জিও ধামাকা অফার। নতুন বছর উপলক্ষ্যে জিও লঞ্চ করলো এই নতুন অফার
নতুন বছরের রিলায়েন্স জিওর তরফে গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে এক নতুন অফার। বরাবরই গ্রাহকদের কথা মাথায় রেখে রিলায়েন্স জিওর পক্ষ থেকে বিভিন্ন ধরনের অফার লঞ্চ করা হয়ে থাকে, তবে এবারে এই নতুন অফারে যেকোনো গ্রাহক মাত্র ১ টাকাতেই পেয়ে যাবেন ১ জিবি ডেটা। তবে শুধুমাত্র ১ টাকা রিচার্জ করলেই হলো না, রিচার্জের ক্ষেত্রে রিলায়েন্স জিওর কর্তৃপক্ষের তরফে বেশ কতোগুলি শর্ত আরোপ করা হয়েছে।
জিওর তরফে জানানো হয়েছে যে, যেসকল গ্রাহকরা ১ টাকার বিনিময়ে ১ জিবি ডেটার সুবিধা নিতে চান তাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, অন্যকোনো পেমেন্ট অ্যাপের মাধ্যমে এই পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে না। অন্যদিকে, এও জানানো হয়েছে যে, ১ টাকার বিনিময়ে কোনো গ্রাহক এই রিচার্জ প্যাকটি কিনলে তাতে কোনোরকম কলের সুবিধা পাবেন না, এই রিচার্জে করলে শুধুমাত্র ডেটা ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা।
১. মাত্র ১ টাকার বিনিময় ১ জিবি ডেটার এই নতুন অফারটি উপভোগ করার ক্ষেত্রে গ্রাহকদের প্রথমেই জিও কেয়ার এর চ্যাটবটটি খুলে নিতে হবে এবং 7000770007 নম্বরে হাই লিখে পাঠাতে হবে।
২. এরপর Jio Sim Recharge লিখে Recharge for a Friend অপশনটি সিলেক্ট করতে হবে।
৩. এবারে যে জিও নম্বরের জন্য আপনি রিচার্জ করতে চান সেই নম্বরটি সঠিকভাবে সঠিক স্থানে লিখতে হবে।
৪. উপরোক্ত প্রক্রিয়াটি সম্পন্ন করলে আপনার সামনে জিওর সমস্ত রিচার্জগুলি চলে আসবে। এর মধ্যে থেকে আপনাকে ১ টাকায় ১ জিবি ডেটার অফারটি বেছে নিতে হবে।
৫. সবশেষে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই উক্ত গ্রাহক এই অফারের সুবিধা নিতে পারবে।
SBI এর নিয়মে আনা হলো বড়ো পরিবর্তন। এবার থেকে একাউন্টে রাখতে হবেনা কোনো মিনিমাম ব্যালেন্স
তবে গ্রাহকদের সুবিধার্থে জানিয়ে রাখি, যে নম্বর থেকে গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন সেই ফোন নম্বরটি যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংকড থাকে তবেই একজন গ্রাহক এই অফারটির সুবিধা নিতে পারবেন। এক্ষেত্রে পেমেন্টের পূর্বে হোয়াটসঅ্যাপের তরফে ভেরিফিকেশন করা হবে এবং ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই তবেই আপনি পেমেন্ট করতে পারবেন। সুতরাং, যদি আপনার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংকড নম্বর দুটি আলাদা হয় তবে আপনি কোনোভাবেই রিচার্জের সুবিধা নিতে পারবেন না।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে হোয়াটসঅ্যাপের তরফে গ্রাহকদের জন্য Payments অপশনের মাধ্যমে পেমেন্টের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছিলো। আর তারপর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পেমেন্টের বিষয়টি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় করার জন্য নানাধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে। হোয়াটসঅ্যাপের পেমেন্টস ফিচারটির জনপ্রিয়তা বাড়াতে কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নতুন অফার কার্যকরী করা হয়েছে বলেই মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে।