Jio Recharge – হাতখরচের টাকায় ১৩টি OTT Subscription সহ দিচ্ছে Jio. সীমিত সময়ের এই অফার!
টেলিকম বাজারে নিজেদের Jio Recharge প্ল্যানের মাধ্যমে যেভাবে রিলায়েন্স জিও নিজেদের আধিপত্য বিস্তার করেছে তা বলাই বাহুল্য। প্রতিনিয়ত নতুন নতুন অফার ও সুযোগ সুবিধা নিয়ে আসছে জিও (Jio). আর যত দিন যাচ্ছে প্রযুক্তি, অফার, সুযোগ সুবিধার লড়াইতে অন্য টেলিকম সংস্থা Bharti Airtel ও VI (Vodafone Idea) কে তত পেছনে ফেলে এগিয়ে চলছে জিও। এতো কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্যে জিওর (Reliance Jio) জনপ্রিয়তা বেড়েছে আর তার সাথে বেড়েছে গ্রাহক সংখ্যা।
Reliance Jio Recharge Plan in Just Rupees 400.
২৭শে ডিসেম্বর ২০১৫ সালে রিলায়েন্স জিওর আত্মপ্রকাশ ঘটে মুকেশ আম্বানির (Mukesh Ambani) হাত ধরে। এই কোম্পানির মূল উদ্দেশ্য ছিলি দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের কম খরচে রিচার্জ প্ল্যানের (Jio Recharge) সুবিধা প্রদান করা। যার মাধ্যমে সকলে খুবই কম খরচে ইন্টারনেটের (Internet) ব্যবহার শুরু করতে পারেন এবং ডিজিটাল ইন্ডিয়া (Digital India) কর্মসূচী দেশে সফল হয়।
Jio ধামাকা প্ল্যান শুরু!
রিলায়েন্স জিও এখন দেশের নম্বর 1 টেলিকম সংস্থা। এই টেলিকম সংস্থা তাদের পরিষেবা লঞ্চ করার আগে পর্যন্ত ভারতীয় নাগরিকদের 1 GB ডেটা খরচ করার জন্যে অন্তত পক্ষে খরচ করতে হত 250 টাকা। এখন এই টাকাতেই 1.5 GB ডেটার পাশাপাশি মিলছে Unlimited Calling ও SMS এর সুবিধা। রিলায়েন্স জিও মাঝে মধ্যেই নানা সুবিধা নিয়ে আসে আর এর মধ্যে আর একটি Jio Recharge Plan লঞ্চ করা হয়েছে যেখানে থাকছে দারুন সব অফার তাও 400 টাকার কমে।
রিলায়েন্স জিও ধামাকা প্ল্যানের সুবিধা
এই Jio Recharge প্ল্যানটি সেই সব গ্রাহকদের কাছে একেবারে ধামাকা অফার যারা OTT প্ল্যাটফর্মে সময় কাটাতে ভালোবাসেন। কারন এই নতুন প্ল্যানটিতে থাকছে 13টি OTT প্ল্যাটফর্ম এর Subscription এর পাশাপাশি প্রতিদিন 2 GB ডেটা ও 6 GB ডেটা আবার এক্সট্রা। জিও এর তরফ থেকে লঞ্চ করা এই নতুন প্ল্যানটিতে খরচ করতে হবে 398 টাকা।
398 Rupees Jio Recharge Plan
এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন 2 GB করে ডেটা ও 100 টি SMS এর সুবিধা এবং আনলিমিটেড কল এর সুবিধা দেওয়া হবে। এই প্ল্যানটির মেয়াদ 28 দিন। বর্তমান অফার চলাকালীন 6 GB ডেটা ফ্রি তে দেওয়া হচ্ছে। আর এর সাথে থাকছে OTT Platform যেমন Sony LIV, Zee5, Jio Cinema Premium, LionsgetPlay, Discovery Plus, SunXT, Planet Marathi, Choupal, Docubay, Epic On, Hoichoi, Fan Code, Jio TV, আর রয়েছে Jio Cloud.
শেয়ার বাজারে বৃদ্ধির প্রবল সম্ভাবনা! জুনের আগেই বিনিয়োগ করে ফেলুন
Jio Recharge with Disney + Hotstar
অপর দিকে যে সব গ্রাহকদের OTT প্ল্যাটফর্ম পছন্দ নয় কিন্তু ডিজনি প্লাস হট স্টার পছন্দ তাদের জন্যে আর একটি রিচার্জ প্ল্যান লঞ্চ হয়েছে। যার মূল্য 388 টাকা। এই রিচার্জ প্ল্যানটির মেয়াদ 28 দিন তবে Disney + Hotstar এর Subscription দেওয়া হয়েছে 90 দিনের জন্যে। এই প্ল্যানটিতে জিও টিভি, জিও ক্লাউড, ও জিও সিনেমা ব্যবহার করার সুযোগ রয়েছে।
Written by Ananya Chakraborty.