চাকরি

ED অফিসার হতে চান? শুরুতেই মাসিক 60 হাজার টাকা বেতন, কোন কোন যোগ্যতা প্রয়োজন?

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED শব্দটি বর্তমানে শোনেনি, এমন মানুষের সংখ্যা বেশ কমজনই আছেন। অডিও-ভিজ্যুয়াল থেকে নিউজপেপার কিংবা ওয়েবপোর্টাল, সবেতেই এ নিয়ে (SSC নিয়োগ দুর্নীতি) নানান তথ্য প্রকাশিত হয়েছে। এই পদে কর্মরত প্রধানরা আর্থিক দূর্নীতি বা তছরূপের বিষয়গুলি তদন্ত করে থাকেন।

ED পদে কারা আবেদন করবেন?

আপনিও কি একজন ED অফিসার হতে চান? কোন কোন যোগ্যতা থাকতে হবে? নিয়োগ পদ্ধতি?
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একজন অফিসার হতে গেলে তাকে অবশ্যই দক্ষ, চালাক এবং বিশেষ বিচারবুদ্ধি সম্পন্ন হতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এই দপ্তরে প্রতি বছরই কর্মী নিয়োগ করা হয়।

Indian Oil এ শতাধিক কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই, শেষ তারিখ ঘোষণা হয়ে গেছে।

ED এর কার্যকলাপ-
১) টাকা পয়সার লেনদেন সংক্রান্ত তদন্ত।
২) ভারতে ‘Foreign Exchange Management’ আইন লঙ্ঘন হলে দোষীদের আইনানুগ শাস্তি প্রদান এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দায়িত্ব পালন।
৩) কোনো নাগরিক ভারতের বাইরে সম্পত্তি কিনলে তা তদন্ত করা।

শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে।
উল্লেখ্য, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
ED এর মূখ্য কার্য্যালয় দিল্লীতে অবস্থিত। এছাড়া রয়েছে ৫ টি রিজিওনাল অফিস (কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং চন্ডীগড়)।

বয়সসীমা- এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স কমপক্ষে ২০ বছর বয়স থেকে ২৭ বছর বয়সী হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বছরের ছাড় পাওয়া যাবে।
নিয়োগ পদ্ধতি- দুইভাবে নিয়োগ করা যাবে, ১) SSC CGL পরীক্ষার মাধ্যমে। SSC এর অফিশিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে পারেন।
অথবা ২) কেন্দ্র সরকারের অফিসার পদে কোনো চাকরির পদোন্নতির মাধ্যমে।

বেতন- মাসিক ৬০ হাজার থেকে বেতন শুরু হয়ে থাকে।
SSC CGL পরীক্ষায় মোট তিনটি ধাপ রয়েছে।
Tier-1 পরীক্ষা (২০০ নম্বর)
Tier-2 পরীক্ষা (২০০ নম্বর)

আইডিবিআই ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, আবেদনের পদ্ধতি দেখে নিন।

Tier-3 পরীক্ষা (১০০ নম্বর)
উল্লেখ্য, ED অফিসার হতে হলে নির্দিষ্ট ৱ্যাঙ্ক থাকতে হবে।
এই পদে কর্মী নিয়োগের খবর পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *