ট্রেন্ডিং

Kalyani ITI More – কল্যাণী ITI মোড়ের দুর্গা প্যান্ডেল কবে খুলবে সাধারণ মানুষদের জন্য? জানিয়ে দেওয়া হল।

Kalyani ITI More Durga Puja বা কল্যাণীর এই দুর্গা পুজো নিয়ে সমগ্র রাজ্যবাসীর উৎসাহ চরমে উঠেছে। সকলেই একবারের জন্য দূরদূরান্ত থেকে এই দুর্গা মণ্ডপ দেখতে আসছেন। সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতা সব জায়গায় পুজো হয় দারুন। প্রতি বছর এক ক্লাব আর এক ক্লাবকে টেক্কা দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। আর তাই এই বার কল্যাণী ITI মোড় এর লুমিনাস ক্লাব সাধারণের চোখে পরার মত প্যান্ডেল তৈরি করেছে। এর আগের বছর টুইন টাওয়ার তৈরি করে চমকে দিয়েছিল দর্শনার্থীদের।

Kalyani ITI More Durga Puja 2023.

পুজোতে হাতে গোনা মাত্র কয়েক দিন বাকি। ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে চারিদিক। এরই মধ্যে সাধারণ মানুষের জন্য সুখবর। রবিবার বিকেল থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে কল্যাণী লুমিনাস ক্লাবের (Kalyani ITI More) পুজো প্যান্ডেল। লুমিনাস ক্লাব এর এবারের চমক চিনের একটি পাঁচতারা ক্যাসিনোর আদলে তৈরি মণ্ডপ ।

কল্যাণীর দীর্ঘ উচ্চতার পুজো মণ্ডপ কল্যাণী লুমিনাস ক্লাবের (Kalyani ITI More) মন্ডপ রবিবার বিকেল থেকেই খুলে দেওয়া হবে সাধারণের জন্যে। চিনের ম্যাকাওয়ের গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়ার আদলে তৈরি করা হয়েছে লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেল। বৃহস্পতিবার এই লুমিনাস ক্লাব এর পুজো ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee).

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী রিমি সেন। এখনও পর্যন্ত দীর্ঘ উচ্চতার এই প্যান্ডেলের আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়নি। শেষ মুহূর্তে এই কাজ চলছে জোরকদমে। সবকিছু ঠিক ঠাক থাকলে রবিবার বিকেল থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে কল্যাণী আইটিআই মোড় (Kalyani ITI More) লুমিনাস ক্লাবের চিনের ম্যাকাওয়ের গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়ার আদলে তৈরি প্যান্ডেলটি।

এর মধ্যেই এই মণ্ডপটি দেখার জন্য ভিড় (Kalyani ITI More) জমাতে শুরু করেছেন অসংখ্য মানুষের। আর এর সঙ্গে চলছে দেদারে ছবি তোলা। শুধু জেলা নয়, নদিয়ার পার্শ্ববর্তী হাওড়া ,হুগলি, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকেও বহু মানুষ আসছেন। আগের বছরের তুলনায় এই বছর দর্শনার্থীদের ভিড় দ্বিগুণ হতে পারে বলে আশাবাদী পুজোর উদ্যোক্তা অরূপ চট্টোপাধ্যায়।

তবে আগের বছর এই পুজোয় ভিড়ের জন্য যে বিপত্তি ঘটেছিল তা যেন এই বছর না হয় সেই কারণে আগে থেকেই অনেক বেশি সতর্ক উদ্যোক্তারা। প্যান্ডেলে (Kalyani ITI More) প্রবেশের অনেক আগে থেকেই গাড়ি প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে। প্যান্ডেলে প্রবেশ করার জন্য কোনও সিঁড়ির ব্যবস্থা করা হয়নি। প্রবেশ পথ এবং বেড় হওয়ার পথ এর জন্য আলাদা বড় গেট করা হয়েছে।

Gold Price Today (আজকের সোনার দাম)

মুখ্যমন্ত্রীর এই মন্ডপ ভার্চুয়ালি উদ্বোধনের পরই ভিড় জমতে শুরু করেছেন দর্শনার্থীরা। গত বছরেও লুমিনাস ক্লাবের প্যান্ডেল (Kalyani ITI More) ‘টুইন টাওয়ার’ দেখতে উপচে পরা ভিড় জমেছিল। যার জন্যে ভিড় সামাল দিতে হিমসিম খেতে হয়েছিল প্রশাসন কে। তাই এই বছর আগে থেকেই প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন আয়োজকরা।

Ration Card – রেশন গ্রাহকদের জন্য নতুন সুবিধা ঘোষণা, কোটি কোটি মানুষ উপকৃত হতে চলেছে।

কী ভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যায়, সেই নিয়েও দীর্ঘ বৈঠক চলে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, রবিবার বিকেল থেকেই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের (Kalyani ITI More) দরজা খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। ভিড় বাড়ার আগে আপনারা অতি শীঘ্রই এইখানে গিয়ে দেখে আসতে পারবেন। ঠাকুর কেমন হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

পশ্চিমবঙ্গে ডিএ মামলা নিয়ে জোর ধাক্কা খেল সরকারি কর্মী ও শিক্ষকেরা। কাজে মন দেওয়ার পরামর্শ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *