চাকরি

Job recruitment – Indian Oil এ শতাধিক কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই, শেষ তারিখ ঘোষণা হয়ে গেছে।

সরকারি চাকরি করার ইচ্ছে রয়েছে? তাহলে সেই সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আবারও পশ্চিমবঙ্গে Job recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সম্প্রতি Indian Oil কর্পোরেশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও বিভিন্ন নিয়োগ করা হবে। নারী পুরুষ নির্বিশেষে সকল আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিতভাবে জানানো হচ্ছে।

Job recruitment – Indian Oil এ আবেদন করবেন কিভাবে দেখুন।

নিয়োগ পদের নাম-
Executive Level L1/
Executive Level L2
এই Job recruitment এ মোট শূন্যপদের সংখ্যা – ১০৬ টি।
Executive Level L1- ৯৬ টি,
Executive Level L2- ১০ টি

ভারতীয় ডাক বিভাগে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ, বেতন 19 হাজার 900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical Engineering /
Electrical Engineering/ Civil Engineering -এ B.E/ B Tech পাশ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা– Executive Level L1 পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং Executive Level L2 পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা পাবেন বয়সের ছাড়।
এই Job recruitment এ বার্ষিক বেতন- Executive Level L1 পদে নিযুক্ত কর্মীরা পাবেন বার্ষিক ১২ লাখ টাকা বেতন।
Executive Level L2 পদে নিযুক্ত কর্মীরা পাবেন বার্ষিক ১৬ লাখ টাকা বেতন।

আবেদন পদ্ধতি- কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের
লিংকে নিচে দেওয়া হয়েছে। আবেদনকারীদের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আবেদনকারীর নাম, ঠিকানা, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
Job recruitment এ নিয়োগ পদ্ধতি- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গ (হলদিয়া), আসাম, বিহার, গুজরাট, হরিয়ানা, ওড়িশা।

আবেদন ফি- আবেদন ফি হিসেবে জেনারেল, ওবিসি, ইডাব্লুএস প্রার্থীদের ৩০০ টাকা ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, SC, ST, PWD প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না। এই আবেদন ফি Net Banking, Credit Card, Debit Card -এর
মাধ্যমে জমা দেওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ- ২২ মার্চ, ২০২৩.

মাধ্যমিক পাশে ১৩৫ শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ

আরো বিশদে জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন।
বিজ্ঞপ্তি-
https://in.docworkspace.com/d/sAO3rP0f4hJ45-9W5_6-nFA
Apply Now-
https://www.iocl.com/
চাকরি সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *