ট্রেন্ডিং

LPG Gas: রান্নার গ্যাস 450 টাকায় পাবে নাগরিকরা! সরকারের তরফে বড় ঘোষণা

নতুন বছর শুরু হয়েছে মাত্র কিছু দিন হয়েছে আর এরই মধ্যে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নিয়ে বড় খবর নাগরিকদের জন্য। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রত্যেক মাসেই কিছু না কিছু বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতির জন্য প্রত্যেকটি ব্যক্তির মাসিক খরচের পরিমাণও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত মানুষের পকেটের অবস্থা একদমই গড়ের মাঠ (Liquefied Petroleum Gas).

Get LPG Gas at Very Cheap Price

এই মুদ্রাস্ফীতির সময়ই আম জনতার জন্য খুশির খবর, বর্তমানে সংসারের সব থেকে বড় অপরিহার্য অঙ্গ গ্যাস সিলিন্ডার। আর এবারে মাত্র ৪৫০ টাকায় পেয়ে যাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। দাম কমলে মধ্যবিত্ত পরিবারের মানুষের পকেটের চাপ অনেকটাই হালকা হবে সেটাই বলাই বাহুল্য। BPL রেশন কার্ড গ্রাহক মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনা নিয়ে এসেছে কেন্দ্র সরকার।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস

দেশের কোটি কোটি গরীব মহিলারা নিজেদের বাড়ির মানুষদের জন্য খাবার বানানোর জন্য কাঠ, কয়লা দিয়ে আগুন জ্বালাতেন এবং এই কারণের জন্য সকলেরই অনেক ধরণের স্বাস্থ্য সমস্যা দেখা দিত। এই জন্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেকটাই সুবিধা হয়েছে সকলের। সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্যের অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা জানিয়েছেন।

রান্নার গ্যাস সিলিন্ডার ৪৫০ টাকায়!

ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA Alliance) রাজ্যের নাগরিকদের জন্য 450 টাকা হারে ভর্তুকি যুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদান করবে। বর্তমানে ঝাড়খণ্ডের আমজনতা ৮৬০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার কিনে থাকেন। ঝাড়খণ্ডের নেতা বিধানসভা নির্বাচনের সময় জানিয়েছিন, ৪৫০ টাকা হারে গ্যাস সিলিন্ডার সরবরাহের সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণটা নির্ভর করবে ইন্ডিয়া জোটের উপর।

Bangla Shasya Bima (বাংলা শস্য বীমা)

একটা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইন্ডিয়া জোটের সাথে আলোপ আলোচনার মাধ্যমে। যদি ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়, তাহলে ঝাড়খন্ডের নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলোর আর্থিক বোঝা অনেকটাই লাঘব হবে। এখনো পর্যন্ত কবে থেকে ৪৫০ টাকা দামের রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে সেই ব্যাপারে সরকারি কোনো নির্দেশ দেওয়া হয়নি।

এখন SBI সুরক্ষিত নয়? সুপ্রিম কোর্টের তরফে বড় পদক্ষেপ

যাতে খুব শীঘ্রই এই সিদ্ধান্ত গ্রহণ করা যায়, সেই দিকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝাড়খণ্ডের দরিদ্র ও মধ্যবিত্ত আম জনতার কাছে এই খবর অনেকটাই খুশির কারণ হবে যেহেতু গ্যাস সিলিন্ডার পিছু মাসিক আর্থিক বোঝা অনেকটাই হ্রাস পাবে। আর এই সুবিধা শুরু হলে ঝাড়খণ্ডেই হবে, দেশের বাকি রাজ্যের মানুষদের তেমন সুবিধা হবে না। বাকি সকল রাজ্য সরকারের কি এই সিদ্ধান্ত নেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Shampa debnath

Related Articles