ইন্টারভিউতে সফল হওয়ার উপায় জেনে একবারেই চাকরি পাওয়ার স্মার্ট টিপস ও ট্রিকস
প্রত্যেকটি ব্যক্তি জীবনে প্রথমে যখন ইন্টারভিউ (Interview Tips) দিতে যান, সে সময় অনেকটাই ভীতি কাজ করে মনের মধ্যে। যদিও এর মাধ্যমে একজন চাকরি প্রার্থীর সর্বোচ্চ পরীক্ষা নেওয়া হয়। এই সময় অতিরিক্ত উদ্বেগ, উৎকণ্ঠা ও ভীতি জানা জিনিসকেও ভুল করে দিতে পারে। এছাড়াও ঠিক কি রকম ভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে হবে, কোন প্রশ্ন করলে যথাযথভাবে কোন উত্তর দিতে হবে সেই সম্পর্কে বেশ কিছু অনুশীলন না থাকলে অনেকেই ঘাবড়ে যেতে পারেন।
ইন্টারভিউতে সফল হওয়ার গোপন কৌশল
আজকের এই প্রতিবেদনে খুব সহজ এবং সুন্দর করে কিভাবে আপনি নিজেকে সাবলীলভাবে রেখে যথাযথ প্রশ্নের সঠিক উত্তর দেবেন সেই সম্পর্কিত তথ্যই থাকছে। আপনি যদি এই রকম একটি প্রতিবেদনের খোঁজ করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন, যা আপনার অনেকটাই উপকারে আসবে।
Interview Tips and Answers for Freshers
ইন্টারভিউ রুমে যে কমন প্রশ্ন প্রায়শই করতে দেখা যায়, সেই সব প্রশ্ন সম্পর্কে আজকে আলোচনা করা হবে এই প্রতিবেদনে, সেই সাথে থাকছে প্রশ্নের যথাযথ উত্তর সম্পর্কে সম্যক ধারণা। আর এই সকল প্রশ্ন ছাড়াও সবচেয়ে জরুরি আপনার যোগ্যতা ও কাজ করার ক্ষমতা। এই দুই থাকলে তবেই যে কোনো সাক্ষাৎকারে আপনারা সফল হতে পারবেন এবং চাকরি পাবেন। এবারে সকল প্রশ্ন সম্পর্কে জেনে নিতে চলেছি।
ইন্টারভিউ সফল করার সেরা টিপস
Tell Us Something About Yourself (নিজের সম্পর্কে কিছু বলুন) :- আপনার এমন ভাবে নিজের সম্পর্কে শুরু করতে হবে যেটি ইন্টারভিউকারীদের কাছে খুবই উৎসাহের হবে। আপনার সম্পর্কে একটা দুর্দান্ত শুরু দিয়ে শুরু করে আপনার যাবতীয় গুণাগুণ থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভালো ভাবে ব্যক্ত করতে হবে, সেই সাথে আপনার বক্তব্য সুন্দর ভাবে শেষ করতে হবে। আপনি আপনার সম্পর্কে বলতে কতটা সাবলীল সেটি জানতে চান অনেকেই। এই জন্য নিজের সম্পর্কে সাবলীল ভাবে গুছিয়ে বলার মধ্যে আপনি কতটা নিজের প্রতি কনফিডেন্স এবং প্রেজেন্টেবল রয়েছেন, তার ধারণা করার জন্য এ প্রথম প্রশ্নটি করা হয়।
সাক্ষাৎকারে সফলতার জন্য গুরুত্বপূর্ণ টিপস
How do you Tackle Any Kind of Harsh Situation (কীভাবে কঠিন পরিস্থিতি সামলাবেন) :- আপনাকে এমন একটি উদাহরণ তাদের সামনে তুলে ধরতে হবে, যেখানে আপনি বিশৃঙ্খল বা ঝামেলা যুক্ত পরিবেশের মধ্যেও নিজেকে শান্ত রেখেছিলেন, যাতে ভবিষ্যতে যে কোন পরিস্থিতি আসলে মোকাবেলা করতে পারেন। এই রকম কোন একটি ব্যাপারে উদাহরণ নিয়ে আপনাকে বলতে হবে, যাতে তারা আপনার উত্তর শুনে কনফিডেন্স পেতে পারে।
