টেলিকম

Best Recharge Plans – 400 টাকার কমে সর্বশ্রেষ্ঠ রিচার্জ প্ল্যান। এইমাত্র লঞ্চ করলো কোম্পানি।

আজ আপনাদের সাথে 400 টাকার কমের রিচার্জ প্ল্যান (Best Recharge Plans) সম্পর্কে আলোচনা করব। আপনি যদি একটি সাশ্রয়ি এবং সুবিধাজনক প্ল্যান এর খোঁজ করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকের এই পোস্ট এ আপনাদের রিলায়েন্স জিও (Reliance JIO), ভারতী এয়ারটেল (Bharti Airtel), ভোডাফোন আইডিয়া (VI) এবং BSNL এর রিচার্জ প্ল্যান গুলো সম্পর্কে আলোচনা করব।

Unlimited 5G Best Recharge Plans.

যে গুলো 400 টাকার কম দামে পাওয়া যাবে। এই সব প্ল্যান গুলোর মেয়াদ 1 মাস এবং Unlimited কল এর সুবিধাও আছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নিন। 400 টাকার কম দামে Best Recharge Plans, জিও এর 349 টাকার প্ল্যান (JIO Recharge Plan), এয়ারটেল এর 399 টাকার প্ল্যান (Airtel Recharge Plan), VI এর 399 টাকার প্ল্যান (VI Recharge Plan), BSNL এর 397 টাকার প্ল্যান (BSNL Recharge Plan).

JIO Best Recharge Plans

জিও তাদের গ্রাহকদের 349 টাকার একটি প্ল্যান অফার করে। এই রিচার্জ প্ল্যানটিতে দৈনিক 2.5 GB ডেটা, Unlimited Call, এবং প্রতিদিন 100 টি SMS ফ্রি এর সুবিধা দিচ্ছে। এই প্ল্যানটির মেয়াদ 30 দিন। আর অতিরিক্ত সুবিধা গুলোর মধ্যে রয়েছে জিও App এর Subscription. My Jio App থেকে কিনলে আরও কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।

Airtel Best Recharge Plans

এয়ারটেল এর 399 টাকার প্ল্যানটির মেয়াদ 28 দিন। এই রিচার্জ প্ল্যানটিতে দৈনিক 2.5 GB ডেটা, Unlimited Call, এবং প্রতিদিন 100 টি SMS ফ্রি এর সুবিধা দিচ্ছে। এছারা এই প্ল্যানটিতে ডিসনি প্লাস হটস্টার (Disney+Hotstar) এর Subscription ও পাওয়া যায়। আর এর মাধ্যমে আপনারা নিজেদের ইচ্ছেমত ভিডিও দেখতে পারবেন।

Old Phone Exchange (পুরনো মোবাইল এক্সচেঞ্জ)

VI Best Recharge Plans

Vodafone Idea (Vi) এর কাছেও 399 টাকার প্ল্যান রয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা দৈনিক 2.5 GB মোবাইল ডেটা পান। এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিং সহ প্রতিদিন 100 টি ফ্রি SMS পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এই রিচার্জের সাথে অতিরিক্ত সুবিধার মধ্যে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশনও রয়েছে। বাকি সকল প্ল্যান গুলোর মতোই এইটিও একটি প্ল্যান।

মাধ্যমিক পাশ করলেই বিনামূল্যে স্মার্টফোন দেবে রাজ্য সরকার। এই শর্ত মানলেই পাবে।

BSNL Best Recharge Plans

BSNL এর 400 টাকার কমের রিচার্জ প্ল্যান হল 397 টাকা। এই প্ল্যানটিতে 2.5 GB ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়া ফ্রি Unlimited Call ও দৈনিক 100 টি SMS ফ্রি এর সুবিধা দেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে। এই সব প্ল্যান গুলোর মধ্যে জিও এর প্ল্যানটি সেরা হিসেবে বিবেচিত হয়েছে। Airtel, VI এবং BSNL এর রিচার্জ প্ল্যান গুলো ভালো ও সুবিধাজনক। তবে নেটওয়ার্ক কভারেজ এবং অন্যান্য সুবিধার কথা বিবেচনা করলে জিও এর প্ল্যানটি ভালো বলা যেতে পারে (Best Recharge Plans).
Written by Ananya Chakraborty.

মাত্র 30 টাকায় আনলিমিটেড ইন্টারনেট, Netflix, Amazon Prime, 500 TV চ্যানেল। ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে বাম্পার অফার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *