টেলিকম

Jio Special Offer: কম দামে স্পেশাল অফার নিয়ে এল জিও। কতদিন এই অফার চলবে?

রিলায়েন্স জিও (Reliance Jio) বরাবরই গ্রাহকদের জন্য অনেক অফার (Jio Special Offer) নিয়ে আসে। আর কম খরচে ভালো পরিষেবা পাওয়ার জন্য অনেকেই জিওকে বেছে নিয়েছেন এবং অনেকেই বর্তমানে জিও ছেড়ে BSNL Port করে যাচ্ছেন। যদিও কিছু মাস আগেই জিও রিচার্জ প্ল্যানের দাম অত্যধিক বাড়িয়েছিল যা সাধারণ মানুষের কাছে অনেকটাই সমস্যার হয়েছিল, এটি ছিল পোর্ট করার মূল কারণ।

Jio Special Offer for Customers

কিন্তু জিওতে যে সুবিধা গুলো পাওয়া যায় বা জিও নেটওয়ার্ক দুর্দান্ত তাই অনেকেই এখনো পর্যন্ত জিও কানেকশন রেখে দিয়েছেন। সেটা ছাড়াও বিশেষ দিনে জিও রিচার্জে বিশেষ সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের জন্য। তেমনি সুখবর এই যে, দীপাবলি উপলক্ষে জিও দিতে চলেছে স্পেশ্যাল অফার, তাও মাত্র খুবই স্বল্প মূল্যে (Jio Special Offer). অল্প দামে রিচার্জ করে আনলিমিটেড ডেটা সহ অন্যান্য সুবিধা পেতে হলে দ্রুত করতে হবে রিচার্জ।

জিও স্পেশাল অফার

রিচার্জ করতে গিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে মাসিক ইনকাম থেকে অনেকটাই খরচ করতে হয়, তাই এই নতুন প্ল্যানে আপনিও খুবই কম দামে রিচার্জ করে উচ্চমানের রিচার্জের সুবিধা পেতে পারেন (Jio Special Offer). ২০০ বা ৩০০ দিয়ে নয়, মাত্র ১৫৩ টাকার রিচার্জ করলেই আনলিমিটেড ডেটা সহ অন্যান্য সুবিধা একদম আপনার হাতের নাগালে।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

Jio 153 Rupees Special Recharge Plan

আপনি পেয়ে যাবেন ২৮ দিনের আনলিমিটেড কলের সুযোগ, সেই সাথে পার ডে ৩০০ টা করে SMS করার সুযোগ। ২৮ দিনের জন্য মোট আপনি পেয়ে যাবেন 14 GB ডেটা অর্থাৎ পার ডে হিসেবে পেয়ে যাবেন 0.5 GB ডেটা। এর সাথে আপনি এই প্ল্যানেই Jio Cinema তে খেলা দেখার সুযোগ পাবেন। এত স্বল্প মূল্যে রিচার্জে এত গুলো সুযোগ এক সাথে, হাতছাড়া করার সময় নেই।

নভেম্বর মাসে রেশন সামগ্রীর তালিকা। কোন কার্ডে কত কিলো পাবেন?

কারণ এই সুযোগ আপনি পাচ্ছেন দীপাবলির জন্য তাই আপনার সাধ্য মতন রিচার্জ প্ল্যান (Jio Special Offer) আপনার হাতের মুঠোয় যখন এসেই গিয়েছে, চটপট রিচার্জ করুন আর উপভোগ করুন আনলিমিটেড ডেট, কল, মুভি ও খেলা দেখার ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা। এই প্ল্যান সম্পর্কে আপনাদের মত অবশ্যই জানাতে ভুলবেন না, ধন্যবাদ।
Written by Shampa Debnath

Related Articles