ট্রেন্ডিং

Indian Railway – আজ থেকে 10 দিনের জন্য বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা, দেখে নিন তালিকা।

অফিসে কাজের জন্য নিত্যদিন Indian Railway এর লোকাল ট্রেনই ভরসা। কিন্তু এবার সেই গন্তব্যপথে সমস্যার সম্মুখীন হতে হবে যাত্রীদের। কয়েকদিন আগেও সিগন্যালিং এর সমস্যার জন্য ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। তবে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর বাড়ি ফেরার সময় যদি যান্ত্রিক ত্রুটি বা অন্যান্য সমস্যার কারণে দেরি হয়, তাহলে শারীরিক কষ্ট আরো বাড়ে। সম্প্রতি রেলের তরফে ঘোষণা করা হয়েছে, বেশ কিছুদিন বাতিল থাকবে কয়েকটি শাখার কিছু সংখ্যক ট্রেন। তাই আগে থেকে জেনে নেওয়া যাক, কবে থেকে বাতিল থাকছে ট্রেন? কোন কোন শাখার যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে?

Indian Railway এর মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়ও নিয়ন্ত্রণ করা হয়েছে, বিস্তারিত জানুন।

ইতিমধ্যেই পূর্ব রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ (15 জুন) থেকে বাতিল থাকছে একাধিক শাখার ট্রেন।
কোন কোন শাখা?
ডানকুনি, শিয়ালদা ও বারুইপুর থেকে ছাড়া একাধিক ট্রেন বাতিল করার পরিকল্পনা করা হয়েছে।
ঠিক কোন কারণে বাতিল থাকছে ট্রেন? Indian Railway এর তরফে জানানো হয়েছে, 15 জুন থেকে 19 জুন ও 25 জুন থেকে 29 জুন পর্যন্ত 4 ঘণ্টা ট্রেন চলাচল ব্যহত হবে, ডানকুনি-খড়গপুর সেকশনের ওভারব্রিজের কাজের জন্য। পাশাপাশি বেশ কিছু মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেনও নিয়ন্ত্রণ করা হয়েছে এবং কিছু ট্রেনকে ঘুরপথে চালানোরও সিদ্ধান্ত নিয়েছে রেল।

Indian Railway এর তালিকায় কোন কোন ট্রেন রয়েছে?
ডানকুনি থেকে ছাড়া 2 টি ট্রেন বাতিল করা হয়েছে।
শিয়ালদহ থেকে ছাড়া 3 টি ট্রেন ও বারুইপুর থেকে ছাড়া 1 টি ট্রেন বাতিল করা হয়েছে।
ডানকুনি থেকে ছাড়া 32248 ডানকুনি-শিয়ালদা লোকাল- এই ট্রেনটি ডানকুনি স্টেশন থেকে রাত 8টা 32 মিনিটে ছাড়ে এবং শিয়ালদহে রাত 9টা বেজে 20 মিনিটে পৌঁছায়।
32250 ডানকুনি-শিয়ালদা লোকাল- এই ট্রেনটি ডানকুনি থেকে রাত 10টা 31 মিনিটে ছাড়ে এবং শিয়ালদা পৌঁছায় রাত 11 টা 20 মিনিটে।

সময়ের আগেই সেরে ফেলুন জরুরি কাজ, ব্যাংকে নয়া নিয়ম চালু করা হচ্ছে, কোন কোন সমস্যার মুখে গ্রাহকেরা?

এছাড়া 32245 শিয়ালদা- ডানকুনি লোকাল- ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যে 7 টা 7 মিনিটে ছাড়ে এবং ডানকুনি স্টেশনে পৌঁছয় রাত 7টা 50 মিনিটে।
32247 শিয়ালদা- ডানকুনি লোকাল- এই ট্রেনটি শিয়ালদহ থেকে রাত 9টা 34 মিনিটে ছাড়ে এবং ডানকুনিতে পৌঁছয় রাত 10টা 17 মিনিটে।
32413 শিয়ালদা- বারুইপাড়া লোকাল- ট্রেনটি শিয়ালদহ থেকে রাত 8 টা 42 মিনিটে ছাড়ে এবং বারুইপাড়াতে পৌঁছায় রাত 9টা 50 মিনিটে।

বারুইপাড়া থেকে ছাড়বে, একটি ট্রেন 15 জুন থেকে 19 জুন ও 25 জুন থেকে 29 জুন পর্যন্ত, মোট 10 দিনের জন্য বাতিল করা হয়েছে।
32414 বারুইপাড়া- শিয়ালদা লোকাল- ট্রেনটি বারুইপাড়া থেকে রাত 10 টা 50 মিনিটে ছাড়ে এবং শিয়ালদহে পৌঁছায় 11টা 50 মিনিটে। এবার আসা যাক কোন কোন মেল এবং এক্সপ্রেস ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছে?

নেই ঝড়বৃষ্টি, ফের বাড়ছে গরম, স্কুলের গরমের ছুটি ও স্কুল খোলার তারিখ নিয়ে পর্ষদের বিজ্ঞপ্তি।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই সময় 12254 অঙ্গ এক্সপ্রেস- 90 মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। 15228 মুজাফরপুর SMVT এক্সপ্রেস- 19 ও 26 জুন 90 মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। 22202 পুরী- শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস- আগামী 21, 23, 30 জুন ও 2 জুলাই 90 মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।
22214 পাটনা- শালিমার দুরন্ত এক্সপ্রেস- আগামী 21, 23, 30 জুন ও 2 জুলাই 10 মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *