টেক নিউজ

Jio Phone 5G: জলের দামে Jio 5G স্মার্টফোন বাজারে আনল! গ্রাহকদের জন্য খুশির খবর

জিও তাদের গ্রাহকদের জন্য জলের দরে Jio Phone 5G ফোন নিয়ে হাজির হল। বর্তমানে দেশের অনেক জায়গায় Jio TRUE 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে। জিও ছাড়াই দেশের বড় বড় টেলিকম সংস্থা গুলো যেমন – Bharti Airtel তাদের Airtel 5G পরিষেবা চালু করে দিয়েছে। কিন্তু এই সকল কোম্পানিরা 5G পরিষেবা দেশের সর্বত্র চালু করলেও গ্রাহক সংখ্যা এখনো অনেক কম। তাই গ্রাহক সংখ্যা বাড়াতে এবার উদ্যোগ নিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও।

Jio Phone 5G Smartphone Price & Specifications

দেশের নাগরিকদের 5G পরিষেবায় আনার জন্যে জিও, এয়ারটেল বিভিন্ন ধরনের অফার দিয়ে যাচ্ছে। তবে এই দুই সংস্থা 5G পরিষেবা লঞ্চ করলেও 5G-র জন্য নির্দিষ্ট কোনো আলাদা করে প্ল্যান লঞ্চ করেনি। নির্দিষ্ট করে দেওয়া কিছু 4G প্ল্যান রিচার্জ করলেই গ্রাহকরা Unlimited 5G সুবিধা পাচ্ছে। কিন্তু তাও লক্ষ্যমাত্রায় পৌছানো যাচ্ছে না। লক্ষ্যমাত্রায় না পৌছানোর মূল কারন হল 5G Smartphone না ব্যবহার করা। আর এই জন্যই Jio Phone 5G বলে মনে করছেন অনেকে।

Jio গ্রাহকদের জন্য 5G ফোন আনল

এখনো অনেক গ্রাহক 5G স্মার্টফোন ব্যবহার করে না। এর মূল কারন হল 5G স্মার্টফোনের দাম। 4G স্মার্টফোনের তুলনায় 5G স্মার্টফোনের দাম অনেকটাই বেশি। তাই মানুষ ফোন কিনলেও সবাই 4G ফোনই কিনছে। তবে এবার এই সমস্যা দূর করবে জিও। কারন রিলায়েন্স জিও এখন জলের দরে বাজারে আনতে চলেছে Jio Phone 5G Smartphone. অন্যান্য যে কোন মোবাইল সংস্থার দামের থেকে এই ফোনের দাম কম হবে বলেই দাবি করা হচ্ছে।

Jio Recharge (জিও রিচার্জ প্ল্যান)

JIO 5G Smartphone

জিওর Jio Phone 5G বাজারে আসা নিয়ে যা জানা যাচ্ছে খুব সম্ভবত আগামী 29 শে আগস্ট নতুন ফোন লঞ্চ করা হতে পারে। এই ফোনটির অপারেটিং সিস্টেম (OS) এমনভাবে তৈরি করা হয়েছে যা ভারতীয় নাগরিকদের ব্যবহারে খুব সুবিধা হবে। এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম এর নাম প্রগতি (Pragati OS by Jio). অনুমান করা হচ্ছে এই স্মার্টফোনটির দাম শুরু হতে পারে 8 হাজার থেকে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের সতর্ক করলো RBI. ভুল করলেই জেল নিশ্চিত!

এই স্মার্টফোনের একটি ভেরিয়েন্ট থাকবে এমন নয়। এই ফোনের অনেক ধরনের ভেরিয়েন্ট থাকবে। এক্ষেত্রে এই Jio Phone 5G-র শুরুর দিকে দাম 8000 হলেও টপ মডেলের দাম 12000 হতে পারে। এই ফোনের সবচেয়ে কম দামি অর্থাৎ বেস মডেলের ক্ষেত্রে 4 GB RAM এবং টপ মডেলের ক্ষেত্রে 6 GB RAM থাকতে পারে। এছাড়াও থাকবে সারে 6 Inch HD Display. 13+2 MP Rare Camera এবং 8 MP Selfie Camera, 32 GB Internal Storage, Qualcomm Snapdragon 480 এবং 5000 mAh-র ব্যাটারি।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *