চাকরির প্রস্তুতি

ITBP তে মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, হাতে মাত্র 2 দিন, সম্পূর্ণ তথ্য দেখে আজই করুন আবেদন।

চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ। সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল ITBP তে। কেবলমাত্র মাধ্যমিক পাশেই করতে পারবেন আবেদন। বিরাট সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। কোন দফতরে বা কোন সংস্থার অধীন বা কোন ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে? নিয়োগ পদের নাম, বয়সসীমা আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে।আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেও করা যাবে আবেদন।

ITBP এর সম্পূর্ণ নাম Indo-Tibetan Border Police.

নিয়োগকারী দফতরের নাম- মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স (MHA) এর মাধ্যমে ITBP (ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ),
নিয়োগ পদের নাম- কনস্টেবল (ড্রাইভার)।
মোট শূন্যপদের সংখ্যা- ৪৫৮ টি (সাধারণ- ১৯৫ টি, এস সি- ৭৪ টি, এস টি- ৩৭ টি, ওবিসি – ১১০ টি, ইডবলুএস- ৪২ টি)।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে এই পদে আবেদন জানাতে গেলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি ভারী যানবাহনের একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে।

বয়সসীমা- সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারীর বয়স, জন্ম তারিখ হিসেবে হবে ২৭ জুলাই, ১৯৯৬ সাল থেকে ২৬ জুলাই, ২০০২ সালের মধ্যে।
আবেদন পদ্ধতি- কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।

ভারতীয় রেলে বিভিন্ন পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, মাসিক সর্বোচ্চ বেতন 30000 টাকা।

অফিশিয়াল ওয়েবসাইট লিংক- recruitment.itbpolice.nic.in
এরপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীর নাম, বৈধ মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইত্যাদি প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে দিতে হবে আবেদন ফি। এরপর ‘submit’ বাটনে ক্লিক করতে হবে।
আবেদন ফি-
Geneসাধারণ ক্যাটাগরির আবেদনকারীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা। তাছাড়া এসসি বা এসটি প্রার্থীদের আবেদন ফি লাগবে না।
উল্লেখ্য, অনলাইনের মাধ্যমেই আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি-
১) লিখিত পরীক্ষা,
২) প্রাকটিক্যাল স্কিল টেস্ট,
৩) শারীরিক দক্ষতা পরীক্ষা (PET),
৪) শারীরিক মান পরীক্ষা (PST),
৫) আসল ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া বা Verification of Original
Documents (Documentation),
৬) মেডিক্যাল পরীক্ষা/ রিভিউ মেডিক্যাল পরীক্ষা Detailed Medical Examination (DME) / Review Medical Examination (RME)

8000 শূন্যপদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, কিভাবে আবেদন করবেন? কারা যোগ্য?

আবেদনের শেষ তারিখ- ২৬ জুলাই, ২০২৩.
আরো বিশদে জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে চেক করতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট- https://recruitment.itbpolice.nic.in/
চাকরি সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *