অর্থনীতি

Post Office Rules: পোস্ট অফিসের নিয়মে বড় পরিবর্তন! ঝামেলা থেকে বাঁচতে আজই জানুন

পোস্ট অফিসের বিনিয়োগের নিয়মে (India Post Office Rules) বড় বদল। এবার থেকে পোস্ট অফিসে বিনিয়োগ (Post Office Investment) করতে গেলে এই নথি না নিয়ে গেলে আর বিনিয়োগ করতে পারবেন না। আপনি যদি পোস্ট অফিসে বিনিয়োগের কথা ভেবে থাকেন তাহলে বিনিয়োগ করার আগে এই প্রতিবেদনটি পড়ুন। কারন 2023 সালের 1 লা এপ্রিল থেকে পোস্ট অফিসের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছিল। তাহলে এখন কি নতুন জানানো হল।

Aadhaar PAN Link is Mandatory as Per Post Office Rules.

এবার থেকে পোস্ট অফিসের স্কীম গুলোতে বিনিয়োগ করতে চাইলে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক (PAN Card Aadhaar Link) থাকা বাধ্যতামূলক (Post Office Rules). যদি লিঙ্ক করা বা থাকে তাহলে আপনার বিনিয়োগ বন্ধ করে দেওয়া হবে। আয়কর বিভাগের (Income Tax Department) সাথে ক্রস চেক করে পোস্ট অফিস নিশ্চিত করবে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা আছে কি না। একটুও যদি অমিল থাকে তাহলে আপনি বিনিয়োগ করতে পারবেন না।

পোস্ট অফিসের নতুন নিয়ম

পোস্ট অফিসের এই নিয়মে পরিবর্তন এনেছে পোস্ট অফিসের সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম বা CBS. প্রোটিন ই-গভ টেকনলজির সাথে যুক্ত হয়ে প্যানের বৈধ্যতা যাচাই করবে। 30 শে এপ্রিল 2023 পর্যন্ত পুরনো নিয়ম কার্যকর ছিল 1 লা এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হয়। এই নতুন নিয়ম 7 ই মে 2024 এ কার্যকর করা হয়। এই নতুন নিয়ম (Post Office Rules) বিনিয়োগকারীদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো।

আধার প্যান লিঙ্ক বাধ্যতামূলক

পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), NSC অন্য ছোট সঞ্চয় প্রকল্প গুলোতে বিনিয়োগের ক্ষেত্রে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আপনার প্যান কার্ড যদি বৈধ্য না হয় তহলে বিনিয়োগে (Post Office Rules) বাঁধা পড়বে। সরকার পরিষ্কার ভাবে জানিয়েছে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ভাবেই ছাড় দেওয়া যাবে না। পোস্ট অফিসে বিনিয়োগ করতে গেলে কিছু শর্ত আপনাদের মেনে চলতে হবে।

PNB FD (পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট)

পোস্ট অফিসের নতুন নিয়ম কি?

যদি আপনার অ্যাকাউন্টে 50 হাজারের বেশি টাকা থাকে বা কোনো বছরে 1 লক্ষের বেশি টাকা জমা হয় বা এক মাসে 10 হাজার টাকার বেশি তুলতে চান তাহলে বৈধ্য প্যান কার্ড (PAN Card) জমা করতে হবে। তবে এই নিয়মে একটি ছাড় আছে, যদি আপনার প্যান কার্ড না থাকে তবে ফর্ম 60 জমা দিয়ে অস্থায়ি ভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন (Post Office Rules).

টাকার দরকার হলেই তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ পাবেন এই অ্যাপের মাধ্যমে

তবে শর্ত একটায় দুই মাসের মধ্যে প্যান কার্ড জমা দিতে নাহলে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। তাই আর দেরি না করে যারা এখন প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাননি তারা ঝটপট করে ফেলুন। আর এই কাজটি (Post Office Rules) সময় মত না করলে আপনাদের নিজেদের টাকা নিয়ে আগামীদিনে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *