প্যান কার্ড থাকলেই পাচ্ছেন ৫ লক্ষ টাকা পার্সোনাল লোন, জেনে নিন সহজ আবেদন প্রক্রিয়া
Personal Loan Online Apply

বর্তমানে ব্যাংক বা আর্থিক সংস্থা গুলির কাছ থেকে প্যান কার্ডের মাধ্যমে পার্সোনাল লোন পাওয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে। আপনি অনলাইনে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাক্তিগত লোনের জন্য আবেদন করতে পারেন। এই প্রতিবেদনে আমরা জানাব কীভাবে আপনি সহজে এই সুবিধা নিতে পারেন, কোন শর্তাবলী রয়েছে এবং কোন ব্যাংক বা NBFC র মাধ্যমে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
প্যান কার্ডেই মিলছে ৫ লক্ষ টাকা পার্সোনাল লোন
- আবেদনকারীর বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে
- একটি স্থায়ী আয় থাকতে হবে
- আবেদনকারীর কাছে বৈধ প্যান কার্ড এবং আধার কার্ড থাকতে হবে
- ভালো CIBIL স্কোর প্রয়োজন
কোন কোন ব্যাংক বা NBFC এই পরিষেবা দিচ্ছে?
HDFC Bank, ICICI Bank, Bajaj Finserv, Tata Capital, Pay Sense, Kredit Bee, Money Tap, এই সংস্থা গুলি বেশিরভাগ ক্ষেত্রেই কাগজ পত্র ছাড়া আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। এরই সঙ্গে অনেকেই আছেন যারা নিজেদের শখ পূরণ করার জন্য এই রকমের ঋণ নিয়ে থাকে এবং এর মাধ্যমে অনেকটাই সুবিধা পেয়েছেন অনেকেই।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
- অফিসিয়াল ওয়েবসাইটে যান
- পার্সোনাল লোন অপশন নির্বাচন করুন
- “Apply Now” বা “Instant Personal Loan” অপশনে ক্লিক করুন
- আপনার নাম, মোবাইল নম্বর, প্যান নম্বর, জন্ম তারিখ ইত্যাদি তথ্য দিন
- প্রয়োজন অনুযায়ী KYC ভেরিফিকেশন সম্পন্ন করুন
- লোন অ্যামাউন্ট ও রেপেমেন্ট টার্ম সিলেক্ট করুন
- আবেদন সাবমিট করুন
- যদি আপনার যোগ্যতা মেনে নেওয়া হয়, তবে কয়েক মিনিটের মধ্যেই প্রি-অ্যাপ্রুভড লোন অফার পাবেন।
কত সুদের হারে লোন মিলছে?
সাধারণত এই ধরনের পার্সোনাল লোনের উপর সুদের হার হয়ে থাকে ১০.৫% থেকে ২৪% পর্যন্ত। সুদের হার নির্ভর করে – আপনার CIBIL স্কোর, মাসিক ইনকাম, কোম্পানির টাইপ,পূর্বে নেওয়া লোনের রেপেমেন্ট হিস্ট্রি। প্যানের মাধ্যমে আবেদন করলে সুবিধা হল – দ্রুত আবেদন ও অনুমোদন, কাগজপত্র কম লাগে, ইনস্ট্যান্ট লোন ডিপোজিট, সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া, EMI অপশনে সহজ রেপেমেন্ট।
৫০০ টাকার জাল নোট চেনার উপায় জানালো RBI – জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
সাবধানতার বিষয় গুলো
এই ধরনের লোন নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন – কেবল মাত্র RBI অনুমোদিত NBFC বা ব্যাঙ্ক থেকেই লোন নিন, খুব বেশি সুদের হার বা হিডেন চার্জ রয়েছে কি না যাচাই করুন, লোন নেওয়ার আগে Terms & Conditions ভালোভাবে পড়ুন, সময় মতো EMI না দিলে CIBIL স্কোর খারাপ হতে পারে। সকল তথ্য জেনে তবেই ঋণ নেওয়া উচিত, আর দরকার না হলে ঋণের থেকে দূরে থাকাই শ্রেয়।



