স্থায়ী কর্মী হিসেবে চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি রেলের তরফে আরো জানানো হয়েছে যে, আগামী দিনে নন-টেকনিক্যাল গ্রেডে এই ৩৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। এছাড়াও ভারতীয় রেলের তরফে স্পষ্টতই জানানো হয়েছে যে, আগামী দিনে ৩৫ হাজার ২৮১ টি শূন্য পদে চাকরি-প্রার্থীদের নিয়োগ করা হবে অর্থাৎ শূন্যপদ সম্পর্কেও একটি স্পষ্ট ঘোষণা করা হয়েছে রেলের তরফে। যদিও বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, এই ৩৫ হাজার শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি এই প্রথম নয়, এর আগেও রেলের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাত্র ৬১ টাকায় মিলবে প্রচুর ডেটা, জিও এবং এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যান
ইতিপূর্বে ভারতের রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির উত্তরে প্রায় কয়েক লক্ষ চাকরিপ্রার্থী এই শূন্য পদগুলিতে চাকরির জন্য আবেদন করেছিলেন। আর এই আবেদনের ভিত্তিতে রেলের আরআরবি- এর ২১ টি জোনে চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিলো। ইতিমধ্যেই পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হলেও এখন পর্যন্ত সবগুলি জোনের রেজাল্ট প্রকাশ করা হয়নি রেলের তরফে। যদিও রেলের ২১ টি আরআরবি জোনের মধ্যে ১৭ টি আরআরবি এর পরীক্ষার ফলাফল রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। বাকি চারটি আরআরবি জোনের ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে, এমনটাই জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। আর এই বাকি জোনগুলির রেজাল্ট প্রকাশ করা হলেই যতো শীঘ্র সম্ভব নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে রেলের কর্তৃপক্ষের তরফে।
ভারতীয় রেল সূত্রের খবরে জানা গিয়েছে, বিগত সেপ্টেম্বর মাসে লেভেল-৬ নন-টেকনিক্যাল এর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিলো। এই গ্রেডে ৭ হাজার ১২৪ টি শূন্যপদ ছিলো। বর্তমানে যেসমস্ত চাকরিপ্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মেডিকেল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন-এর কাজগুলি সম্পন্ন করা হচ্ছে। তবে শুধু এক্ষেত্রে নয় ইতিপূর্বে যে ১৭ টি আরআরবি জোনের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেগুলিতে যেসমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের প্রত্যেকেরই মেডিক্যাল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন-এর কাজ গুলি সম্পন্ন করা হচ্ছে রেলের তরফে। যদিও এখনও পর্যন্ত কোনোক্ষেত্রেই কোনো চাকরি প্রার্থীকে নিয়োগ করা হয়নি, যার কারণে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলেন চাকরিপ্রার্থীরা। আর এবারে চাকরিপ্রার্থীদের সমস্ত দুশ্চিন্তা দূর করার জন্য জানানো হয়েছে যে, খুব শীঘ্রই এই সমস্ত শূন্যপদে কাদের নিয়োগ করা হবে তা সম্পর্কিত চূড়ান্ত ফলাফল জানানো হবে।
এই চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই সমস্ত প্রার্থীদের এই সমস্ত শূন্যপদগুলিতে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যদিও চলতি বছরের আর বেশি সময় বাকি নেই, তবুও জানা গিয়েছে যে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি অথবা মার্চ মাস নাগাদ এই ৩৫,২৮১ টি শূন্যপদে এই সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে রেলের তরফে। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির বাঁধ ভেঙেছে চাকরিপ্রার্থীদের। ওয়াকিবহল মহলের কর্তা ব্যক্তিদের মতে, রেলের তরফে এই ৩৫ হাজার ২৮১ টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হলে আগামীদিনে দেশের বেকার সমস্যা খানিকটা হলেও কমবে। যেসমস্ত চাকরিপ্রার্থীরা রেলের পরীক্ষাগুলি দিয়েছিলেন তারা বর্তমানে বাকি চারটি আরআরবি জোনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে কবে এই সমস্ত শূন্য পদগুলিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে রয়েছেন চাকরিপ্রার্থী সহ সমগ্র ভারতীয় জনগণ।