টেলিকম

JIO Unlimited Plan – জিও ধামাকাদার প্ল্যান লঞ্চ হল। সামান্য খরচে অনেকদিন চলবে।

JIO Unlimited Plan নিয়ে আমাদের সকলের মধ্যে জানার খুবই একটা বড় ইচ্ছা থাকে। কারণ আমরা জিওকে চিনি এই আনলিমিটেড প্ল্যান হিসাবেই (JIO Unlimited Plan). আমাদের দেশের টেলিকম সংস্থা গুলোর মধ্যে জিও নম্বর একে আছে। তারপরেই এয়ারটেল। তবে এয়ারটেল এর তুলনায় জিও তাদের গ্রাহক সংখ্যা দিন দিন বাড়িয়ে যাচ্ছে। জিও এর গ্রাহক বাড়ার মুল কারন হল সস্তা রিচার্জ প্ল্যান।

JIO Unlimited Plan For 5G Customers.

আজ আপনাদের সাথে Reliance JIO এর এমনই একতি সস্তা রিচার্জ প্ল্যান (JIO Unlimited Plan) সম্পর্কে আলোচনা করবো। টেলি যোগাযোগের সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যান এর ক্ষেত্রে জিও এর নাম সবার আগে আসে। শেষ কয়েক বছরে জিও রীতিমত আধিপত্য বিস্তার করেছে টেলিকম বাজারে। এই জিও মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যের রিচার্জ প্ল্যান (JIO Recharge Plan) এনে ভারতবাসীকে খুশি করেছে।

এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্যে নানা রকমের সাশ্রয়ি মূল্যের প্যাক লঞ্চ করে। জিও দেশের সর্বত্র 5G পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছে। জিও এই 5G একটি প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানটির মূল্য 61 টাকা। মাত্র 61 টাকা দিয়ে JIO Unlimited Plan ব্যবহার করতে পারবেন।

SBI Mudra Loan (স্টেট ব্যাংক মুদ্রা লোন)

জিও এর এই 61 টাকার প্ল্যানটিতে 6GB ইন্টারনেট দেওয়া হচ্ছে। এটি 5G স্পিড ব্যবহার করতে পারবেন। তবে 5G স্পিড নির্ভর করবে আপনার এলাকার 5G কভারেজের উপরে। আপনার এলাকায় 5G কভারেজ থাকলে দ্রুত গতিতে ডেটা ব্যবহার করতে পারবেন। তবে এই প্ল্যানটিতে যে শুধু 5G স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন তা নয়। এই প্ল্যানটি মূলত 4G গ্রাহকদের জন্যে প্রযোজ্য। 4G গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করলে তাদের সিম 5G তে আপগ্রেড হয়ে যাবে।

পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল দেওয়া নিয়ে বড় খবর। গ্রাহকদের মাথায় হাত!

এই JIO Unlimited Plan রিচার্জ করতে গেলে আপনার সিমে অবশ্যই একটি এক্টিভ রিচার্জ প্ল্যান থাকতে হবে। 61 টাকার প্ল্যানটি 119, 149, 179, 199 & 209 প্ল্যানের সঙ্গেও এপ্লিক্যাবল। এই প্ল্যানটি জিও 4G গ্রাহকদের জন্যে দারুন। যারা 5G তে সিম আপগ্রেড করতে চাইছেন। আর যারা 5G স্পিড এ ডেটা ব্যবহার করতে চাইছেন তারা মাথায় রাখবেন 5G কভারেজ অঞ্চল এর কথা।
Written by Ananya Chakraborty.

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মহিলারা পাবে 12 হাজার টাকা! পুরুষরা পাবে 6 হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *