অর্থনীতি

Fixed Deposit Interest Rate: ফিক্সড ডিপোজিট সুদের হার ৮%। এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে?

যতই মিউচুয়াল ফান্ড (Mutual Fund) আর SIP আসুক না কেন, আমাদের দেশের মানুষদের কাছে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit Interest Rate) এখনো খুবই জনপ্রিয়। আর এই কারণের জন্যই আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রত্যেক সময়ে এই বিষয়ে খোঁজ রাখেন যে কোন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার (Bank FD Interest Rate) কত হল।

8% Fixed Deposit Interest Rate on Karnataka Bank

নিজের উপার্জিত টাকা সঞ্চয় করার সেরা মাধ্যম হল ব্যাঙ্ক ও পোস্ট অফিস এই গুলো জায়গায় বিনিয়োগ করলে অর্থ থাকে নিরাপদ আর পাওয়া জায় নিশ্চিত রিটার্ন। বর্তমানে প্রায় বহু মানুষ ঝুঁকি নিয়ে টাকা বিনিয়োগ করতে চায় না। তাই সেই সব মানুষ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit Interest Rate) খোলে। fixed deposit একদম নিরাপদ বিনিয়োগ মাধ্যম। মাঝে মধ্যেই ব্যাঙ্ক গুলো তাদের fixed deposit এর সুদের হার পরিবর্তন করে থাকে।

ফিক্সড ডিপোজিটে সুদের হার

সম্প্রতি আবার আর একতি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হারে (Fixed Deposit Interest Rate) পরিবর্তন এনেছে। এই পরিবর্তন এনেছে কর্ণাটক ব্যাঙ্ক (Karnataka Bank). Bank of India, Bank of Baroda-র এবার কর্ণাটক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করল। 3 রা সেপ্টেম্বর থেকে নতুন সুদের হার প্রযোজ্য হয়ে গিয়েছে। চলুন জেনে নিন কর্ণাটক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে নতুন প্রযোজ্য সুদের হার।

কর্ণাটক ব্যাঙ্ক কত শতাংশ সুদ অফার করছে?

3 কোটি টাকার নিচে স্থায়ী আমানতের উপরে কর্ণাটক ব্যাঙ্ক অফার করছে 3.75 শতাংশ থেকে 7.50 শতাংশ সুদ। 3.75 শতাংশ থেকে 8 শতাংশ সুদ দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদের। 375 দিনের Fixed Deposit Interest Rate পাওয়া যাচ্ছে সবথেকে বেশি সুদ। কর্ণাটক ব্যাঙ্ক এই 375 দিনের মেয়াদের FD তে সাধারন নাগরিকদের সুদ দিচ্ছে 7.50 শতাংশ । আর প্রবীণ নাগরিকদের সুদ দিচ্ছে 8 শতাংশ।

Post Office RD (পোস্ট অফিস রেকারিং ডিপোজিট)

প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট সুদের হার

কর্ণাটক ব্যাঙ্কের 46 থেকে 90 দিনের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit Interest Rate) সাধারন নাগরিকদের 4 শতাংশ সুদ দিচ্ছে। আর প্রবীণ নাগরিকদের 4.25 শতাংশ. 180 থেকে 1 বছরে সাধারন নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে 6.25 শতাংশ আর প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে 6.50 শতাংশ। 1 বছর থেকে 2 বছরে সাধারন নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে 7.35 শতাংশ আর প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে 8.85 শতাংশ।

HDFC ও Axis ব্যাঙ্ক গ্রাহকরা সতর্ক হন! RBI-র কড়া নির্দেশ চমকে দিলো সকলকে

250 দিনে সাধারন নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে 6.75 শতাংশ আর প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে 7.85 শতাংশ। 375 দিনে সাধারন নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে 7.50 শতাংশ আর প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে 8.00 শতাংশ। তাহলে আপনাদের বাড়ির কাছাকাছি যে কোন কর্ণাটক ব্যাঙ্কে গিয়ে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit Interest Rate) খুলে ফেলুন।
Written by Ananya Chakraborty.

Related Articles