Tell us About Your Salary Expectations (আপনি কর বেতন চাইছেন) :- এই প্রশ্নটি প্রত্যেক ইন্টারভিউকারী করে থাকেন। এই প্রশ্নের উত্তরে আপনাকে আগে জানতে হবে, আপনি যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন সেই চাকরির জন্য বর্তমান বাজারে কত টাকা স্যালারি দেওয়া হয়। সেই সম্পর্কে একটা সম্যক ধারণা আপনার থাকা জরুরি। আপনাদের নিজের না জেনে থাকেন তাহলে ওয়েবসাইট খুঁজে কোন চাকরির জন্য কি রকম বেতন দেওয়া হতে পারে তার একটা ধারণা নিয়ে রাখুন। সে অনুযায়ী আপনি আপনার এক্সপেক্টেশন স্যালারি বলতে পারবেন।
How do you Know About this Job (আপনি এই কাজ সম্পর্কে কি জানেন):- নিয়োগকর্তারা এমন প্রশ্ন করলে আপনি একটিভলি উত্তর দিন যে, কোন জায়গা থেকে আপনি এই জবের খোঁজ পেয়েছেন। যদি কোনো রেফারেন্স জব পেয়ে থাকেন, তার নাম উল্লেখ করুন। কেন এই জবটি আপনার পছন্দ সেই ব্যাপারে ক্লিয়ার করুন। আপনি নিয়োগকারী ম্যানেজারকে বোঝান যে আপনি কয়েকটি নির্দিষ্ট কারণে অন্য সমস্ত কোম্পানির চেয়ে তাদের কোম্পানি বেছে নিয়েছেন।
What kind of Work Environment would you Prefer (কেমন কর্ম পরিবেশ চান আপনি) :- সাক্ষাৎকারের পূর্বে কোম্পানী সম্পর্কে হোমওয়ার্ক করে নেবেন। আপনার পছন্দের পরিবেশটি কোম্পানির কর্মক্ষেত্রের সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে মিল রাখার চেষ্টা করুন বা বলতে পারেন আমার কোন সমস্যা নেই আমি যে কোন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি আর এখানে যদি কাজ পাই তাহলেও মানিয়ে নিতে কোন সমস্যা হবে না কিন্তু সময় লাগতে পারে।
ইন্টারভিউ ভয় দূর করুন
Have You Apply any Other Company (অন্য কোন কোম্পানিতে আবেদন করেছেন) :- নিয়োগ কারীরা খুব সহজভাবে জেনে নিতে চান আপনি তাদের নির্দিষ্ট কোম্পানি ছাড়া অন্য কোন কোম্পানিতে আবেদন করেছেন কিনা অর্থাৎ আপনি বিকল্প পথ খুঁজছেন কিনা? এই ব্যাপারে আপনি স্পষ্ট জানিয়ে দেবেন তাদের যে আপনি বিকল্প কোন চাকরি খুঁজবেন না এই চাকরিতে মনোনিবেশ করতে ইচ্ছুক আছেন।
কোন ব্যাংকে পার্সোনাল লোন EMI রেট সবচেয়ে কম? সেরা অফার সহ ব্যাংক গুলির তুলনা করে নিন
এমন কিছু কমন প্রশ্ন ইন্টারভিউ রুমে করা হয় যেই গুলি খুবই সহজ কিন্তু সঠিকভাবে যথাযথ উত্তর দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে জয়ের চাবিকাঠি। সব সময় চেষ্টা করবেন নিজেকে প্রেজেন্টেবল রাখার এবং শান্ত ও ধৈর্য সহকারে সমস্ত প্রশ্নের যথাযথ ও টু দা পয়েন্ট উত্তর দেওয়ার। আর একবার না হলেও এই সকল নিয়ম জেনে নিলে খুবই কম সময়ে সকল কাজ করে নিতে পারবেন।