Railway Rules – ভারতীয় রেলের নতুন নিয়ম জারি হল। নিয়ম না মানলে কঠিন পদক্ষেপ।
Indian Railway Rules বা ভারতীয় রেলের কিছু নিয়ম সম্পর্কে আজকে আমরা জেনে নিতে চলেছি। এই সকল নিয়ম গুলি হয়তো অনেকেই যান বা এখনো হয়তো অনেকে জেনে উঠতে পারেননি। আমাদের দেশ প্রচুর জনবহুল দেশ। আর এই দেশে প্রতিদিন বহু মানুষ ট্রেনে যাতায়াত করে। এই ট্রেনে যাতায়াত করতে কার না ভালো লাগে। দূরে যাতায়াতের ক্ষেত্রে ট্রেনটাই বেস্ট অপশন। তবে এই ট্রেনে যাতায়াতের জন্য বেশ কিছু নিয়ম (Railway Rules) আছে।
Indian Railway Rules For Travel In Local Or Passenger Train.
সে গুলো কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই জেনে নিন নাহলে পড়তে পারেন বিপদে।এই নিয়ম গুলো না মানলে জরিমানা (Railway Rules For Penalty) হতে পারে আপনার অনেক টাকা। তাই এই গুরুত্বপূর্ণ নিয়ম গুলো জেনে রাখুন। এই সকল নিয়ম অনেকেদিন আগের থেকে ছহলে আসছে কিন্তু এখন এই সকল নিয়ম এখন আরও কড়া ভাবে পালন করতে হবে বলে মনে করা হচ্ছে।
টিকিট ছাড়া ভ্রমণে জরিমানা
রেলের নিয়ম (Railway Rules) অনুযায়ি কোনো ব্যক্তি যদি ট্রেনে টিকিট না কেটে ওঠে আর যদি ধরা পরে তাহলে সর্বোচ্চ 1000 টাকা এবং কমপক্ষে 250 টাকা জরিমানা বা 6 মাসের জেল হতে পারে। এছাড়াও যদি কোন যাত্রী এক কোচের টিকিট নিয়ে অন্য কোনো কোচে ভ্রমণ করেন। তাহলে টিকিটের (Train Ticket) মধ্যে যে দামের পার্থক্য আছে নিয়ে নেওয়া হয়। আর TTE দ্বারা অতিরিক্ত ফীও আরোপ করা হয়। ধরুন করুন কোনো একজন ব্যক্তি স্লিপার কোচের টিকিট নিয়েছেন এবং একটি এসি কোচে ভ্রমণ করছেন।
মদ্যপান করে ভ্রমন
কোন ব্যক্তি মদ খেয়ে ট্রেনে ভ্রমণ করলে 500 টাকা জরিমানা করা হয়। আর 6 মাসের জেল ও হতে পারে। মদ্যপান করা ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারে। আর ট্রেনের মধ্যে কোন ধরণের মাদক পদার্থ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বড় সড় কোন আইনত ব্যবস্থাও (Railway Rules) নেওয়া হতে পারে। আর নিজের স্বাস্থ্যের জন্যও এই মদ্যপান করা একদমই উচিত নয়।
পরিচয় পত্র ছাড়া ভ্রমণ
যদি একজন ব্যক্তি অনলাইনে টিকিট (Online Ticket Booking) বুক করে থাকে আর যদি যাত্রার সময় পরিচয়পত্র বহন না করে থাকেন তাহলে TTE তাকে টিকিট বিহীন বলে বিবেচনা করতে পারেন এবং জরিমানা করতে পারেন। যদি কোন ব্যক্তি কোনো বৈধ কারণ ছাড়া ট্রেনের চেন টানেন তাহলেই সেই ব্যক্তি কে অভিযুক্ত হিসেবে ধরা হবে। এর ফলে সেই ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা (Railway Rules) বা এক বছরের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।
পেনশন গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত সরকারের। ফেব্রুয়ারি থেকেই কার্যকর।
ধুমপানের জন্যে জরিমানা
রেলে ধুমপান (Smoking) করা নিষিদ্ধ লেখা থাকে। তাও যদি কেউ ধুমপান করা অবস্থায় ধরা পরে তাহলে 200 টাকা জরিমানা করা করা হবে। উপরোক্ত এই সব নিয়ম (Railway Rules) ট্রেনে ভ্রমণকরা কালীন মেনে চলতে হবে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আর এরফলে আপনার অনেক টাকা বেচে যাবে। এই নিয়ম আপনারা সব সময় মেনে চলবেন।
Written by Ananya Chakraborty.
এলআইসি এর দুর্দান্ত পলিসি! 200 টাকা বিনিয়োগে প্রতিমাসে পাবেন 15 হাজার টাকা পেনশন।