স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পদ্ধতির বদল, দেখে নিন নতুন আবেদন পদ্ধতি, কত টাকা পাবেন, কীভাবে?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছেন? উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হয় অর্থের। সেই কারণে বহু পড়ুয়া মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ভালো নম্বর নিয়ে পাশ করলেও স্নাতক ডিগ্রির জন্য ভর্তি হতে পারেন না। পড়ুয়াদের উচ্চশিক্ষার কথা ভেবে সরকারি এবং বেসরকারিভাবে একাধিক স্কলারশিপ চালু করা হয়েছে। এগুলির মধ্যে অন্যতম হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এতে আবেদনের মাধ্যমে মাধ্যমিক পাশের পরই মিলবে বার্ষিক মোটা অনেকর টাকা। কারা আবেদনযোগ্য? আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে নিচে জানানো হল।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবেন

১) মাধ্যমিক পাশের পর উচ্চমাধ্যমিকে (একাদশ/ দ্বাদশ শ্রেণী) ভর্তি হওয়ার পর আবেদনে প্রতি মাসে পাওয়া যাবে ১,০০০ টাকা করে।
২) স্নাতক আর্টস/কমার্স প্রতি মাসে পাওয়া যাবে ১,০০০টাকা।
৩) স্নাতক সায়েন্স/অন্যান্য পেশাগত কোর্স প্রতি মাসে পাওয়া যাবে ১,৫০০টাকা।

৪) ডিপ্লোমা (পলিটেকনিক বা অন্যান্য) প্রতি মাসে পাওয়া যাবে ১,৫০০টাকা।
৫) স্নাতক ইঞ্জিনিয়াররিং/মেডিকেল প্রতি মাসে পাওয়া যাবে ৫,০০০ টাকা।
৬) ডি.এল.এড (D.El.Ed) প্রতি মাসে পাওয়া যাবে ১,০০০ টাকা।
৭) স্নাতকোত্তর আর্টস/কমার্স প্রতি মাসে পাওয়া যাবে ২,০০০ টাকা।

৮) স্নাতকোত্তর সায়েন্স/অন্যান্য পেশাগত কোর্স প্রতি মাসে পাওয়া যাবে ২,৫০০ টাকা।
৯) স্নাতকোত্তর ইঞ্জিনিয়াররিং প্রতি মাসে পাওয়া যাবে ৫,০০০ টাকা।
১০) নন নেট এমফিল (NON NET M.PHIL.) প্রতি মাসে পাওয়া যাবে ৫,০০০ টাকা।
১১) নন নেট পিএইচ.ডি. (NON NET PH.D.) প্রতি মাসে পাওয়া যাবে ৮,০০০ টাকা।

উচ্চমাধ্যমিকের পর দেশে, বিদেশে উচ্চ শিক্ষার জন্য আবেদন করুন এই 3 টি স্কলারশিপে, পাবেন মোটা অঙ্কের সাহায্য।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন পদ্ধতি-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর হোম পেজ ওপেন হলে ‘How To Apply’ বাটনে ক্লিক করতে হবে। নতুন পেজ ওপেন হলে নীচের দিকে চেক বক্সে ক্লিক করে ‘Proceed for Registration’ বাটনে ক্লিক করতে হবে।
আবার নতুন পেজ ওপেন হলে ‘Directorate of School Education’ বাটনে ক্লিক করতে হবে।

‘Apply for Fresh Application’ লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মে মাধ্যমিক পরীক্ষার অপশনে ক্লিক করে সংশ্লিষ্ট নথিগুলি দিতে হবে। আবেদনকারীর নাম, ঠিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য ও বৈধ ইমেল আইডি আর ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। একটি পাসওয়ার্ড তৈরি করে ‘Registrar’ বাটনে ক্লিক করতে হবে। ভেরিফিকেশনের জন্য মোবাইল নম্বরে OTP পাঠানো হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে রেজিস্ট্রেশন আইডি দেওয়া হবে। এরপর হোম পেজের ‘Applicant Login’-এ গিয়ে Applicant ID, Password ও Security Code দিয়ে Login করতে হবে। নতুন পেজের বাদিকে ‘Dashboard’-এর ‘Edit Application’ লিংকে ক্লিক করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি আপলোড করে ‘Save and Continue button’ এ ক্লিক করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

বিদ্যাসারথী স্কলারশিপে সকল পড়ুয়ারা আবেদন করতে পারবেন, আবেদনের পদ্ধতি দেখে নিন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) আধার/ ভোটার কার্ড।
২) মাধ্যমিকের মার্কশীট।
৩) শেষ শিক্ষাগত যোগ্যতার মার্কশীট।
৪) রেসিডেন্সিয়াল বা বাসস্থানের সার্টিফিকেট।
৫) পাসপোর্ট সাইজের কালার ফটো।
৬) ব্যাংকের পাসবইয়ের তথ্য।
শিক্ষা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *