টেলিকম

ভারতে Mobile Recharge এর খরচ 25% বাড়বে! রিচার্জ করতে কত বেশি খরচ হবে?

এখনকার দিনে মোবাইল ফোন ছাড়া কোন কাজ করাই অসম্ভব। কিন্তু এবারে Mobile Recharge এর খরচ একধাক্কায় বাড়তে চলেছে বলে অনুমান করছেন অনেকে, এই নিয়ে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই দৈনন্দিন জীবনে ব্যবহার করা সকল জিনিসের দাম অনেকটাই বৃদ্ধি (Recharge Tariff Hike) পেয়েছে। আর যেহেতু এখনকার দিনে ইন্টারনেট (Mobile Internet) ছাড়া কোন কাজই সম্ভব নয় সেই জন্য সকলকেই প্রতিমাসে টাকা খরচ করতে হয়।

Reliance Jio Bharti Airtel Mobile Recharge Tariff Hike.

কিন্তু আর কিছুদিনের মধ্যেই সারা দেশে সকল বড় বড় টেলিকম কোম্পানি তাদের Mobile Recharge এর খরচ ২৫% পর্যন্ত বাড়াতে চলেছে। এমনটাই দাবি করা হয়েছে ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটেলের এক রিপোর্টে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে যে, টেলিকম সংস্থা গুলো আবার শুল্ক (Tax) বৃদ্ধির পথে হাঁটতে চলেছে। সে কারণেই ফোনের বিল (Mobile Recharge Bill) বাড়তে পারে।

রিলায়েন্স জিও ভারতি এয়ারটেল মোবাইল রিচার্জ খরচ বাড়ল

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, খুব তাড়াতাড়ি 25% Mobile Recharge Bill বাড়াতে পারে টেলিকম সংস্থা গুলো। রিপোর্টে উল্লেখ করা হয়েছে 5G বিনিয়োগের পর লাভজনকতা উন্নত করার লক্ষ্যে এই বৃদ্ধি অর্থবহ। সেখানে আরো বলা হয়েছে বিল বৃদ্ধি শহরে ও গ্রাম দুই এলাকার ব্যবহারকারীদের পক্ষে সুবিধাজনক হবে। জানা গিয়েছে শহুরে পরিবার গুলোর জন্যে টেলিকম ক্ষেত্রে মোট ব্যায়ের 3.2% থেকে 3.6% বৃদ্ধি পাবে।

মোবাইল রিচার্জের কত টাকা খরচ বাড়তে পারে?

আর গ্রামে বৃদ্ধি পাবে 5.2% থেকে 5.9%. রিপোর্টে আরো বলা হয়েছে Reliance Jio তে হবে পারে 26 টাকা আর Bharti Airtel 29 টাকা। মার্চের শেষের ত্রৈমাসিকে জিওতে টেলিকম অপারেটর্স অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) ছিল 181.7 টাকা। 2023 সালে অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতী এয়ারটেলে এই অঙ্কটা ছিল 208 টাকা এবং VI তে ছিল 145 টাকা (Mobile Recharge). মার্চের ত্রৈমাসিকের হিসেব এখন প্রকাশ করেনি এয়ারটেল ও VI.

দেশের বেশিরভাগ জায়গায় Jio True 5G & Airtel 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে। প্রতিদিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। দ্রুতগতির ইন্টারনেট পরিষেবার চাহিদাও বাড়ছে অনেক এবং স্মার্টফোনের চাহিদা ও বাড়ছে অনেক। আর এই আবহে Mobile Recharge বাড়লে দেশের এক বড় জনগোষ্ঠীর উপরে এর প্রভাব পড়বে।

Google Pay (গুগুল পে)

কিন্তু এই মোবাইল ব্যবহারের খরচ (Phone Bill) বৃদ্ধি সম্পর্কে এখনো পর্যন্ত কোন ধরণের অফিসিয়াল সিদ্ধান্ত ঘোষণা করেনি দেশের সকল তাবড় তাবড় টেলিকম কোম্পানি গুলো। কিন্তু অনেকদিন আগেও এই সম্পর্কে কিছু খবর প্রকাশিত হয়েছিল এবং অনেকেই মনে করছেন যে শেষমেশ এই খরচ বৃদ্ধির ফলে ঘুরে ফিরে গ্রাহকদের পকেটে টান পরতে চলেছে বলে মনে করা হচ্ছে।

স্টেট ব্যাংকে FD করা থাকলে নিশ্চিন্ত! গ্রাহকদের চিন্তার অবসান

আবার এদিকে লোকসভা ভোট চলছে। এখন 3 দফায় ভোট বাকি আছে। আর এই আবহে ফোনের বিল বৃদ্ধির (Mobile Recharge) এই রিপোর্ট আরো এক মাত্রা যোগ করল ভোট আবহে বলে মনে করছে অনেকে। তাহলে কি এবার ভোটের পরেই বেড়ে যাবে মোবাইলের খরচ? আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *